নাগপুর: আড়াই দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে চার টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। নাগপুর টেস্টে এমন কিছু রেকর্ড হল, যা ভারতীয় শিবিরকে উজ্জীবিত করে তুলবে।
৯১ - দ্বিতীয় ইনিংসে যে রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে ২০০৪ সালে মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে টেস্টে সব মিলিয়ে ইনিংসে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৮১ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
২৬৮ - নাগপুরে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া ২৬৮ রান তুলেছে। ভারতের বিরুদ্ধে দুই ইনিংসে অল আউট হয়েছে, এরকম ম্যাচে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৪ সালে মুম্বই টেস্টে দুই ইনিংসে ২০৩ ও ৯৩ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ২৯৬ রান উঠেছিল সেই টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে। এশিয়ার মাটিতে দুই ইনিংস মিলিয়ে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ২৬৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া।
৫ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ নিয়ে পাঁচবার টেস্টে ইনিংসে জিতল ভারত।
২৫ - টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার (Ind vs Aus)। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। এবং ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড। কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এবার কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও। তবে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তি ৪৫ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার আর এক স্পিনার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
৬.৭ - নাগপুরে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের গড়। কোনও টেস্ট ম্যাচে দশ উইকেট পড়েছে, এরকম ক্ষেত্রে এটা দ্বিতীয় সর্বনিম্ন। ২০১৯ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের গড় ছিল ৫.৮। নাগপুরে অস্ট্রেলিয়ার পাঁচ বাঁহাতি ব্যাটার দুই ইনিংস মিলিয়ে মোট ৬৭ রান তুলেছেন। যেখানে ভারতের দুই বাঁহাতি ব্যাটার ১৫৪ রান তুলেছিলেন।
১০ - নাগপুরে অস্ট্রেলিয়ার মোট এলবিডব্লিউয়ের সংখ্যা। টেস্টে এটা তাদের সর্বোচ্চ।
৪৯ - মার্নাস লাবুশেনের প্রথম ইনিংসের স্কোর। এই টেস্টে এটাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ। এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করলেন না।