মোহালি: একদল সদ্য এশিয়া কাপ (Asia Cup) জিতেছে। অন্যদল ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হেরেছে।


বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়া সেরে নিতে মুখোমুখি সেই ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার মোহালিতে। এশিয়া কাপ জিতে মানসিকভাবে চাঙ্গা ভারতীয় শিবির। বিশেষ করে ফাইনালে শ্রীলঙ্কাকে যেভাবে দুরমুশ করে জিতেছে, তারপর। অন্যদিকে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বেশ চাপে। এই পরিস্থিতিতে দুই দলেরই প্রথম একাদশে শুক্রবার কারা সুযোগ পাবেন, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। 


এখনও বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রথম একাদশ বাছা নিয়ে ধন্দে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজে হাত ভেঙেছে ট্র্যাভিস হেডের। বিশ্বকাপেও তিনি অনিশ্চিত। হয়তো ছিটকেই যাবেন। হেডের চোট হিসেবনিকেশ বদলে দিয়েছে। তবে অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক ফিরেছেন দলে। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক হওয়ার পর মাত্র ২টি ম্যাচ খেলেছেন কামিন্স। অ্যাশেজ সিরিজে কব্জিতে চোট পেয়েছিলেন। সুস্থ হয়ে ফিরছেন। গ্লেন ম্যাক্সওয়েলও শুক্রবার পৌঁছে যাচ্ছেন। স্মিথ ও কামিন্স তিন ম্যাচেই খেলতে পারেন। যদিও ম্যাক্সওয়েল কটা ম্যাচে খেলবেন সংশয় রয়েছে। হেডের পরিবর্ত হিসাবে ম্যাট শর্টকে দলে নেওয়া হয়েছে। বিধ্বংসী ওপেনার। অফস্পিন বোলিংও করেন। বিশ্বকাপের দলে ঢোকারও দাবিদার তিনি।


ভারত প্রথম দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও হার্দিক পাণ্ড্যকে। তবে সকলে আগ্রহী আর অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। অক্ষরের পরিবর্তে কাকে একাদশে খেলানো হবে, তা নিয়ে চলছে চর্চা। প্রায় দেড় বছর কোনও ওয়ান ডে খেলেননি অশ্বিন। এশিয়া কাপ ফাইনালের জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। টেস্টে অশ্বিন-রবীন্দ্র জাডেজা জুটি অস্ট্রেলিয়াকে বারবার বিব্রত করেছেন। ওয়ান ডে-তে কতটা বিপাকে ফেলতে পারেন, সেটা দেখার।


পাশাপাশি শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের পরীক্ষাও হবে সিরিজে। পিঠের চোটে এশিয়া কাপের পরের দিকে আর খেলতে পারেননি শ্রেয়স। সূর্যর ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। এশিয়া কাপে একটাই ম্যাচ খেলেছেন। ৩৪ বলে মাত্র ২৬ রান করে আউট হয়ে যান। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে হেরে যায় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরীক্ষা সূর্য-শ্রেয়স জুটিরও।


ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়/শার্দুল ঠাকুর ও যশপ্রীত বুমরা


অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিটেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স (অধিনায়ক), স্পেন্সার জনসন/তনবীর সাংঘা, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড


আরও পড়ুন: একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ওয়ান ডে ব্যর্থতার মধ্যেও সূর্যকুমারের পাশে দাঁড়ালেন দ্রাবিড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial