IND vs ENG, 2nd ODI Live: বিধ্বংসী টপলে, ভারতকে বিধ্বস্ত করে ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

IND vs ENG, 2nd ODI, Lord's Stadium: শ্রেয়স আইয়ারের পরিবর্তে প্রথম একাদশে ফিরলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে রান পেলেন না। ভারতও ম্যাচ হারল।

abp ananda Last Updated: 15 Jul 2022 12:46 AM

প্রেক্ষাপট

লর্ডস: প্রথম ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। কুঁচকির (Groin) চোট ভুগিয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। যার জন্যই প্রথম ওয়ান ডে (One Day Cricket) থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে...More

Ind vs Eng Live: ১০০ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড

৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল আউট ভারত। ১০০ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরালেন জস বাটলাররা।