IND vs ENG, 2nd ODI Live: বিধ্বংসী টপলে, ভারতকে বিধ্বস্ত করে ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

IND vs ENG, 2nd ODI, Lord's Stadium: শ্রেয়স আইয়ারের পরিবর্তে প্রথম একাদশে ফিরলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে রান পেলেন না। ভারতও ম্যাচ হারল।

abp ananda Last Updated: 15 Jul 2022 12:46 AM
Ind vs Eng Live: ১০০ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড

৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল আউট ভারত। ১০০ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরালেন জস বাটলাররা।

Ind vs Eng Live: ৩৩ ওভারে ভারতের স্কোর ১৩৩/৬

৪৪ বলে ২৯ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। ৩৩ ওভারে ভারতের স্কোর ১৩৩/৬। আর ১৭ ওভারে ১১১ রান চাই ভারতের। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামি।

Ind vs Eng Live Score Updates: ২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৯১/৫

২৯ বলে ২৭ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৯১/৫।

IND vs ENG, ODI Live: ফের ব্যর্থ কোহলি, মাত্র ১৬ রান করে ফিরলেন

ফের ব্যর্থ কোহলি। মাত্র ১৬ রান করে ফিরলেন। রান পেলেন না শিখর ধবন (৯), ঋষভ পন্থ (০)। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ৬০/৪।

IND vs ENG, ODI Live: কোনও রান না করেই ফিরে গেলেন রোহিত

কোনও রান না করেই ফিরে গেলেন রোহিত শর্মা। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ২৩/১।

IND vs ENG, ODI Live: ২৪৬ রানে অল আউট হল ইংল্যান্ড

৪১ রান করে আউট হলেন ডেভিড উইলি। ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হল ইংল্যান্ড।

IND vs ENG, ODI Live: ৪৫ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ২২২/৭

অর্ধশতরান হল না মঈন আলির। তাঁকে ৪৭ রানে ফিরিয়ে ম্যাচে নিজের চতুর্থ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল। ৪৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২২২/৭। ডেভিড উইলি ৩০ রানে ব্যাট করছেন। শেষ ৫ ওভারে কত রান করবে ইংল্যান্ড? ২৫০ রানের গণ্ডি পার করতে পারবে জস বাটলারের দল? 

Ind vs Eng Live: ২০০-র গণ্ডি পার করল ইংল্যান্ড

ছয় উইকেট হারালেও ইংল্যান্ডের হয়ে লড়াই চালাচ্ছেন মঈন আলি। অর্ধশতরানের দোরগোড়ায় মঈন। ৪০তম ওভারে ২০০-র গণ্ডি পার করল ইংল্যান্ড। বর্তমানে ৪১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০৮/৬।

IND vs ENG, ODI Live: ৩৮ ওভারে ইংল্যান্ডের ১৮৯/৬

ডেভিড উইলিকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন মঈন আলি। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৮৯/৬। মঈন খেলছেন ৩৭ রানে ও উইলির সংগ্রহ ১৬।

Ind vs Eng Live: ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন

বেন স্টোকসকে হারানোর পর লিয়ান লিভিংস্টোন ও মঈন আলি, কিছুটা হলেও ইংল্যান্ডের ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করছিলেন। তবে ১৫০ রানের দোরগোড়ায় বড় শট মারতে গিয়ে ৩৩ রানে আউট হলেন লিভিংস্টোন। ম্যাচে দ্বিতীয় সাফল্য পেলেন হার্দিক পাণ্ড্য। ২৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১৪৮ রান।

IND vs ENG, ODI Live: আগুনে ফর্মে চাহাল, পাঁচ উইকেট হারাল ইংল্যান্ড

বল হাতে যুজবেন্দ্র চাহালের স্পিন জালে হাঁসফাঁস অবস্থা ইংল্যান্ডের। জো রুট, জনি বেয়ারস্টোর পর এবার চাহালের শিকার বেন স্টোকস। ব্যক্তিগত ২১ রানে ফিরলেন স্টোকস। বর্তমানে ২৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৫ রান পাঁচ উইকেটের বিনিময়ে।

Ind vs Eng Live: ১৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৮১/২

যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড জনি বেয়ারস্টো (৩৮ রান)। ১৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৮১/২।

Ind vs Eng Live: ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪৬/১

হার্দিক পাণ্ড্য ফেরালেন জেসন রয়কে (২৩ রান)। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪৬/১।

IND vs ENG, ODI Live: ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৫ রান

৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ক্রিজে জেসন রয় ও জনি বেয়ারস্টো।

প্রেক্ষাপট

লর্ডস: প্রথম ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। কুঁচকির (Groin) চোট ভুগিয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। যার জন্যই প্রথম ওয়ান ডে (One Day Cricket) থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে প্রথম ম্যাচে একাদশে নেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। যদিও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি শ্রেয়সের (Shreyas Iyer)। তার আগেও ২ ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন মিলে দলকে জয় এনে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ম্যাচে দলে ফিরলেন কোহলি। শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে ফিরেছেন কোহলি।


আজ সিরিজ জয়ের জন্য মাঠে নামছে ভারতীয় দল। ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ জয় মানেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলা। সেই লক্ষ্য় নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে যশপ্রীত বুমরা শুধু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তাই নয়, বরং আরও বড়সড় স্বীকৃতি পেয়েছেন। আইসিসির বোলারদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বুমরা।


এছাড়া আগের ম্যাচে বোলিং বিভাগে আরেক সিনিয়র পেসার মহম্মদ শামিও ৩ উইকেট তুলে নিয়েছিলেন। ২ পেসার মিলেই প্রতপক্ষের ৯ উইকেট তুলে নিয়েছেন আর তাতেই ভেঙে গিয়েছিল ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড। সব মিলিয়ে ছন্দে রয়েছে ভারতীয় দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.