বিশাখাপত্তনম: শুধু ক্রিকেটার হিসাবে নয়, মানুষ হিসাবেও জনপ্রিয় রোহিত শর্মা (Rohit Sharma)। সাংবাদিক বৈঠকেও বেশ মজা করেন। কখনও সখনও মেজাজও হারান। মাঠেও নানারকম মজার মন্তব্য করতে শোনা যায় হিটম্যানকে।
এবং, রোহিত হয়তো মাঝে মধ্যে ভুলে যান যে, স্টাম্পে মাইক্রোফোন লাগানো রয়েছে। যা মাঠে তাঁর মন্তব্যকে ভাইরাল করে দিতে পারে। ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের সময় রোহিতের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে রোহিতকে বলতে শোনা গিয়েছিল, 'বাগানে বেড়াতে বেরিয়েছো নাকি!'
এবার সতীর্থদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করার জন্য মন্তব্য করলেন রোহিত। স্টাম্প মাইক্রোফোনে তা ধরা পড়ল। এবং হাসির রোল উঠল নেটিজেনদের মধ্যে। রোহিত জানালেন, চিৎকার করতে করতে তাঁর গলা ভেঙে যাচ্ছে। অথচ সতীর্থ কারও যেন হেলদোল নেই।
বিশাখাপত্তনমে ইংল্যান্ডের স্কোর তখন ১৫৭/৪। বল করছিলেন অক্ষর পটেল। নিজের ফিল্ডিং পোজিশনে যেতে যেতে রোহিত বলেন, 'মেরে গলে কা ওয়াট লাগ গয়া হ্যায় চিল্লা চিল্লা কে তুম লোগো কো।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'তোমাদের পিছনে চিৎকার করতে করতে আমার গলা বসে গেল।'
তৃতীয় টেস্টের দলে কি ফিরবেন বিরাট কোহলি? এখনও সংশয় রয়েছে ভারতীয় শিবিরে। সোমবার দিনের খেলার শেষে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে বলা হয় বাজ়বল। যদিও আবেগে গা ভাসাতে নারাজ দ্রাবিড়। বলেছেন, 'এমন নয় যে এলোপাথারি খেলছে। দক্ষতা দরকার হয় ওই শট খেলতে গেলে। সেই দক্ষতা ওরা দেখাচ্ছে। দক্ষতা না থাকলে শুধু আগ্রাসী খেলা যায় না।'
রাহুলের আক্ষেপ, '২-৩ বছর হল দায়িত্ব নিয়েছি। কখনও পুরো দল পাইনি। ঋভষের দুর্ঘটনা ঘটেছিল। বিশ্বকাপে হার্দিক চোট পেয়ে গেল। সবাইকে একসঙ্গে পাওয়ার অভিজ্ঞতা হয়নি। তরুণদের কাছে নিজেদের প্রমাণ করার বিরাট সুযোগ। চাপের মুখে আমরা ভাল খেলছি। সাড়া দিচ্ছি। পরের ম্যাচের আগে ১-১ করে নামতে পারছি।'
আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতিতে নামার আগে দেওরি মায়ের মন্দিরে পূজো দিয়ে এলেন ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।