ওভাল: ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসছে খুদে। পরনে ফ্লোরাল ফ্রক। সঙ্গে মানানসই ফ্লোরাল জ্যাকেট। হাতে দূরবীন। যা দিয়ে মাঠে কাউকে খুঁজছে। সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খুদের মা। সঙ্গে ক্যাপশন, 'অশ্বিনকে খুঁজছে।'


এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু চমকে উঠতে হয় যখন দেখা যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই মহিলা আর কেউ নন, স্বয়ং অশ্বিনের (R Ashwin) স্ত্রী প্রীতি। বৃহস্পতিবার যাঁর ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।



ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশে আর অশ্বিনকে খেলানোর জোরাল দাবি উঠেছিল। বিশেষ করে ওভাল বরাবর স্পিনারদের সাহায্য করে থাকে বলে অনেকেই মনে করেছিলেন ওভালে ভারতের প্রথম একাদশে অশ্বিন থাকছেনই।


যদিও বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট সেই চিন্তাকে আমল দেননি। অশ্বিনকে বাইরে রেখেই নেমেছে ভারত। আর তার পরেই প্রীতির ট্যুইট। টেস্টে অনবদ্য রেকর্ডের মালিক অশ্বিনকে দূরবীনে করে খুঁজে দেখতে হচ্ছে। ট্যুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, প্রীতি সঠিক ক্যাপশন দিয়েছেন। কারও কারও মতে, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট অশ্বিনকে কাজে লাগাতে ব্যর্থ।


চতুর্থ টেস্টে চোটের জন্য খেলছেন না ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। তাঁদের বদলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। কিন্তু স্থান হয়নি অভিজ্ঞ অফস্পিনারের। এরপরই সোশ্যাল মিডিয়ায় টিম ম্যানেজমেন্টকে প্রশ্নের মুখে ফেলেছেন সবাই। একজন লিখেছেন, 'খুব অবাক হলাম অশ্বিনকে প্রথম একাদশে না দেখে।' প্রাক্তন অজি তারকা ও কোচ টম মুডি ট্যুইটারে লিখেছেন, 'ভারতের প্রথম একাদশে অশ্বিনকে না দেখে অবাক হলাম। আমি মনে করি ২ স্পিনার ও ৩ পেসার নিয়েই খেলা উচিত ছিল। যা রুট করেছে।' বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হর্য ভোগলে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি আশা করব ভারতীয় দলের প্ল্যান কাজ করুক। কিন্তু প্রথম একাদশে অশ্বিনকে না দেখে আমি হতভম্ব।'


প্রথম টেস্টের পর ফের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন শার্দুল। অন্যদিকে গত বছর মেলবোর্ন টেস্টের পর ফের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উমেশ যাদব। অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন অশ্বিন। টেস্টে বোলারদের তালিকায় এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তামিল এই স্পিনার। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন ৪ নম্বরে। কিন্তু তা সত্ত্বেও পরপর ৪ টেস্টেই অশ্বিনকে ছাড়াই প্রথম একাদশ সাজানো হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে নেমেছিলেন অশ্বিন। সেই ম্যাচেও দলের সেরা পারফর্মার ছিলেন তিনি। 


চতুর্থ টেস্টেও বাদ অশ্বিন, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা