বেঙ্গালুরু: সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ তাই নিয়মরক্ষার। রায়পুরে ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যে ফের মাঠে নামতে হচ্ছে দুই দলকেই। দুই শিবিরকেই চিন্তায় রাখবে ক্লান্তি।


ভারতীয় দল এই সিরিজে কার্যত বিশ্বকাপে খেলা সমস্ত ক্রিকেটারদেরই বিশ্রাম দিয়েছে। একমাত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন। আর শেষ দুই ম্যাচে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। হার্দিক পাণ্ড্য ছিটকে যাওয়ার পর যিনি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, সেউ প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার - ট্র্যাভিস হেড, তনবীর সঙ্ঘা ও ম্যাথু শর্ট বিশ্বকাপের শুরু থেকে ভারতেই রয়েছেন। বাড়ি ফেরার জন্য তাঁরা যে ছটফট করবেন, বলার অপেক্ষা রাখে না। বিশ্বজয়ের সেলিব্রেশনই তো অপূর্ণ থেকে গিয়েছে। 


চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৯ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে অস্ট্রেলিয়া। যাতে টানা খেলার ধকল থেকে ক্রিকেটারদের রক্ষা করা যায়। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টিতে তারা একসঙ্গে পাঁচটি পরিবর্তন করেছিল। তবু তা ফলপ্রসূ হয়নি। সিরিজে সমতা ফেরাতে পারেনি অস্ট্রেলিয়া। বরং ভারত ৩-১ করে ফেলেছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চিন্তা ভারতের স্পিন ফলা - রবি বিষ্ণোই ও অক্ষর পটেলকে খেলা। স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থতা ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।


তবে বেঙ্গালুরুর পিচে সেই উদ্বেগ কিছুটা কমতে পারে অস্ট্রেলিয়ার। কারণ, চিন্নাস্বামীর পিচে স্পিনারদের জন্য দারুণ কিছু সুবিধা থাকে না। অস্ট্রেলিয়ার সান্ত্বনা হবে ম্যাচ জিতে ভারতের মাটি ছাড়া।


ভারত সিরিজ জিতলেও দল হিসাবে দুর্দান্ত দাপট দেখায়নি। তবে অধিনায়র সূর্যকুমার যাদবকে স্বস্তি দেবে যে, দলের কয়েকজন ক্রিকেটার গোটা সিরিজে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন। এমনকী, রায়পুরে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে জিতেশ শর্মা ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। রিঙ্কু সিংহ প্রত্যেক ম্যাচে পারফর্ম করছেন। দেখিয়ে দিয়েছেন, তিনি শুধু ফিনিশারই নন, তিনি ইনিংস গড়তেও জানেন।


কাদের ম্যাচ


টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া


কোথায় খেলা


ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৬.৩০-এ হবে টস


কোথায় দেখবেন


ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও কালার্স সিনেপ্লেক্স চ্যানেলে


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সম্প্রচার


আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।