IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ১৮১/৬, লিড ১৫৪ রানের

India vs England 2nd Test Live Cricket Score Day 4 Updates: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩৯১ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারত তাঁদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৪ রান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Aug 2021 10:45 PM
IND vs ENG 2nd Test Live: ১৫৪ রানে এগিয়ে ভারত

চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৮১/৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানের লিড ভারতের।

IND vs ENG 2nd Test Live: জাডেজা ফিরলেন ৩ রানে

মঈন আলির বলে বোল্ড রবীন্দ্র জাডেজা (৩)। ভারতের স্কোর ১৭৭/৬।

IND vs ENG 2nd Test Live: ৬১ রান করে ফিরলেন রাহানে

৬১ রানে ফিরলেন অজিঙ্ক রাহানে। ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৮। লিড ১৪১ রানের।

IND vs ENG 2nd Test Live: শেষ হল পূজারার প্রতিরোধ, ভারত ১৫৫/৪

ফের ঘাতক মার্ক উড। তাঁর শর্ট বলে আউট হলেন চেতেশ্বর পূজারা। ২০৬ বলে ৪৫ রান করে। ভারতের স্কোর ১৫৫/৪।

IND vs ENG 2nd Test Live: লর্ডসে রাহানের হাফসেঞ্চুরি

অজিঙ্ক রাহানের হাফসেঞ্চুরি। লর্ডসে ভারতের স্কোর ১৩৯/৩।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ১২০/৩

লর্ডসে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১২০/৩।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ১০৩/৩

৩ উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল ভারত।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ৮৫/৩

৪৫ ওভারের শেষে ভারতের স্কোর ৮৫/৩। ক্রিজে রয়েছেন পূজারা (১৭ ব্যাটিং) ও অজিঙ্ক রাহানে (১৬ ব্যাটিং)।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ৭১/৩

৩৭ ওভারের শেষে ভারতের স্কোর ৭১/৩।

IND vs ENG 2nd Test Live: ভারতের স্কোর ৬২/৩

লাঞ্চের পর খেলা শুরু হল। ভারতের স্কোর ৬২/৩।

IND vs ENG 2nd Test Live: সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড

সিরিজে প্রথমবার ভারতীয় ওপেনারদের শুরুতেই ফিরিয়ে দিতে পেরেছে ইংল্যান্ড। যা ম্যাচে তাদের সুবিধাজনক জায়গায় রেখেছে।

IND vs ENG 2nd Test Live: লাঞ্চ ব্রেকে ভারত এগিয়ে ২৯ রানে

লর্ডসে চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৫৬/৩। ২৯ রানে এগিয়ে রয়েছে ভারত।

IND vs ENG 2nd Test Live: কারানের বলে আউট কোহলি

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, স্যাম কারানের বলে কট বিহাইন্ড বিরাট কোহলি (২০)। ভারতের স্কোর ৫৬/৩।

IND vs ENG 2nd Test Live: ৩৫ বল খেলে প্রথম রান পেলেন পূজারা

৩৫ বল খেলে প্রথম রান পেলেন পূজারা। গ্যালারিতে ধ্বনি উঠল, 'পূজারা... পূজারা...'।

IND vs ENG 2nd Test Live: দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৪২

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪২/২। ক্রিজে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি।

IND vs ENG 2nd Test Live: লিড নিল ভারত

মার্ক উডকে দুরন্ত কভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতকে ৪ রানের লিড এনে দিলেন বিরাট কোহলি।

IND vs ENG 2nd Test Live: উডের বলে ফিরলেন রোহিতও

ফের ঘাতক মার্ক উড। তাঁর শর্ট বলে পুল করে ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। তবে ওই ওভারেই ফের একটা শর্ট বল পুল করতে গিয়ে ডিপ স্কোয়্যার লেগে মঈন আলির হাতে ধরা পড়লেন রোহিত (২১)। ভারতের স্কোর ২৭/২।

IND vs ENG 2nd Test Live: উড ফেরালেন রাহুলকে

৯.২ ওভারে ভারতের স্কোর ১৮/১। মার্ক উডের বলে ফিরলেন কে এল রাহুল (৫)।

IND vs ENG 2nd Test Live: দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৩

দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৩। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।

প্রেক্ষাপট

লন্ডন: দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩৯১ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারত তাঁদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৪ রান। শনিবার রুটের দুরন্ত অপরাজিত শতরানের ব্যাটিংয়ের ওপর ভর করে ভারতের থেকে ২৭ রানে এগিয়ে গেল রুট বাহিনী। 


দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলেছিল ইংল্য়ান্ড। ক্রিজে ছিলেন রুট ও বেয়ারস্টো। এদিন ২ জনে মিলেই দিনের শুরু থেকেই দারুণ পার্টনারশিপ গড়া শুরু করেন। জুটিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজের অর্ধশতরানও পূরণ করেছিলেন বেয়ারস্টো। কিন্তু এই জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। তাঁর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারস্টো। এরপর বাটলার ও মঈন আলি রুটের সঙ্গে টুকরো টুকরো পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু ওরা ২ জন কেউই ক্রিজে বেশিক্ষণ সেট হতে পারেননি। বাটলার ফেরেন ২৩ রান করেন। মঈন আলি ফেরেন ২৭ রান করে। 


রুট যদিও এদিনও ছিলেন চেনা ছন্দেই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান হাঁকালেন ইংল্য়ান্ড অধিনায়ক। শুধু এদিন শতরানই করলেন না। অপরাজিত ১৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেন রুট। তিনিই একমাত্র ইংল্যান্ড অধিনায়ক যিনি টেস্ট কেরিয়ারে ৬ বার দেড়শো প্লাস রান করেছেন এক ইনিংসে। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে এদিন ভারতের রানকে টেক্কা দিয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৩ উইকেট নেন ইশান্ত শর্মা ও ২ উইকেট নেন মহম্মদ শামি। 


এর আগে ভারত তাঁদের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। রোহিত শর্মা ৮৩ রান করে ফিরলেও শতরান হাঁকিয়েছিলেন কে এল রাহুল। ১২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও রান পায়নি ভারতের মিডল অর্ডার। বিরাট ৪২ রান করেন। তাঁর ডেপুটি রাহানে যদিও চূড়ান্ত ব্যর্থ। ১ রান করে ফেরেন তিনি। প্রথম টেস্ট বৃষ্টিবিঘ্নিত ছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.