IND vs ENG 2nd Test Live: লর্ডসে প্রথম দিনের খেলা শেষ, ভারত ২৭৬/৩

India vs England 2nd Test Live Cricket Score Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও ড্র করেছে ভারত। আজ শুরু হল দ্বিতীয় টেস্ট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Aug 2021 11:51 PM
IND vs ENG 2021 Live Score: লর্ডসে প্রথম দিনের খেলা শেষ

লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৬। কে এল রাহুল ১২৭ ও অজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত। 

IND vs ENG 2nd Test Live: ৪২ রান করে আউট বিরাট

৪২ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২৬৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল। 

IND vs ENG 2021 Live Score: লর্ডসে প্রথম দিন চালকের আসনে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই দুর্দান্ত জায়গায় ভারতীয় দল। রাহুল ও বিরাট সাবলীলভাবে ব্যাটিং করছেন। এই জুটি যদি আজ অবিচ্ছিন্ন থাকে, তাহলে প্রথম ইনিংসে বিশাল স্কোরের আশা করতেই পারে ভারতীয় শিবির।

IND vs ENG 2nd Test Live: রাহুলের দুরন্ত শতরান

ইংল্যাব্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করলেন ভারতের ওপেনার কে এল রাহুল। তিনি তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে লর্ডস টেস্টে শতরান করার নজির গড়লেন। 

IND vs ENG 2021 Live Score: ৯০-এর ঘরে রাহুল

শতরানের দোরগোড়ায় রাহুল। তিনি এখন ৯১ রানে ব্যাটিং করছেন। 

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ২২৩/২

৭১ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২২৩। রাহুল ৮৯ ও বিরাট ২৮ রানে অপরাজিত। 

IND vs ENG 2021 Live Score: রোহিতকে টপকে গেলেন রাহুল

রোহিত শর্মাকে টপকে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন কে এল রাহুল। রোহিত ৮৩ রান করে আউট হয়ে গিয়েছেন। রাহুল এখন ৮৪ রানে অপরাজিত।

IND vs ENG 2nd Test Live: শতরানের পথে রাহুল

৮০ রানে ব্যাটিং করছেন রাহুল। তিনি শতরানের পথে। 

IND vs ENG 2021 Live Score: সাবলীল ব্যাটিং রাহুলের

দুই সঙ্গী রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারাকে হারালেও, সাবলীলভাবেই ব্যাটিং করে চলেছেন কে এল রাহুল। তিনি এখন ৬৯ রানে অপরাজিত। বিরাট অপরাজিত ৪ রানে। ভারতের স্কোর ২ উইকেটে ১৭৯।

IND vs ENG 2nd Test Live: রান বাড়াচ্ছেন রাহুল

বিরতির পর ফের শুরু হয়েছে খেলা। নিজের ও দলের রান বাড়িয়ে চলেছেন রাহুল। তাঁর সঙ্গে ক্রিজে অধিনায়ক বিরাট।

IND vs ENG 2nd Test Live: চা পানের বিরতিতে ভারত ১৫৭/২

চা পানের বিরতিতে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৫৭। ক্রিজে রাহুল (৫৫) ও বিরাট (০)।

IND vs ENG 2021 Live Score: কে এল রাহুলের অর্ধশতরান

অর্ধশতরান করলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। তিনি ১৩৭ বলে অর্ধশতরান পূরণ করলেন।

IND vs ENG 2nd Test Live: ক্রিজে বিরাট কোহলি

পূজারা ফিরে যাওয়ার পর ক্রিজে অধিনায়ক বিরাট কোহলি।

IND vs ENG 2021 Live Score: আউট চেতেশ্বর পূজারা

মাত্র ৯ রান করেই জেমস অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন চেতেশ্বর পূজারা। ১৫০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ১৫০ পার

ভারতীয় দলের স্কোর ১৫০ পার।

IND vs ENG 2021 Live Score: ক্রিজে চেতেশ্বর পূজারা

রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামলেন চেতেশ্বর পূজারা।

IND vs ENG 2nd Test Live: আউট রোহিত শর্মা

১৪৫ বলে ৮৩ রান করে আউট রোহিত শর্মা। তাঁকে ফেরালেন জেমস অ্যান্ডারসন। প্রথম উইকেট হারাল ভারত।

