IND vs ENG, 1st ODI Live: ১০ উইকেটে দুরন্ত জয়, ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল ভারত
IND vs ENG, 1st ODI, The Oval Stadium: বিরাটের পারফরম্যান্সকে রীতিমতো আতস কাচের তলায় রাখা হচ্ছে। তাই এই ম্যাচ ও আসন্ন তিনটি ওয়ান ডে খুবই গুরুত্বপূর্ণ কোহলির জন্য।
১০ উইকেটে দুরন্ত জয়। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।
১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৪ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।
১২.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬৮ রান তুলে নিল ভারতীয় দল।
প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলে নিল ভারত।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ১ রান তুলল ভারতীয় দল।
ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে ছয় উইকেট নিলেন যশপ্রীত বুমরা। এছাড়া মহম্মদ শামি তিন ও প্রসিদ্ধ কৃ্ষ্ণ এক উইকেট নেন। ইংল্যান্ডর হয়ে জস বাটলার সর্বোচ্চ ৩০ রান করেন।
আট উইকেট হারালেও ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন উইলি-কার্স। ইতিমধ্যেই নবম উইকেটে ৩২ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন দুইজনে। ২২ তম ওভারে শতরানের গণ্ডিও পার করল ইংল্যান্ড। ২২ ওভার শেষে ইংল্যান্ডের বর্তমান স্কোর ১০০-৮।
৭৩ রান বোর্ডে তুলতেই ৮ উইকেট হারাল ইংল্য়ান্ড।
৬০ রান বোর্ডে তোলার আগেই ৭ উইকেট খুঁইয়ে বসল ইংল্যান্ড।
চতুর্থ উইকেট বুমরার। প্যাভিলিয়নে ফিরলেন লিয়াম লিভিংস্টোন।
ইংল্য়ান্ডের চতুর্থ উইকেটের পতন। বুমরার বলে আউট বেয়ারস্টো।
টানা ২ উইকেটের পতন। বুমরা ফেরালেন রুটকে। শামি ফেরালেন স্টোকসকে।
ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। বুমরার বলে বোল্ড হলেন জেসন রয়।
চােটের জন্য প্রথম একাদশে নেই বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করবেন শ্রেয়স আইয়ার।
প্রেক্ষাপট
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) ওয়ান ডে সিরিজে মাত দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আজ থেকেই শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ (One Day Series)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) সাম্প্রতিক সময়ে খুব বেশি ওয়ান ডে খেলেনি। রোহিত (Rohit Sharma) নিজেই বছর খানেক বাদে ৫০ ওভারের সিরিজে মাঠে নামছেন। টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত, এবার লক্ষ্য সেই ধারাবাহিকতা বজায় রাখা।
আগের ২ ম্যাচেই জয় পাওয়ায় দলে বদল আসার সম্ভাবনা খুবই কম। তবে এই ম্যাচ বিরাট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বাছার আগে বিরাটের পারফরম্যান্সকে রীতিমতো আতস কাচের তলায় রাখা হচ্ছে। তাই এই ম্যাচ ও আসন্ন তিনটি ওয়ান ডে খুবই গুরুত্বপূর্ণ কোহলির জন্য। অন্যদিকে ভুবনেশ্বর, জাডেজা, হার্দিকের ফর্মে থাকা স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।
ইংল্যান্ডে বরাবরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাট কথা বলে। বিলেতে এখনও পর্যন্ত ওয়ান ডেতে মোট সাতটি শতরান রয়েছে রোহিতের দখলে। বিদেশের মাটিতে নির্দিষ্ট কোনও দেশে এটি সচিন তেন্ডুলকর, এবি ডিভিলিয়ার্স ও সঈদ আনোয়ারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ। এই সিরিজে একটি শতরান করলেই রোহিত এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন। এছাড়া শিথর ধবনের সঙ্গে মিলে আর মাত্র ছয় রান যোগ করলেই রোহিত-শিখর, সচিন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ওয়ান ডেতে পাঁচ হাজার রান যোগ করার কৃতিত্ব গড়বেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -