IND vs ENG 1st Test Live: পূজারা-কোহলিকে ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা অ্যান্ডারসনের, লড়ছেন রাহুল
India vs England 1st Test Live Cricket Score Updates: প্রথম উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ রোহিত-রাহুলের।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে থাকা অনিল কুম্বলেকে (৬১৯) ছুঁলেন জেমস অ্যান্ডারসন। পরপর দু-বলে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে ফিরিয়ে কেরিয়ারের ১৬৩ তম টেস্টে ৬১৯ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের তালিকায় কুম্বলের সঙ্গে একাসনে বসে পড়লেন জিমি অ্যান্ডারসন।
বৃষ্টির বিঘ্নের জেরে বাতিলই হয়ে গেল দ্বিতীয় গেল বাকি খেলা। যার জেরে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর দাঁড়াল ৪ উইকেটে ১২৫ রান। এখনও ইংল্যান্ডের (১৮৩) প্রথম ইনিংসের স্কোরের থেকে ৫৮ রান পিছিয়ে ভারত।
খেলা শুরু হওয়ার পর এবার মাত্র দু-বল খেলার পর ফের নামল বৃষ্টি। ক্রমাগত বিঘ্নে কার্যত পণ্ড দ্বিতীয় দিনের লম্বা সময়ের খেলা।
ফের বৃষ্টির বিঘ্ন। মাত্র একটা বল খেলার পরই ফের টেন্ট ব্রিজে নেমেছে মুধলধারে বৃষ্টি। ফের ক্রিকেটারদের সাজঘরে ফেরার বার্তা আম্পায়ারদের।
টানা বৃষ্টির জেরে আম্পায়াররা দ্রুত টি সেশন নিয়ে নেন। আপাতত বৃষ্টি থেমেছে টেন্ট ব্রিজে। সরছে কভার। কিছুক্ষণের মধ্যেই মাঠ পর্যবেক্ষণ করে খেলার সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
বৃষ্টির জেরে বিঘ্নিত খেলা। বৃষ্টি নামার আগে পর্যন্ত ভারতের স্কোর ৪৬.১ ওভারে ৪ উইকেটে ১২৫। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (অপরাজিত ৫৭) ও ঋষভ পন্থ (অপরাজিত ৭)।
রাহুলের সঙ্গে বোঝাপড়ার অভাবে রানআউট হয়ে সাজঘরের রাস্তা ধরতে হল রাহানেকে (৫)। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১২। এখনও প্রথম ইনিংসে ইংল্যান্ডের (১৮৩ রান) থেকে ৭১ রানে পিছিয়ে ভারত।
অর্ধশতরান পূর্ণ করলেন কেএল রাহুল। এটি তাঁর টেস্ট কেরিয়ারে দ্বাদশ অর্ধশতরান। আপাতত ৫১ রানে অপরাজিত রাহুল। ক্রিজে তাঁকে সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে (অপরাজিত ৫)। ৪২ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১২ রান।
ভারতীয় ইনিংসকে জোড়া ধাক্কা দিলেন জেমস অ্যান্ডারসন। পরপর দুই বলে চেতেশ্বর পূজারা (৪) ও অধিনায়ক বিরাট কোহলিকে (০) সাজঘরে ফেরালেন তিনি। ভারতের স্কোর আপাতত ৩ উইকেটে ১০৪।
হাফসেঞ্চুরির দোরগোড়ায় কে এল রাহুল। ৮টি বাউন্ডারির সাহায্য়ে আপাতত ৪৮ রানে অপরাজিত তিনি। ৬টি চার হাঁকিয়ে ৩৬ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা।
দ্বিতীয় দিনের লাঞ্চে ভারতের স্কোর ১ উইকেটে ৯৭ রান। দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (৩৬)। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৪৮)।
প্রেক্ষাপট
ট্রেন্ট ব্রিজ: পেসারদের দাপটে ইংল্যান্ডকে ধরাশায়ী করে দেওয়ার পর ভালো শুরু ভারতীয় ব্যাটসম্যানদের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে তাদের প্রথম ইনিংস ১৮৩ রানে গুটিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহরা। তারপর দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২১ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -