IND vs ENG 2nd T20 Score Live: ৪৯ রানে জয় ভারতের, এক ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে

Ind vs Eng Live: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছিল টিম রোহিতের। তিন ম্য়াচের সিরিজের আজকের ম্যাচ জিতে সিরিজও জিতল ভারতীয় দল।

abp ananda Last Updated: 09 Jul 2022 10:24 PM
IND vs ENG 2nd T20 Score Live: ৪৯ রানে জয়ী ভারত

১২১ রানে অল আউট ইংল্যান্ড। ৪৯ রানে ম্যাচ জিতে টি-টোয়েন্টি ট্রফি জয় নিশ্চিত করে ফেলল ভারত।

Ind vs Eng Live Score Update: ১৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৮৮/৬

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। যুজবেন্দ্র চাহাল তুলে নিলেন ৩ উইকেট। ১৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৮৮/৬।

Ind vs Eng Live Updates: ৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২৭/৩

লিয়াম লিভিংস্টোনকে (১৫ রান) ফেরালেন যশপ্রীত বুমরা। ৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২৭/৩।

IND vs ENG 2nd T20 Score Live: ৩ ওভারের শেষে ইংল্য়ান্ড ১৯/২

ইনিংসের প্রথম বলেই জেসন রয়কে তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারে দুরন্ত ফর্মে থাকা জয় বাটলারকেও ফেরালেন। ৩ ওভারের শেষে ইংল্য়ান্ড ১৯/২।

Ind vs Eng Live: ভারত তুলল ১৭০/৮

শেষবেলায় রবীন্দ্র জাডেজার ব্যাটে ঝড়। ২৯ বলে অপরাজিত ৪৬ রান করলেন। ভারত তুলল ১৭০/৮।

Ind vs Eng Live: ১৭ ওভারের শেষে ভারত ১৪৫/৭

রান পেলেন না দীনেশ কার্তিকও (১৭ বলে ১২)। হর্ষল পটেল ৬ বলে ১৩ রান করে ফিরলেন। ১৭ ওভারের শেষে ভারত ১৪৫/৭।

IND vs ENG 2nd T20 Score Live: ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/৫

পরপর ২ বলে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যকে ফেরালেন ক্রিস জর্ডান। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/৫।

Ind vs Eng Live: ৯ ওভারের শেষে ভারত ৭৩/৩

২০ বলে ৩১ রান করে ফিরলেন রোহিত শর্মা। ফের ব্যর্থ কোহলি। মাত্র ১ রান করে ফিরলেন। পরের বলেই ব্যক্তিগত ২৬ রানের মাথায় পন্থ আউট। তিনটি উইকেটই এই ম্যাচেই অভিষেক ঘটানো পেসার রিচার্ড গ্লিসনের। ৯ ওভারের শেষে ভারত ৭৩/৩।

IND vs ENG 2nd T20 Score Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৪৩/০

রোহিতের সঙ্গে পন্থকে দিয়ে ইনিংস ওপেন করিয়ে ফাটকা গুরু দ্রাবিড়ের। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৪৩/০। 

Ind vs Eng Live: ভারতীয় দলে চার পরিবর্তন

আগের ম্যাচের দলে চারটি পরিবর্তন করল ভারত। দলে ফিরলেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা ও ঋষভ পন্থ।

প্রেক্ষাপট

বার্মিংহ্যাম: আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত-ইংল্য়ান্ড (Ind vs Eng)। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছিল টিম রোহিতের। তিন ম্য়াচের সিরিজের আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১৯৮ রান করার পর, মাত্র ১৪৮ রানেই জস বাটলারদের (Jos Buttler) রুখে দেয় ভারতীয় দল। আজ আরও শক্তিশালী হয়ে ফিরছে দল। এদিনের ম্যাচে দলে ফেরার কথা বিরাট কোহলির।


আগের ম্যাচে ব্যাটে-বলে সবেতেই বাজিমাত করেছে রোহিত বাহিনী। তাই উইনিং কম্বিনেশন ভাঙার কোনও সম্ভাবনাই নেই। ভারতীয় দলের জন্য সবচেয়ে ভাল খবর, হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে হার্দিকের থাকা নিশ্চিত। কিন্তু তিনি বল করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আগের ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের সঙ্গে সঙ্গে বল হাতেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতা হিসেবে সিরিজ জিতেছেন। 


হার্দিকের পাফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মাও। ভারত অধিনায়ক বলেন, ''আইপিএল থেকে হার্দিক যেভাবে নিজের খেলার মান উন্নত করেছে, তা প্রশংসনীয়। তবে আমাকে ওর যে বিষয়টা বেশি প্রভাবিত করেছে, সেটা হল ওর বোলিং। ও দ্রুত গতিতে বল করেছে এবং বলে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সাফল্যও পেয়েছে। তবে হ্যাঁ, ওর ব্যাটিংটাও ভুলে যাওয়ার জো নেই।''

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.