পুণে: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জেতার পর কাল, মঙ্গলবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-র যুদ্ধে নামছে ভারত। তার আগের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, কারা ওপেন করবেন দলের হয়ে।
টি-টোয়েন্টি সিরিজে একাধিক ওপেনিং জুটিকে দেখা গিয়েছে। যার মধ্যে একটি ম্যাচে ইনিংস ওপেন করেছেন স্বয়ং কোহলি। তিনি এ-ও জানিয়ে দিয়েছেন যে, আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ইনিংস ওপেন করবেন। তার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ইনিংস ওপেন করবেন তিনি!
তবে সমস্ত জল্পনার অবসান ঘটাল বিরাটের বার্তা। কোহলি জানিয়ে দিলেন, রোহিত শর্মা ও শিখর ধবনই দলের হয়ে ইনিংস ওপেন করবেন। সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিরাট বলেছেন, 'কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। ওপেনিংয়ের কথা যদি বলেন, অবশ্যই রোহিত ও শিখর আমাদের হয়ে ওপেন করবে। ওয়ান ডে ক্রিকেটে শিখর ও রোহিতের ওপেন করা নিয়ে কোনও সংশয় থাকতে পারে না। গত কয়েকবছর ধরে ওরা ওপেনার হিসাবে আমাদের হয়ে দুরন্ত পারফর্ম করেছে। তাই ওদের দুজনকে দিয়েই ইনিংস ওপেন করানো হবে।'
তবে বাকি ব্যাটিং অর্ডার নিয়ে যে চমক থাকতে পারে, ইঙ্গিত দিয়েছেন কোহলি। তিনি বলেছেন, 'বাকি কয়েকটা আগ্রহজনক ব্যাপার রয়েছে। বেশ কয়েকজন তরুণ রয়েছে যারা প্রথমবারের জন্য দেশের হয়ে ওয়ান ডে খেলবে। আমি দেখতে চাই খুব খুব শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে ওরা কীরকম পারফর্ম করে।' ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিরুদ্ধে ভারতীয় তরুণদের অগ্নিপরীক্ষা বলেই মত কোহলির।
মঙ্গলবার থেকে শুরু একদিনের সিরিজ, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারত
ভারত শেষ ওয়ান ডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ায়। আর সেই সিরিজে তিন ম্যাচেও ওপেন করেছিলেন ধবন। তাঁর রান ছিল যথাক্রমে ৭৪, ৩০ ও ১৬। তারপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে ওপেন করে ঝোড়ো সেঞ্চুরি করেছেন। রোহিত-ধবন গত তিন বছরে বিশ্বের তৃতীয় সেরা ওপেনিং জুটি। তিন বছরে ১৪৭৯ রান যোগ করেছেন দুজনে। প্রথম স্থানে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় (১৮৩১ রান) ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার (১৫১২ রান)।