IND vs ENG Live Score: যশস্বী-রাহুলের পর ব্যাট হাতে শাসন জাডেজার, ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে ভারত

IND vs ENG 2nd Day Live: মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল।

ABP Ananda Last Updated: 26 Jan 2024 05:05 PM
IND vs ENG Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭। মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল। ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত।

India vs England Live: ১০২ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯০/৭

১০২ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯০/৭। ৭৩ রান করে ক্রিজে রয়েছেন জাডেজা। ১২ রানে অপরাজিত অক্ষর পটেল। ১৪৪ রানে এগিয়ে ভারত।

IND vs ENG Live: ইংল্যান্ডের চেয়ে ১৩২ রানে এগিয়ে ভারত

১ রান করে রান আউট অশ্বিন। ৯৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭৮/৭। ইংল্যান্ডের চেয়ে ১৩২ রানে এগিয়ে ভারত।

IND vs ENG Live Update: ৪১ রান করে জো রুটের বলে এলবিডব্লিউ হলেন ভরত

৮১ বলে ৪১ রান করে জো রুটের বলে এলবিডব্লিউ হলেন ভরত। ৬০ রান করে ক্রিজে জাডেজা। সঙ্গে রয়েছেন অশ্বিন। ৯০ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫৭/৬। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ১১১ রানে।

IND vs ENG Live Score Update: হাফসেঞ্চুরি জাডেজার

হাফসেঞ্চুরি জাডেজার। ৩০ রানে ক্রিজে ভরত। ভারতের স্কোর ৩৩৯/৫। 

IND vs ENG Live: ৭৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩১০/৫

৭৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩১০/৫। ক্রিজে জাডেজা ও ভরত।

IND vs ENG Live: চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩০৯/৫

৪৫ রান করে ক্রিজে জাডেজা। সঙ্গে ৭কে এস ভরত অপরাজিত ৯ রানে। চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩০৯/৫। সব মিলিয়ে ৬৩ রানে এগিয়ে ভারত।

IND vs ENG Live Update: ৮৬ রান করে ফিরলেন রাহুল

যশস্বীর পর সেঞ্চুরি পেলেন না কে এল রাহুলও। ৮৬ রান করে ফিরলেন। ৬৯ ওভারে ভারতের স্কোর ২৯৫/৫।

Ind vs Eng Live Score Update: হাফসেঞ্চুরি পার্টনারশিপ রাহুল-জাডেজার

হাফসেঞ্চুরি পার্টনারশিপ রাহুল-জাডেজার। ৬৩ ওভারের শেষে ভারতের স্কোর ২৮১/৪। লিড ৩৫ রানের।

IND vs ENG Live: শ্রেয়স আইয়ারকে ফেরালেন রেহান

লাঞ্চের পরই শ্রেয়স আইয়ারকে (৩৫ রান) ফেরালেন রেহান আমেদ। রাহুলের সঙ্গে ক্রিজে জাডেজা। ৫৬ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৮/৪।

IND vs ENG: ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ২৪ রানে পিছিয়ে ভারত

তবে ভারতের ইনিংসের হাল ধরেছেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। রাহুল হাফসেঞ্চুরি করেছেন। ৫৫ রান করে ক্রিজে রয়েছেন। ৩৪ রানে করে অপরাজিত শ্রেয়স। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২২২/৩। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ২৪ রানে পিছিয়ে ভারত।

IND vs ENG Live: লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২২২/৩

মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ২২২ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আছেন কে এল রাহুল (৫৫) ও শ্রেয়স আইয়ার (৩৪)। ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের থেকে মাত্র ২৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। 

IND vs ENG Live Score: অর্ধশতরান রাহুলের

অর্ধশতরান পূরণ করলেন কে এল রাহুল। নিজের ইনিংসে হাঁকালেন ৬ টি বাউন্ডারি।

IND vs ENG Live: ২০০ পেরল ভারত

দুশো রানের গণ্ডি পেরিয়ে গেল ভারত। ক্রিজে আছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়ার।

IND vs ENG Live Score: আউট গিল

২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুভমন গিল। টম হার্টলির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডানহাতি ভারতীয় ব্যাটার।

IND vs ENG Live: আউট জয়সওয়াল

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই ভারতের উইকেটের পতন। ৮০ রান করে রুটের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরলেন যশস্বী জয়সওয়াল।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭। মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল। ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.