রায়পুর: আইপিএলকলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে কেকেআরের সেই ম্যাচটা হয়তো কেউই ভুলতে পারেননি। যেখানে যশ দয়ালের শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। সেই রিঙ্কু সিংহ (Rinku Singh) জাতীয় দলে সুযোগ পেয়েই ফুল ফোটাচ্ছেন। প্রত্যেক ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪৬ রান করেছিলেন। যে ইনিংসে ছিল জোড়া ছক্কা। একটি ছক্কা একশো মিটার দূরত্ব অতিক্রম করেছিল।


কী করে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? উত্তর প্রদেশের তারকা নিজেই সেটা ফাঁস করলেন। রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম উইকেটে ঝোড়ো ৫৬ রান যোগ করেন রিঙ্কু ও জিতেশ শর্মা। জিতেশ ম্যাচের পর স্বীকার করে নেন যে, রিঙ্কুর আগ্রাসী ব্যাটিং তাঁর ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল।


ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের হয়ে রিঙ্কুর সঙ্গে কথা বলেন জিতেশ। ম্যাচের শেষে জিতেশই রিঙ্কুর কাছে জানতে চান, কীভাবে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? তাতে কেকেআর তারকা বলেন, 'আমি ওজন তুলতে পছন্দ করি। তার থেকেই আমি আরও শক্তিশালী হয়েছি।'


বদলার বৃত্তপূরণ। বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে হারের পাল্টা টি ২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানের ব্যবধানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। বিশ্বকাপের তুলনায় ধারে-ভারে অনেকটাই কম হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই সিরিজ জয় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই।


অজিদের বিরুদ্ধে ভারত বাজিমাত করেছে মূলত অক্ষর পটেল ও রবি বিষ্ণোইয়ের ঘূর্ণি কামালে ভর করে। প্রথম ব্যাট হাতে দলকে লড়াইয়ের শক্ত-পোক্ত মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন রিঙ্কু সিংহ-জিতেশ শর্মা। তারপর বল হাতে বাকি কাজটা সারেন স্পিনাররা। প্রশংসা প্রাপ্য প্রথমবার দেশের হয়ে অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদবের বোলিং পরিবর্তনেরও। প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস। জবাবে অজিদের ১৫৪ রানেই থামিয়ে দেন ভারতীয় বোলাররা।


বিশ্বকাপের ফাইনালে আসমুদ্র হিমাচলের স্বপ্ন ভেঙে দেওয়া ট্রাভিস হেড (৩১) চতুর্থ টি-২০ ম্যাচেও ভয়ঙ্কর হয়ে ওঠারই ইঙ্গিত দিয়েছিলেন। তাঁকে ও আরও দু'জন অজি টপ অর্ডারের ব্যাটার মোট ৩টি উইকেট নেন অক্ষর। ৪ ওভারে মাত্র ১৬ রানের ব্যবধানে। উইকেটের খতিয়ানে রবি বিষ্ণোইয়ের নামের পাশে একটি উইকেট থাকলেও রান তাড়া করতে নামা অজিদের প্রথম ধাক্কা দিয়েছিলেন তিনি। সঙ্গে অক্ষরের সঙ্গে তাল মিলিয়ে করে গিয়েছেন দুরন্ত বোলিং। শুরুর দিকে দীপক চাহারের একটি ওভারে ২২ রান তুলেছিলেন হেড। পরের দিকে তাঁকে ব্যবহার করে ২ উইকেট তুলে নেওয়ার কাজে সফল হন সূর্য।


আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।