IND vs ENG 2nd Test Live: প্রথম ইনিংসে ভারত অল আউট ৩৬৪ রানে, দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ১১৯/৩
ওপেনার কে এল রাহুলের শতরানের ওপর ভর করে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে বেশ ভাল জায়গায় ভারতীয় দল।
দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান বোর্ডে তুলল ইংল্য়ান্ড। ক্রিজে আছেন রুট, বেয়ারস্টো।
৪৯ রানে ফিরলেন বার্নস। ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন।
৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১০০ রান তুলে নিল ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন রুট, বার্নস।
ইংল্য়ান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় গ্রাহাম গুচকে টপকালেন জো রুট। সামনে শুধু কুক।
পার্টনারশিপ গড়ে তুলছেন ইংল্য়ান্ড ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট।
টানা ২ বলে ২ উইকেট। হাসিব হামিদকেও ফেরালেন সিরাজ। যদিও এরপর হ্যাটট্রিকের সুযোগ মিস করেন তিনি।
চা পানের বিরতি থেকে ফিরেই প্রথম উইকেটের পতন ইংল্যান্ডের। আউট ডম সিবলি। ফেরালেন সিরাজ।
চা পানের বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর বিনা উইকেটে ২৩।
প্রথম ১০ ওভারে ইংল্য়ান্ডের স্কোর বিনা উইকেট হারিয়ে ১৫
জাদেজাকে ফেরালেন অ্যান্ডারসন। ৩৬৪ রানে অল আউট ভারত।
ভারতের নবম উইকেটের পতন। অ্যান্ডারসনের বলে আউট হলেন বুমরা।
মধ্যাহ্নভােজের বিরতিতে ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ৩৪৬।
সপ্তম উইকেটের পতন ভারতের। খাতা খোলার আগেই ফিরলেন শামি।
৩৭ রানে ফিরলেন পন্থ। ভারতের ষষ্ঠ উইকেটের পতন।
পার্টনারশিপ গড়ছেন পন্থ ও জাদেজা। পন্থ ৩১ রানে অপরাজিত ও জাদেজা ১৪ রানে অপরাজিত রয়েছেন।
৫ উইকেট হারিয়ে ৩০০ পেরোল ভারত। ক্রিজে আছেন জাদেজা, পন্থ।
ফের ব্যর্থ রাহানে। জিমি অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন।
১২৯ রানেই থামলেন কে এল রাহুল। ওলি রবিনসনের বলে ক্যাচ আউট হলেন তিনি।
প্রেক্ষাপট
লর্ডস: লর্ডসে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারতীয় দল। ওপেনার কে এল রাহুলের শতরানের ওপর ভর করে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে বেশ ভাল জায়গায় ভারতীয় দল। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২৭৬ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -