IND vs BAN T20 Score Live: লিটন, নুরুলদের লড়াই সত্ত্বেও ৫ রানে ম্যাচ জিতল ভারত

T20 World Cup Live: বাংলাদেশের বিরুদ্ধে আজ জিতলেই শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।

ABP Ananda Last Updated: 02 Nov 2022 05:54 PM
Ind vs Ban Live Update: ৫ রানে জয় পেল ভারত

চাপের মুখে শেষ ওভারে ফের একবার প্রভাবিত করলেন অর্শদীপ সিংহ। নুরুল হাসান ২৫ ও তাসকিন ১২ রান করলেও, শেষমেশ পাঁচ রানে ম্যাচ হারল বাংলাদেশ।

Ind vs Ban Live: জোড়া সাফল্য হার্দিকেরও

অর্শদীপের পরের ওভারেই জোড়া সাফল্য হার্দিকের। ১৩ ওভারে ১০৮ রানের বিনিময়ে ছয় উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

Ind vs Ban Live Update: জোড়া সাফল্য অর্শদীপের

বল হাতে দুরন্ত অর্শদীপ সিংহ। একই ওভারে আফিফ ও বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানকে ফেরত পাঠালেন ভারতীয় বোলার। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০১/৪। শেষ চার ওভারে জয়ের জন্য ৫০ রান প্রয়োজন।

Ind vs Ban Live: উইকেট পেলেন শামি

দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। শান্তকে ২১ রানে ফেরালেন শামি। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৮/২। এর আগে দুরন্ত ছন্দে দেখানো লিটন দাস ৬০ রানে রান আউট হন।

Ind vs Ban Live Update: বাংলাদেশের নতুন লক্ষ্য ১৫১

ম্যাচের জয়ের জন্য বাংলাদেশকে ৯ ওভারে ৮৫ রান করতে হবে।

Ind vs Ban Live: বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে ম্যাচ জিতে যাবে বাংলাদেশ

বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস নিয়মে প্রয়োজনীয় লক্ষ্যের চেয়ে ১৭ রানে এগিয়ে লিটন দাসরা।

Ind vs Ban Live: ঝোড়ো ইনিংস লিটন দাসের

ঝোড়ো ইনিংস লিটন দাসের। ২৬ বলে ৫৯ রান করে ক্রিজে তিনি। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর ৭ ওভারে ৬৬/০। বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ।

Ind vs Ban Live Update: ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩৫/০

ভাল শুরু বাংলাদেশের। ৪ ওভারের শেষে স্কোর ৩৫/০।

Ind vs Ban Live: অর্শদীপের এক ওভারে তিনটি বাউন্ডারি লিটন দাসের

অর্শদীপের এক ওভারে তিনটি বাউন্ডারি লিটন দাসের। ২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৪/০।

Ind vs Ban Live: ভারত তুলল ১৮৪/৬

৪৪ বলে ৬৬ রানে অপরাজিত কোহলি। ভারত তুলল ১৮৪/৬।

Ind vs Ban Live Update: ৭ রান করে ফিরলেন অক্ষর

৭ রান করে ফিরলেন অক্ষর পটেল। ১৮.৪ ওভারে ভারতের স্কোর ১৬০/৬।

Ind vs Ban Live: ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৫০/৫

৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। পয়মন্ত অ্যাডিলেডে ৩৭ বলে হাফসেঞ্চুরি কোহলির। ৭ রান করে রান আউট ডিকে। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৫০/৫।

Ind vs Ban Live Update: ৩০ রান করে ফিরলেন সূর্যকুমার

১৬ বলে ৩০ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ৩১ রানে ক্রিজে বিরাট কোহলি। ১৪ ওভারে ভারতের স্কোর ১১৯/৩।

Ind vs Ban Live Update: ৩১ বলে হাফসেঞ্চুরি কে এল রাহুলের

সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি কে এল রাহুলের। ৩২ বলে ৫০ রান করে ফিরলেন তিনি। ৯.২ ওভারে ভারতের স্কোর ৭৮/২।

Ind vs Ban Live: ভারতের স্কোর ৩৭/১

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭/১।

IND vs BAN T20 Score Live: আউট রোহিত

ভারতের প্রথম উইকেটের পতন। ব্যক্তিগত মাত্র ২ রানের মাথায় প্য়াভিলিয়ন ফিরলেন রোহিত শর্মা।

Ind vs Ban Live Update: শুরু ভারত-বাংলাদেশ ম্যাচ

শুরু হল ভারত-বাংলাদেশ সুপার ১২-র ম্যাচ। 

IND vs BAN T20 Score Live: ফিট কার্তিক, রয়েছেন একাদশে

পিঠের চোট সারিয়ে ফির দীনেশ কার্তিক। বাংলাদেশের বিরুদ্ধে দলে রয়েছেন তিনি।

Ind vs Ban Live Update: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শাকিবের

অ্যাডিলেডে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। প্রথমে ব্যাট করবে ভারত।

Ind vs Ban Live: খেলবেন কি ডিকে?

চোট রয়েছে দীনেশ কার্তিকের। তবে তিনি কি খেলবেন? ম্যাচ শুরুর আগে তাঁকে মাঠে কয়েক চক্কর দৌড়তে দেখা গিয়েছে।

Ind vs Ban Live: বৃষ্টি না হলেও অ্যাডিলেডে মেঘলা আকাশ

বৃষ্টি না হলেও অ্যাডিলেডে মেঘলা আকাশ। ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে প্রয়োগ হবে ডাকওয়ার্থ লুইস নিয়ম। তাই অঙ্ক কষে রান তাড়া করার পন্থা নিতে পারে দুই দলই। সেক্ষেত্রে টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন রোহিত শর্মা।

প্রেক্ষাপট

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ২ ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল টিম রোহিতকে। তাই আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এই ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করতে মরিয়া থাকবে ভারত। 


এই মুহূর্তে পয়েন্ট টেবিল অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এই গ্রুপে শীর্ষে রয়েছে। ভারত দ্বিতীয় স্থানে ও বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। অ্যাডিলেড ওভালের পিচ বরাবরই ব্যাটারদের সহায়ক। এমনকী এই মাঠ বিরাট কোহলির পয়মন্ত মাঠও। ফলে আশা করাই যায় যে আজ আরও একটা বিরাট ইনিংস দেখার সুযোগ মিলতেও পারে।


অ্যাডিলেডে ম্যাচের আগেরদিন ভারী বৃষ্টি হয়েছে। আজ ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ম্য়াচের দিন, অর্থাৎ আজ ৬০ শতাংশ বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, 'মেঘাচ্ছন্ন পরিবেশে হালকা বৃষ্টির (৬০ শতাংশ) সম্ভাবনা রয়েছে, বিশেষত সন্ধ্যার দিকে। দক্ষিণ-পশ্চিম দিক বরাবর ২০ থেকে ৩০ কিমি বেগে হাওয়া বইবে।' এই বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। তাই আজকের ম্যাচেও বৃ্ষ্টি প্রভাব ফেললে অবাক হওয়ার কিছুই থাকবে না। অবশ্য এই বিষয়ে ভারতীয় দলের ভাগ্য এখনও পর্যন্ত বেশ ভালই বলতে হবে।


ম্যাচের আগে কিন্তু মানসিকভাবে ভারতের ওপর চাপ তৈরির কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক শাকিব আল হাসান সাফ কথা, ম্যাচে খাতায় কলমে ভারতই এগিয়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শাকিব বলেন, 'ভারত এই ম্যাচের জন্য ফেভারিট। ওঁরা এখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এসেছে, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় নয়। এই ম্যাচের পরিস্থিতি সকলেই বুঝতে পারছে। আমরা যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতি, তাহলে তা দুর্ঘটনা হিসাবেই বিবেচিত হবে। আমরা ভারতের বিরুদ্ধে সেই অঘটন ঘটানোর লক্ষ্যেই মাঠে নামব।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.