IND vs ENG 1st Test Live: ভারতের পেসারদের দাপট, প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট ইংল্যান্ড

India vs England 1st Test Live Cricket Score Updates:টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামতে চলেছে ভারতীয় দল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Aug 2021 10:06 PM
IND vs ENG 2021 Live Score: প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ২১

প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের রান বিনা উইকেটে ২১। রোহিত ৯ ও রাহুল ৯ রান করে ক্রিজে রয়েছেন।

IND vs ENG 1st Test Live: ৬ ওভারে শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭

৬ ওভারে শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭।

IND vs ENG 2021 Live Score: ভারতের ইনিংস শুরু

ভারতের ইনিংস শুরু। ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল।

IND vs ENG 1st Test Live: বুমরা ৪৬ রানে চার, শামির ২৮ রানে তিন উইকেট

ভারতের হয়ে বুমরা ৪৬ রানে চার, শামি ২৮ রানে তিন, সিরাজ ৪৮ রানে ১ ও শার্দুল ৪১ রানে ২ উইকেট পেয়েছেন।

IND vs ENG 2021 Live Score: ২৭ রানে অপরাজিত স্যাম কুরান

২৭ রানে অপরাজিত থাকলেন স্যাম কুরান।   

IND vs ENG 1st Test Live: ১৮৩ রানে অলআউট ইংল্যান্ড

আন্ডারসনকে ফিরিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছেদ টানলেন বুমরাহ। ১ রান করে বোল্ড হলেন আন্ডারসন। ১৮৩ রানে অলআউট ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score: ব্রড আউট বুমরার বলে

 ব্রড আউট বুমরার বলে। চার রান করে ব্রড ফিরলেন। ১৬০ রানে নবম উইকেটের পতন ইংল্যান্ডের।

IND vs ENG 1st Test Live: রুটের পর রবিনসনকেও আউট করলেন শার্দুল

রুটের পর রবিনসনকেও আউট করলেন শার্দুল। ১৫৫ রানে অষ্টম উইকেটের পতন।

IND vs ENG 2021 Live Score: রুট কে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড়সড় আঘাত হানলেন শার্দুল ঠাকুর

রুট কে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড়সড় আঘাত হানলেন শার্দুল ঠাকুর। তাঁর বলে ৬৪ রান করে লেগ বিফোর হলেন রুট। ১৫৫ রানে সাত উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score: বুমরার বলে আউট বাটলার

আউট বাটলার। বুমরার বলে খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরলেন বাটলার। ৫৫.৫ ওভারে ১৪৫ রানে ছয় উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score: ৫৪ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১৪৩

৫৪ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১৪৩।

IND vs ENG 2021 Live Score: ফের আঘাত হানলেন শামি, তুলে নিলেন লরেন্সকে

 ফের আঘাত হানলেন শামি। তুলে নিলেন লরেন্সকে। ১৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড। লড়াই অধিনায়ক জো রুটের। কোনও রান না করেই আউট হন লরেন্স।

IND vs ENG 2021 Live Score: চা-পানের বিরতি

চা-পানের বিরতির আগে উইকেট হারাল ইংল্যান্ড

IND vs ENG 2021 Live Score: বেয়ারস্টোকে আউট করলেন শামি

বেয়ারস্টোকে আউট করলেন শামি। তাঁর বলে ২৯ রান করে এলবিডব্লু হয়ে ফিরলেন বেয়ারস্টো। ৫০.২ ওভারে ১৩৮ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score: জো রুটের হাফসেঞ্চুরি

জো রুটের হাফসেঞ্চুরি। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে  ১৩৬। রুট ৫১ ও বেয়ারস্টো ২৯ রানে ক্রিজে রয়েছেন।

IND vs ENG 2021 Live Score: ৪৩ ওভারে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১০

৪৩ ওভারে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১০।

IND vs ENG 2021 Live Score: ৩৪ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৮৩

৩৪ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৮৩। ক্রিজে রয়েছেন রুট ও বেয়ারস্টো

IND vs ENG 2021 Live Score: সিবলিকে আউট করলেন শামি

লাঞ্চের পরই সাফল্য শামির। সিবলিকে আউট করলেন শামি। কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ২৭.৩ ওভারে ৬৬ রানে ইংল্যান্ড তৃতীয় উইকেট হারাল।

