IND v ENG, Motera Test LIVE: ভারতের স্পিন আক্রমণে ইংল্যান্ড ২০৫ রানে অলআউট, দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ২৪

India vs England 4th Test Live Score Updates: টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Mar 2021 09:28 AM
IND vs ENG LIVE Score:প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ২৪

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ২৪। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৮), চেতেশ্বর পূজারা (১৫)

IND vs ENG LIVE Score: শুরুতেই ধাক্কা খেল ভারত

ভারতের শুরুটাও ভালো হল না। স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান শুভমান গিল। আন্ডারসনের বলে আউট হন তিনি।

IND vs ENG LIVE Score: ২০৫ রানে অলআউট ইংল্যান্ড

সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের স্পিনাররা নিয়েছেন আট উইকেট।

IND vs ENG LIVE Score: ৬ উইকেট হারাল ইংল্যান্ড

১৬৬ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। অলি পোপকে (২৯) ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ক্যাচ নেন শুবমান গিল। এবার ইংল্যান্ডকে দ্রুত অলআউট করার লক্ষ্যে ভারতীয় দল।

IND vs ENG LIVE Score: ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

৫৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লু হয়ে গেলেন বেন স্টোকস। ৫ উইকেট হারাল ইংল্যান্ড। 

স্টোকসের অর্ধশতরান

IND vs ENG LIVE Score: অর্ধশতরান করলেন বেন স্টোকস। তাঁর সঙ্গে এখন ক্রিজে অলি পোপ। কিছুটা লড়াই করছে ইংল্যান্ড।

সিরাজের জোড়া উইকেট

IND vs ENG LIVE Score: অক্ষর পটেলের পর এবার জোড়া উইকেট নিলেন মহম্মদ সিরাজও। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোকে (২৮) এলবিডব্লু করে দিয়েছেন সিরাজ। 

২৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৪

২৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৪। বেয়ারস্টো ২৮ ও স্টোকস ২৪ রানে অপরাজিত। 

স্টোকস-বেয়ারস্টোর লড়াই

৩০ রানে ইংল্যান্ডের ৩ উইকেট পড়ে যাওয়ার পর কিছুটা লড়াই করছেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকল। ২০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৮। বেয়ারস্টো ও স্টোকস দু’জনেই ২৩ রানে অপরাজিত।

৩০ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড

চতুর্থ টেস্টে টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে ইংল্যান্ড। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। অক্ষর পটেলের জোড়া উইকেটের পর আঘাত হেনেছেন মহম্মদ সিরাজ। তিনি এলবিডব্লু করে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে (৫) 

অক্ষরের জোড়া ধাক্কায় বেসামাল ইংল্যান্ড

ফের আঘাত হানলেন অক্ষর। তাঁর দ্বিতীয় শিকার জাক ক্রলি (৯)। দিনের অষ্টম ওভারে ১৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

প্রথম উইকেট হারাল ইংল্যান্ড

এই সিরিজে দুর্দান্ত ফর্মে ভারতের বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। আজও তাঁর সেই ফর্ম অব্যাহত। চতুর্থ টেস্টের প্রথম উইকেট নিলেন তিনিই। দিনের ষষ্ঠ ওভারেই ডমিনিক সিবলিকে (২) এলবিডব্লু করে দেন অক্ষর।

৯০০ উইকেট নেওয়ার পথে অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০ উইকেট নেওয়ার পথে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তাঁর দখলে এখন ৮৯৮টি উইকেট। তৃতীয় পেসার এবং ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০ উইকেট নেওয়ার নজির গড়ার পথে অ্যান্ডারসন। তাঁর আগে এই নজির গড়েছেন ওয়াসিম আক্রম ও গ্লেন ম্যাকগ্রা।

নজির গড়ার পথে বিরাট

প্রথম ওপেনার এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১,০০০ রান করা থেকে মাত্র ১৯ রান দূরে রোহিত শর্মা। এশিয়ার দলগুলির ওপেনারদের মধ্যে দ্রুততম হিসেবে এই নজির গড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে।

আরও একটি নজির গড়ার মুখে বিরাট কোহলি

এই ম্যাচে আরও একটি নজির গড়ার মুখে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। রিকি পন্টিং ও গ্রেম স্মিথের পর তৃতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ১২,০০০ রান করার নজির গড়া থেকে মাত্র ১৭ রান দূরে বিরাট।

ধোনিকে স্পর্শ করলেন বিরাট

এই ম্যাচে দুর্দান্ত নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৬০টি টেস্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ৬০টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেন। তাঁর সেই নজির স্পর্শ করলেন বিরাট।

ইংল্যান্ড দলে একাধিক বদল

চতুর্থ টেস্টে দলে একাধিক বদল এনেছে ইংল্যান্ড। খেলছেন না দলের অন্যতম সেরা দুই পেসার জোফ্রা আর্চার ও স্টুয়ার্ট ব্রড। তাঁদের বদলে দলে এসেছেন ড্যানিয়েল লরেন্স ও ডমিনিক বেস। 


ইংল্যান্ড দল-জাক ক্রলি, ডমিনিক সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, ড্যানিয়েল লরেন্স, ডমিনিক বেস, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

বুমরাহর বদলে দলে সিরাজ

ভারতীয় দল-রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।

প্রেক্ষাপট

আমদাবাদ: India vs England 4th Test Live Score Updates: সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। সিরিজে ২-১ এগিয়ে ভারত। ফলে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্ট ড্র করতে পারলে বা জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত। সেই কারণেই বিরাট কোহলিদের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। ভারতীয় দলে একটি বদল হয়েছে। জসপ্রীত বুমরাহর বদলে খেলছেন মহম্মদ সিরাজ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.