ওভাল: সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ বাসু পরাঞ্জপে। গত সোমবার তাঁর মৃত্যু হয়েছিল। বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় ক্রিকেটে বাসু পরাঞ্জপের অবদান অনস্বীকার্য। এবার তাই এই বিখ্যাত কোচকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে চতুর্থ টেস্টে খেলতে নামল বিরাট কোহলির দল। 


ভারতীয় ক্রিকেটের একজন স্বনামধন্য কোচ ছিলেন বাসু পরাঞ্জপে। তাঁর কোচিংয়ে খেলেছেন, এমনকী বলা ভাল তৈরি হয়েছেন সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গােপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো তারকারা।  ১৯৮৭ সালে ইন্দোরের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্যাম্পে সৌরভ, সচিনদের নিজের হাতে পরিচর্যা করেছিলেন। রাহুল দ্রাবিড়কে কিপিংয়ে বেশি মন না দিয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পরামর্শ দিয়েছিলেন বাসু পরাঞ্জপে। সুনীল গাওস্করের কোচও ছিলেন বাসু পরাঞ্জপে। তিনিই লিটল মাস্টারকে সানি নাম দিয়েছিলেন। 


প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বই ও বরোদার হয়ে খেলেছিলেন বাসু পরাঞ্জপে। ১৯৫৬-১৯৭০ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের জুনিয়র দলে যখন সচিন, কাম্বলি, সৌরভরা খেলেছিলেন, তখন দলের কোচও ছিলেন তিনি। নিজের ক্রিকেট কেরিয়ারে ৭৮৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ৯টি। দাদার ইউনিয়নের সদস্য ছিলেন বাসু পরাঞ্জপে। ক্রিকেট ছাড়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর ছেলেও নির্বাচকের ভূমিকা পালন করেছেন। 

 

চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্তম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। 

দিনের শেষ বেলায় যে উইকেট ভারতীয় শিবিরকে ফের তরতাজা করে দিয়েছে। ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। দুই ওপেনারের সঙ্গেই প্যাভিলিয়নের রাস্তায় হেঁটেছেন রুট। এখনও ১৩৮ রানে এগিয়ে ভারত। সব মিলিয়ে প্রথম দিনই জমে উঠেছে ওভাল টেস্ট।