বেঙ্গালুরু: রবিবার ভারত জিতেছে মাত্র ৬ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রানের নিরিখে এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে কম ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রানে জিতেছিল ভারত।


বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬ রানে হারিয়েছে ভারত। যে ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। কারণ, রায়পুরে আগের ম্যাচে ভারত জিতে যাওয়াতেই সিরিজ অন্তত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার আর নিয়মরক্ষার সেই ম্যাচে হল একাধিক ক্রিকেটীয় কীর্তি।


এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে পরে ফিল্ডিং করে চার ম্যাচের চারটিই হেরেছিল ভারত। এই সিরিজে অবশ্য উলটপুরাণ। কারণ, ৪ ম্যাচে প্রথমে ব্যাট করে তিন ম্যাচ জিতল ভারত। একটিতে শুধু পরাজয়।


 রবিবার ভারতের বিরুদ্ধে ১৫ বলে ২২ রান করলেন ম্যাথু ওয়েড। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের (৫৯২ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাড ম্যাক্সের ঝুলিতে ৫৫৪ রান। ৫০০ রান করে তৃতীয় স্থানে অ্যারন ফিঞ্চ। ৪৮৭ রান-সহ চার নম্বরে উঠে এলেন ওয়েড। ৪৭৫ রান করে পঞ্চম স্থানে ইংল্যান্ডের জস বাটলার।


টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে পাকিস্তানের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে পাকিস্তান। দুইয়ে উঠে এল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অবশ্য সম সংখ্যক ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।


টি-টোয়েন্টি সিরিজে নজির গড়লেন রবি বিষ্ণোই। কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিলেন আর অশ্বিনের। ২০১৬ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। বিষ্ণোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে নিয়েছেন ৯ উইকেট।


এই সিরিজে ভারতের স্পিনাররা ১৯.২ গড়ে, ওভার প্রতি ৭.২ রান খরচ করে এবং ১৬ স্ট্রাইক রেটে মোট ১৫ উইকেট নিয়েছেন। যেখানে অস্ট্রেলিয়ার স্পিনাররা ৫৬.৫ গড়ে ওভার প্রতি ১০.২৭ গড়ে এবং ৩৩ স্ট্রাইক রেটে নাত্র ৬ উইকেট নিয়েছেন।


রান তাড়া করার সময় ভারতীয় পেসারদের বিরুদ্ধে ১২ ওভার ব্যাট করে ১১১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ওভার প্রতি ৯.২৫ রান করে নিয়েছিল। হারিয়েছিল ৫ উইকেট।


ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ৮ ওভারে ৫.৩৭ করে গড় রেখে ৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। হারিয়েছে ৩ উইকেট।


আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।