Madhyamik Geography: সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik 2023)। পরীক্ষার্থীদের সঙ্গে ঘুম উড়েছে অভিভাবকদেরও। কোন কোন অংশগুলিতে আলোকপাত করলে পেতে পারো ভাল নম্বর ? মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের সুবিধার্থে পাঠশালা লাইভের মাধ্যমে ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের পাশে এবিপি লাইভ।


নম্বর বাড়ানোর অন্যতম বিষয় হল ভূগোল (Geography)। ছোট প্রশ্নে তো নম্বর উঠবেই। তার সঙ্গেই ম্যাপ পয়েন্টিংয়ে (Map Pointing) রয়েছে একশো শতাংশ নম্বর তোলার সুযোগ। তবে তার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। ভূগোলে বড় প্রশ্নেও ভয় নেই। ধাপে ধাপে নিয়ম মেনে উত্তর লেখা ও তার সঙ্গে ছোট ছোট ছবি (Diagram) আঁকলেই নম্বর উঠবে অঙ্কের মতোই।


এবিপি লাইভের (ABP Live Exclusive) পাঠশালা লাইভে (Pathshala Live) ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Examination 2023) সাহায্যার্থে পরামর্শ দিতে এসে বলছেন ভূগোল শিক্ষক সৌভিক ঘোষ (Souvik Ghosh)। শিক্ষকতা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে (Ramakrishna Mission Vidyalaya)। মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, ভূগোলের ক্ষেত্রে উত্তরপত্র (Answer Sheet) পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তার সঙ্গেই দিয়েছেন, সহজে পড়া মনে রাখার জন্য, পরীক্ষার নম্বর তোলার জন্য নানা খুঁটিনাটি টিপস (Geography Tips)। এই বছর মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি।


কীভাবে বড় প্রশ্নের উত্তর দেবে
এই ক্ষেত্রে আমাদের ২ টি উপবিভাগ রয়েছে। এখানে আমাদের ৫ নম্বরের প্রশ্নের ৪টি উত্তর দিতে হবে। প্রথম উপবিভাগে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে ২টি প্রশ্নের উত্তর দেব। এর জন্য আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ অধ্যায় পড়তে হবে।


৫ নম্বরের প্রশ্নের জন্য দেখো এগুলি


নদীর ক্ষয়কার্যের দ্বারা ভূমিরূপগুলি সংক্ষেপে চিত্রসহ নিম্নে আলোচনা কর।
হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা কর।
শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সংক্ষেপে চিত্রসহ নিম্নে আলোচনা কর।
বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।
উষ্ণতার ভিত্তিতে বায়ু মণ্ডলের স্তরবিন্যাস কর ও স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা কর।
সমুদ্রস্রোত/জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।
পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়তবায়ুর সম্পর্ক ব্যাখ্যা কর।


মনে রাখবে,' নদীর ক্ষয়কার্যের দ্বারা ভূমিরূপগুলি সংক্ষেপে চিত্রসহ নিম্নে আলোচনা কর', এই ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রথমে একটি ভূমিকা লিখবে। এরপর ভূমিরূপগুলির নাম লিখব। ভূমিরূপগুলি আলোচনা করার ক্ষেত্রে তাদের নাম লিখব, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য,কোথা থেকে উৎপত্তি এ ছাড়াও উদাহরণ দিতে হবে। এখানে প্রতিটি বড় প্রশ্নের উত্তরের অবশ্যই ছবি এঁকে উত্তর শেষ করব।


৫ নম্বরের প্রশ্নের জন্য দেখো আঞ্চলিক ভারতের এই প্রশ্নগুলি


পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা কর। (দৈর্ঘ্য বরাবর শ্রেণিবিন্যাস)
ভারতের বৃহৎ সমভূমির শ্রেণিবন্যাস করে উপবিভাগগুলির বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্য়ে তুলনামূলক আলোচনা কর। পার্থক্য কর। (এবারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন)
''ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টন জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়''- ভৌগলিক ব্যাখ্যা প্রদান কর।
ভারতের ঋতু বৈশিষ্ট্য ও মৌসুমী বায়ুর মধ্য়ে সম্পর্ক ব্যাখ্য়া কর।
গম, কফি,চায়ের অনূকূল পরিবেশ সম্পর্কে আলোচনা কর।
পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবন বা উন্নতির কারণগুলি ব্যাখ্য়া কর।
ভারত অসম জনবণ্টনের কারণগুলি ব্যাখ্যা কর।
পূর্বভারতে লৌহ ইস্পাত শিল্পের কারণগুলি ব্যাখ্য়া কর।


মানচিত্র 
টোপোগ্রাফিকাল ম্যাপ ও স্যাটেলাইট ইমেজারির মধ্য়ে মূল পার্থক্য। এদের সুবিধা, অসুবিধা, মিল ও কোথায় এদের মধ্য়ে গুরুত্ব রয়েছে। এগুলি ৫ নম্বরের প্রশ্নের মধ্য়ে না এলেও কীভাবে উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয়, এর বিভিন্ন পর্যায়গুলি আমাদের জানতে হবে। যেমন EMR (ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশেন), EMS (ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম) এই ছোট ছোট অ্যাব্রিভিয়েশনগুলি আমাদের মনে রাখতে হবে।


২ নম্বর ও ৩ নম্বর প্রশ্নের জন্য
এতে পার্থক্যের উত্তর লিখতে হয়। এই ক্ষেত্রে পার্থক্যের ভিত্তি বা উদাহরণ দেব। পয়েন্টগুলি আলাদাভাবেই লিখবে।


৬টি ২ নম্বরের প্রশ্ন
তিন চারটি বাক্যে পয়েন্টে ব্যবহার করতে পারি। 
GAP-গঙ্গা অ্য়াকশন প্ল্যান কী ?
C ও D বর্জ্য  
স্ক্রাবার কাকে বলে ?
লুনা ট্যাক্স কী,
হিমরেখা কাকে বলে
পেরিজিয়ান জোয়ার কাকে বলে ?
সোনালি চতুর্ভুজ কী
৮ সেন্সর কাকে বলে
এসকার কী
১০ কেম ও কেটল হ্রদ কীভাবে সৃষ্টি হয়
১১ কারেবা কাকে বলে ?
১২ মৌসুমী বিস্ফোরণ কাকে বলে ?


এবার ৩ নম্বরের প্রশ্নের ৪টে উত্তর দিতে হবে
যেকোনও ভূমি রূপের মধ্য়ে পার্থক্য
কীভাবে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে ডায়াগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।


(মনে করে, ম্য়াপ পয়েন্টিংয়ের পাতা খাতার মাঝখানে জুড়ে দেবে।)  


Madhyamik 2023 Geography Suggestion: মাধ্যমিকে ভূগোলে ভয় ! নম্বর বাড়াবে ম্যাপ পয়েন্টিং, ছোট প্রশ্ন , রইল সাজেশন


Education Loan Information:

Calculate Education Loan EMI