IND vs ENG 2021 Live Score: বড় স্কোরের আশায় ভারত

রোহিত ও রাহুলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরের আশায় ভারতীয় দল।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ১০০

রোহিতের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ভারতের স্কোর বিনা উইকেটে ১০০-য় পৌঁছে গেল। রোহিত ৭৫ ও রাহুল ১৬ রানে অপরাজিত।

IND vs ENG 2021 Live Score: রোহিত শর্মার অর্ধশতরান

অর্ধশতরান করলেন রোহিত শর্মা। কে এল রাহুলও সাবলীলভাবে ব্যাটিং করছেন।

IND vs ENG 2nd Test Live: বিরতির পর ফের শুরু খেলা

মধ্যাহ্নভোজের বিরতির পর ফের শুরু খেলা। ১৯ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৬। 

IND vs ENG 2021 Live Score: নেওয়া হল মধ্যাহ্নভোজের বিরতি

বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হল।

IND vs ENG 2nd Test Live: ফের বৃষ্টি, বন্ধ খেলা

লর্ডস টেস্টের খেলা বৃষ্টির জন্য দেরিতে শুরু হয়েছিল। ফের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। ১৮.৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৬। ক্রিজে রোহিত (৩৫) ও রাহুল (১০)।

IND vs ENG 2021 Live Score: ১৭ ওভারে ভারত ৪৪/০

১৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৪৪। রোহিত ৩৫ ও রাহুল ৮ রানে অপরাজিত।

IND vs ENG 2nd Test Live: ৮ ওভারে ভারতের রান ৮

৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৮। রোহিত ৫ ও রাহুল ৩ রানে অপরাজিত।

IND vs ENG 2021 Live Score: সতর্ক ব্যাটিং রোহিত-রাহুলের

৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৬। রোহিত ৫ ও রাহুল ১ রানে অপরাজিত। সতর্কভাবে ব্যাটিং করছেন ভারতের দুই ওপেনার।

IND vs ENG 2nd Test Live: খেলা শুরু, ব্যাটিং ভারতের

বৃষ্টির জন্য দেরিতে শুরু হল লর্ডস টেস্টের খেলা। প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। ক্রিজে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল।

IND vs ENG 2021 Live Score: বৃষ্টির জন্য শুরু হল না খেলা

বৃষ্টির জন্য এখনও লর্ডস টেস্ট ম্যাচ শুরু হল না। টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ইংল্যান্ড। ফলে প্রথমে ব্যাটিং ভারতের।

প্রেক্ষাপট

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও, বৃষ্টির জন্য ড্র করতে হয়েছে ভারতীয় দলকে। আজ থেকে লর্ডসে শুরু দ্বিতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। তবে এই ম্যাচেও বৃষ্টির থাবা। বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না খেলা।


এই ম্যাচে ভারতীয় দলে আছেন কে এল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।


এই ম্যাচে ইংল্যান্ড দলে আছেন ররি বার্নস, ডমিনিক সিবলি, হাসিব হামিদ, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, স্যাম কারান, অলি রবিনসন, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।


এই টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড শিবির। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডানহাতি পেসারের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে। বুধবার তাঁর এমআরআই হয়। সেই রিপোর্টে নিশ্চিত করে জানানো হয় যে, পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে ব্রডের। ৩৫ বছর বয়সি ডানহাতি পেসার ব্রডের এই সিরিজেই কেরিয়ারের ১৫০-তম টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। সেটাও আর সম্ভব হচ্ছে না।


ভারতীয় শিবিরেও চোট নিয়ে উদ্বেগ রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লর্ডসে টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শার্দুল ঠাকুর। প্রথম টেস্টে চার উইকেট নিয়েছিলেন শার্দুল। তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল। তবে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। বুধবার তিনি লর্ডসে দলের অনুশীলনে এসেছিলেন। তবে বোলিং করেননি। জিমে সময় কাটান ফিজিও নীতিন পটেল ও ট্রেনার নিক ওয়েবের তত্ত্বাবধানে। পরে সাংবাদিক বৈঠকে বিরাট জানান, হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে শার্দুলের। তবে তৃতীয় টেস্টের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.