কলকাতা: শুক্রবার ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি বলে টেস্টের প্রথম দিন নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। টেস্টে উইকেটের পিছনে একশো শিকার হয়ে গেল বঙ্গ উইকেটকিপারের। মহেন্দ্র সিংহ ধোনি-সৈয়দ কিরমানিদের অভিজাত তালিকায় ঢুকে পড়লেন তিনি।

শুক্রবার উমেশ যাদবের বলে বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামের ক্যাচ নেন ঋদ্ধিমান। সেটাই ছিল টেস্ট ক্রিকেটে বঙ্গ উইকেটকিপারের একশোতম শিকার।

ভারতীয় উইকেটকিপারদের মধ্যে তালিকার শীর্ষে মহেন্দ্র সিংহ ধোনি। ১৬৬টি টেস্ট ইনিংসে উইকেটের পিছনে তাঁর শিকারের সংখ্যা ২৯৪। ১৫১ ইনিংসে ১৯৮ শিকার-সহ তালিকায় দ্বিতীয় স্থানে কিরমানি। তৃতীয় স্থানে কিরণ মোরে। তাঁর শিকারের সংখ্যা ১৩০। ১০৭টি শিকার-সহ তালিকায় চার নম্বরে রয়েছেন নয়ন মোঙ্গিয়া।

চোটের জন্য প্রায় দুবছর মাঠের বাইরে ছিলেন ঋদ্ধিমান। তাঁর জায়গায় টেস্ট দলে এসেছিলেন ঋষভ পন্থ। তবে ধারাবাহিকতার অভাবে তিনি বাদ পড়েন। প্রত্যাবর্তন ঘটান ঋদ্ধি। আর ফেরার পর থেকেই গ্লাভস হাতে দুরন্ত ফর্মে বঙ্গ উইকেটকিপার। ঢুকে পড়লেন একশো শিকারের ক্লাবে।