লন্ডন: হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) সহ কোচিং স্টাফেদের কয়েকজন করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন। পরে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরু হওয়ার মুখে সংক্রমিত হন আর এক সাপোর্ট স্টাফ। জরুরি পরিস্থিতিতে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। অনেকেই বলাবলি করেন যে, এত গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালীন জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি ভেঙেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। এমনকী, কয়েকটা সূত্র থেকে জানা গিয়েছিল যে, সিরিজ চলাকালীন দুটি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে কোচ শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির ওপর বেশ ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের কাছে নাকি জবাবদিহিও চাওয়া হয়েছিল।


এবার সেই বিতর্ক উস্কে দিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশি। তিনি জানালেন, ইংল্যান্ডে রবি শাস্ত্রীর বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের কারও মুখে মাস্ক ছিল না।


চতুর্থ টেস্টের আগে লন্ডনে শাস্ত্রীর একটি বইপ্রকাশ হয়। সেখানে হাজির ছিলেন অধিনায়ক কোহলি। সেই অনুষ্ঠানে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও ছিলেন। আমন্ত্রিত ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান তারকা, সিরিজের ধারাভাষ্যকারেরা। সেই অনুষ্ঠানের পরই শাস্ত্রীর করোনা ধরা পড়ে। যা নিয়ে তোলপাড় শুরু হয়।


আইপিএলে ভারতের কেউ অধিনায়ক হলে সুবিধে, বিস্ফোরক কুলদীপের নিশানায় কে?


প্রাক্তন স্পিনার দোশিও সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বলেছেন, 'বইপ্রকাশের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সামান্য সময়ের জন্য পুরো ভারতীয় দল ওখানে হাজির ছিল। কারও মুখেই মাস্ক ছিল না।'


এই নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর শাস্ত্রী বলেছিলেন, ইংল্যান্ডে করোনাবিধি অনেক শিথিল এবং সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। ৭৩ বছর বয়সী দোশি বলেছেন, 'মাস্ক পরা বাধ্যতামূলক কি না, তা তো রাজনীতিবিদরা ঠিক করবেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করছেন দেশে প্রচুর লোক প্রতিষেধক পেয়েছেন এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।'


এরপরই দোশির তোপ, 'তবে কোনও উদ্দেশ্য নিয়ে এলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। আমি যদি ভারতীয় ক্রিকেটার হতাম তাহলে যে সমস্ত জায়গায় সামান্য ভিড়ও রয়েছে সেখানে মাস্ক পরে থাকতাম। অন্যদের বিশ্বাস করছি না বলে নয়, নিজেকে সুরক্ষিত করার জন্য।'