IND vs ENG 2021 Live Score: লাঞ্চের পর খেলা শুরু

লাঞ্চের পর ফের খেলা শুরু।

IND vs ENG 2021 Live Score: লাঞ্চের বিরতির সময় ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬১

লাঞ্চের বিরতির সময় ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬১। রুট ১২ ও সিবলি ১৮ রানে ক্রিজে রয়েছেন।

IND vs ENG 2021 Live Score: ২৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬১

২৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬১।

IND vs ENG 2021 Live Score: সিরাজের বলে পরপর তিনটি চার জো রুটের

২৩ তম ওভারে সিরাজের বলে পরপর তিনটি চার জো রুটের। ২৩ ওভারের শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৫৮। ক্রিজে জো রুট ও সিবলি।

IND vs ENG 2021 Live Score: সিরাজের বলে আউট ক্রলি

 


সিরাজের বলে আউট ক্রলি। ২১ তম ওভারের শেষ বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্রলি। তিনি করেছেন ২৭ রান। ৪২ রানে দ্বিতীয় উইকেটের পতন ইংল্যান্ডের।

IND vs ENG 2021 Live Score: ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪১

২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪১। শেষ ১০ ওভারে বিনা উইকেটে হয়েছে ১৯ রান।

IND vs ENG 2021 Live Score: ১৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৩৩

প্রাথমিক ধাক্কা সামলে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান ক্রলি ও সিবলির। ১৫ ওভার শেষে তাদের রান ১ উইকেটে ৩৩।

IND vs ENG 2021 Live Score: ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ২২

১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ২২।

IND vs ENG 2021 Live Score: ইংল্যান্ডের ইনিংসের প্রথম বাউন্ডারি

ইংল্যান্ডের ইনিংসের প্রথম বাউন্ডারি এল ক্রলির ব্যাট থেকে। বুমরার বলে চার মারলেন তিনি। সাত ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১২

IND vs ENG 2021 Live Score: পাঁচ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৭

বুমরা ও শামির আক্রমণ সামলানোর চেষ্টা করছে ইংল্যান্ড। পাঁচ ওভার শেষে তাদের রান ১ উইকেটে ৭।

IND vs ENG 2021 Live Score: ইংল্যান্ডের প্রথম একাদশ

ইংল্যান্ডের প্রথম একাদশ-রোরি বার্নস, ডোমিনিত সিবলি, জ্যাক ক্রলি, জো রুট, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স,জস বাটলার, স্যাম কুরান, ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন

IND vs ENG 2021 Live Score: ভারতের প্রথম একাদশ

ভারতের প্রথম একাদশ-কে এল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

IND vs ENG 2021 Live Score: শূন্য রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড

খাতা খোলার আগেই উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG 1st Test Live: প্রথম ওভারেই বার্নসকে ফেরালেন বুমরা

 প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন জসপ্রিত বুমরা। ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়ে দিলেন ইংরেজ ওপেনার বার্নসকে।

IND vs ENG 2021 Live Score: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

প্রেক্ষাপট

ট্রেন্ট ব্রিজ:   ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। আজ থেকে শুরু হল  প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে বিরাট বনাম রুট দ্বৈরথ নিয়ে উত্তাপ বাড়ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামতে চলেছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগেই চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর বদলে ওপেনিংয়ে কে নামবেন, তা এখনও ঠিক নেই। তবে প্রস্তুতি পর্বে কোনও ত্রুটি রাখেনি ভারতীয় দল।


ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর দু-দিন আগে ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। গত সোমবার নেটে অনুশীলনের সময় ভারতীয় ওপেনারের হেলমেটে আঘাত হানে মহম্মদ সিরাজের বাউন্সার। বলের আঘাত লাগে হেলমেটের পিছনের দিকে। যার পরই নেটে শুয়ে পড়েন ৩০ বছরের ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ছুটে যান ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের সদস্যরা। তারা ময়ঙ্কের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে আস্তে আস্তে নিজে হেঁটেই নেট ছাড়েন ময়ঙ্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ময়ঙ্ককে 'মেডিক্যাল অবজারভেশনে' রাখা হয়েছে। পাশাপাশি বোর্ডের বার্তায় জানিয়ে দেওয়া হয় যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দলে নেই ময়ঙ্ক অগ্রবাল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.