লন্ডন: প্রথমে রোহিত শর্মা, পরে কে এল রাহুল। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে রো-রা জুটির দাপটে ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান তুলল ভারতীয় দল।


লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মনে করা হয়েছিল, মেঘলা আবহাওয়ায় ইংরেজ বোলারদের স্যুইং বিপদে ফেলবে ভারতীয় ব্যাটিংকে। কিন্তু আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ জো রুটের বোলাররা। আর সেই সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করলেন প্রথমে রোহিত শর্মা ও পরে কে এল রাহুল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের সামনেই রোহিত-রাহুলের ব্যাট থেকে এল স্মরণীয় ইনিংস। যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক বিরাট কোহলিও। সব মিলিয়ে প্রথম দিনের শেষে স্বস্তি ভারতীয় শিবিরে।


বৃহস্পতিবার রোহিত যেভাবে খেলছিলেন, তাতে মনে হচ্ছিল বিদেশে নিজের প্রথম টেস্ট শতরান পেতে পারেন। ১৪৫ বলে ৮৩ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। মেরেছেন ১১টি চার ও একটি ছয়।


লর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ৬৯ বছরের পুরানো একটি রেকর্ডও ভেঙে দিল। ১৯৫২ সালে এই মাঠেই ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেছিলেন। এই ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেয় রো-রা জুটি। লর্ডসে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেস্টেয়ার কুক ও অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেটাই ছিল এই মাঠে এতদিনের সর্বোচ্চ। সেই রেকর্ডও এদিন ভেঙে দেন ভারতীয় ওপেনারেরা। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত যখন বোল্ড হলেন, ভারতের ওপেনারেরা স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করে ফেলেছেন।


তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা রান না পেলেও (৯) কোহলি ৪২ রান করেন। প্রথম দিনের শেষে ১২৭ রানে অপরাজিত রাহুল। তাঁর সঙ্গে ক্রিজে অজিঙ্ক রাহানে (১)। ইংরেজ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ৫২ রানে ২ উইকেট নিয়েছেন।