Ind vs Aus WTC Final Live: প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া

WTC Final 2023: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। যে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যারা জিতবে, টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

ABP Ananda Last Updated: 07 Jun 2023 10:34 PM
Ind vs Aus Live: প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৭/৩

দিনের শেষে অপরাজিতই থেকে গেলেন হেড, স্মিথ। দিনের শেষে অজিদের স্কোর ৩২৭/৩

WTC Final Live Score: ৭৪ ওভার শেষে অজিদের স্কোর ২৭৭/৩

৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

Ind vs Aus Live: হেডের সেঞ্চুরি

১০৬ বলে সেঞ্চুরি পূরণ করলেন ট্রাভিস হেড। শতরান পূরণের পথে হাঁকালেন ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। 

WTC Final Live Score: স্মিথের হাফ সেঞ্চুরি

অর্ধশতরান পূরণ করলেন স্টিভ স্মিথ। এই নিয়ে টেস্টে ৩৮ তম হাফ সেঞ্চুরি প্রাক্তন অজি অধিনায়কের।

Ind vs Aus Live: চা পানের বিরতিতে অজিদের স্কোর ১৭০/৩

চা পানের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান বোর্ডে তুলল অস্ট্রেলিয়া। ৯৪ রানের পার্টনারশিপ গড়ে ক্রিজে আছেন স্মিথ ও হেড।

WTC Final Live Score: অর্ধশতরান হেডের

অর্ধশতরান ট্রাভিস হেডের। ৬০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ অজি ব্যাটারের।

Ind vs Aus Live: ৩৬ ওভারে অজিদের স্কোর ১২৫/৩

৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১২৫ রান তুলে নিল অস্ট্রেলিয়া। 

WTC Final Live Score: আউট ওয়ার্নার

শামির বলে আউট হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। 

Ind vs Aus Live: মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর ৭৩/২

মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে বোর্ডে ৭৩ রান তুলে নিল। 

WTC Final Live Score: আউট ওয়ার্নার

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ৪৩ রান করে ফিরলেন ডেভিড ওয়ার্নার। 

Ind vs Aus Live: উমেশের এক ওভারে চারটি বাউন্ডারি ওয়ার্নারের

উমেশ যাদবের এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। 

WTC Final Live Score: ১৪ ওভারে অজিদের স্কোর ৩৮/১

পার্টনারশিপ গড়লেন ওয়ার্নার ও লাবুশেন। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে নিল অস্ট্রেলিয়া। 

Ind vs Aus Live: ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/১

প্রথম ঘণ্টায় ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/১। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও লাবুশেন।

WTC Live: কট বিহাইন্ড উসমান খাওয়াজা

মহম্মদ সিরাজের ক্রস সিম ডেলিভারিতে কট বিহাইন্ড উসমান খাওয়াজা (০)। সিরাজের আচমকা লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পেলেন মার্নাশ লাবুশেন। ৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১/১।

Ind vs Aus Live: ৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২/০

ভারতের হয়ে নতুন বলে শুরু করলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২/০।

WTC Final Live: কারা খেলছেন অস্ট্রেলিয়া দলে

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

WTC Final Live: কারা খেলছেন ভারতের একাদশে

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

Ind vs Aus Live: একমাত্র স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। আর অশ্বিনকে বাদ দিয়েই নামল ভারত। একমাত্র স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।

প্রেক্ষাপট

লন্ডন: প্রতীক্ষার অবসান। বুধবার থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। যে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যারা জিতবে, টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।


আর মাঠের ধুন্ধুমার লড়াইয়ের আগে সকলের আগ্রহের কেন্দ্রে আবহাওয়া। কারণ, ম্যাচটি হচ্ছে ইংল্যান্ডে। যেখানকার আবহাওয়ার খামখেয়ালিপনার কথা সর্বজনবিদিত। কখনও রোদ, তো কখনও বৃষ্টি। ৭-১১ জুন ফাইনাল হবে ওভালে। ম্যাচের পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাস কী বলছে?


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচ শুরুর দিন অর্থাৎ বুধবার পরিষ্কার থাকবে আকাশ। রৌদ্রজ্জ্বল দিন। বেশ শীতও থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, ক্রিকেটের জন্য মনোরম পরিবেশ।


তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির আশঙ্কাও রয়েছে। শনি, রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা ম্যাচের চতুর্থ, পঞ্চম দিন ও রিজার্ভ ডে। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অবশ্য যদি বৃষ্টির জন্য নির্ধারিত পাঁচদিনের বড় একটা সময় খেলা না হয়, তবেই রিজার্ভ ডে ব্যবহার করা হবে।


শোনা যাচ্ছে, উইকেট বেশ শুকনো। ওভালের পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এমনিতে ইংল্যান্ডের আবহাওয়ায় পেসাররা বাড়তি সুবিধা পায়। তবে সাম্প্রতিক ফল বলছে, ওভালে পেসারদের সঙ্গে স্পিনারদের পারফরম্যান্সে খুব একটা তফাত নেই। ২০১২ সাল থেকে এই মাঠে ১০টি টেস্ট ম্যাচ হয়েছে। যে ম্যাচগুলিতে পেসারদের গড় ৩০.৫৭। স্পিনারদের গড় ৩৪.৮৩। ইংল্যান্ডের সব মাঠের মধ্যে যেখানে অন্তত ৫টি ম্যাচ হয়েছে, তাতে ওভালেই পেসারদের পারফরম্যান্স সবচেয়ে খারাপ। তুলনামূলকভাবে স্পিনারদের পারফরম্যান্স ভাল। ইংল্যান্ডের অন্যান্য মাঠের তুলনায়। 


তবে এই সব রেকর্ডই অগাস্ট বা সেপ্টেম্বর মাসের। যখন লম্বা গ্রীষ্ম কার্যত শেষ। আবহাওয়া বেশ গরম ও প্রচুর ম্যাচ হয়ে যাওয়ায় পিচে ফাটল ধরেছে। এই প্রথম জুন মাসে কোনও টেস্ট হচ্ছে ওভালে আর তাই এবারের পরিবেশ-পরিস্থিতি আলাদা হওয়ার সমূহ সম্ভাবনা।


ওভালের পিচে এমনিতে বাড়তি বাউন্স থাকে। যা বোলারদের উজ্জীবিত করে তুলতে পারে। সে পেসার হোক বা স্পিনার। এমনকী, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে বলে স্ট্রোক প্লেয়াররাও সুবিধা পাবেন।


সব মিলিয়ে একটি জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের অপেক্ষায় দুই দলের সমর্থকেরা।                                  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.