IND vs ENG 2nd Test Live: ইংল্যান্ড শেষ ১২০ রানে, লর্ডসে নাটকীয় জয় ভারতের

India vs England 2nd Test Live Cricket Score Day 5 Updates: লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও ব্যাট হাতে লড়াই রাহানে ও পূজারার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Aug 2021 11:06 PM
Ind vs Eng 2nd Test Day 5 LIVE: ১২০ রানে অল আউট ইংল্যান্ড, রুদ্ধশ্বাস জয় ভারতের

১২০ রানে অল আউট ইংল্যান্ড, লর্ডসে ১৫১ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: বাটলারকে ফেরালেন সিরাজ

মহম্মদ সিরাজের দুরন্ত ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন জস বাটলার (২৫)। ইংল্যান্ডের স্কোর ১২০/৯।

Ind vs Eng Lords Test LIVE: রবিনসনকে ফেরালেন বুমরা

যশপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ অলি রবিনসন (৯)। ইংল্যান্ডের স্কোর ১২০/৮।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: ইংল্যান্ডের স্কোর ১১৭/৭

লর্ডসে ৪৯.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১১৭/৭। আর ১০.৩ ওভার খেলা বাকি।

Ind vs Eng Lords Test LIVE: ইংল্যান্ডের স্কোর ১০৮/৭

পঞ্চম দিনের খেলা বাকি আর ১৬ ওভার। ম্যাচ জিততে ভারতের চাই ৩ উইকেট। ইংল্যান্ডের স্কোর ১০৮/৭।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সিরাজ

পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সিরাজ। তাঁর বলে কট বিহাইন্ড হলেন স্যাম কারান (০)। ইংল্যান্ড ৯০/৭।

Ind vs Eng Lords Test LIVE: মইন আলিকে ফেরালেন সিরাজ

মহম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মঈন আলি (১৩)। ইংল্যান্ডের স্কোর ৯০/৬।

Ind Vs Eng 2nd Test Live: ৩২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮০/৫

৩২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮০/৫।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: বাটলারের সহজ ক্যাচ ফেললেন কোহলি

যশপ্রীত বুমরার বলে ব্যক্তিগত মাত্র ২ রানে থাকা জস বাটলারের সহজ ক্যাচ স্লিপে ফেলে দিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের স্কোর ৭৫/৫।

Ind vs Eng Lords Test LIVE: বুমরার বলে আউট রুট

যশপ্রীত বুমরার বলে প্রথম স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের স্কোর ৬৭/৫।

Ind Vs Eng 2nd Test Live: চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬৭/৪

চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬৭/৪। ম্যাচ জিততে এখনও ২০৫ রান চাই জো রুটদের।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: বেয়ারস্টোকে ফেরালেন ইশান্ত

ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে গেলেন জনি বেয়ারস্টো (২)। ইংল্যান্ডের স্কোর ৬৭/৪।

Ind vs Eng Lords Test LIVE: ২০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৫/৩

২০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৫/৩।

IND vs ENG 2nd Test Live: হামিদকে ফেরালেন ইশান্ত

ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে গেলেন হাসিব হামিদ (৯)। ইংল্যান্ডের স্কোর ৪৪/৩।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: ১২ ওভারের শেষে ইংল্যান্ড ৩৮/২

১২ ওভারের শেষে ইংল্যান্ড ৩৮/২। ক্রিজে হামিদ (৭) ও জো রুট (১৭)।

Ind vs Eng 2nd Test LIVE: হামিদের ক্যাচ ফেললেন রোহিত

মহম্মদ শামির বলে স্লিপে হাসিব হামিদের ক্যাচ ফেললেন রোহিত শর্মা। ইংল্যান্ড ১৬/২।

Ind vs Eng Lords Test LIVE: সিবলিকে ফেরালেন শামি

পরপর দু'ওভারে জোড়া ধাক্কা ইংরেজ শিবিরে। মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হলেন ডম সিবলি। ইংল্যান্ডের স্কোর ১/২।

IND vs ENG 2nd Test Live: বুমরার বলে ফিরলেন রোরি বার্নস

শুরুতেই ধাক্কা ইংল্যান্ড শিবিরে। বুমরার বলে ফিরলেন রোরি বার্নস। ইংল্যান্ড ১/১।

IND vs ENG 2nd Test Live: ২৯৮/৮ স্কোরে ডিক্লেয়ার ভারতের

২৯৮/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। অবিচ্ছেদ্য নবম উইকেটে ৮৯ রান যোগ করলেন শামি ও বুমরা। ৬০ ওভারে ম্যাচ জিততে ২৭২ রান করতে হবে ইংল্যান্ডকে।

Ind vs Eng 2nd Test Day 5 LIVE: টেস্টে শামির দ্বিতীয় হাফসেঞ্চুরি

টেস্টে মহম্মদ শামির দ্বিতীয় হাফসেঞ্চুরি। দাঁড়িয়ে উঠে হাততালি দিয়ে বাহবা জানালেন সতীর্থরা।

Ind vs Eng 2nd Test LIVE: মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৮৬/৮

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৮৬/৮। ক্রিজে ৫২ রান করে অপরাজিত শামি। ৩০ রান করে অপরাজিত বুমরা।

IND vs ENG 2nd Test Live: ৫৭ বলে হাফসেঞ্চুরি শামির

মইন আলিকে পরপর দুবলে ৪ ও ৬ মেরে হাফসেঞ্চুরি করলেন মহম্মদ শামি। ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে গেল ভারত।

Ind vs Eng Lords Test LIVE: ৮ উইকেট হারিয়ে আড়াইশো তুলল ভারত

৮ উইকেট হারিয়ে ২৫০ রান তুলে ফেলল ভারত। ক্রিজে শামি (২৭) ও বুমরা (২১)।

IND vs ENG 2nd Test Live: ৯৩ ওভারের শেষে ভারতের স্কোর ২২১/৮

৯৩ ওভারের শেষে ভারতের স্কোর ২২১/৮। ক্রিজে রয়েছেন মহম্মদ শামি (৯) ও যশপ্রীত বুমরা (১০)।

IND vs ENG 2nd Test Live: ১৬ রানে ফিরলেন ইশান্ত

২৪ বলে ১৬ রান করে আউট হলেন ইশান্ত শর্মা। ভারতের স্কোর ২০৯/৮।

IND vs ENG 2nd Test Live: ৭ উইকেটে দুশো রান তুলল ভারত

৭ উইকেট হারিয়ে ২০০ রান তুলে ফেলল ভারত। ক্রিজে ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।

IND vs ENG 2nd Test Live: পঞ্চম দিনের শুরুতেই ফিরলেন পন্থ

রবিনসনের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন পন্থ (২২ রান)। ভারতের স্কোর ১৯৪/৭।

Ind vs Eng 2nd Test LIVE: শুরু পঞ্চম দিনের খেলা, ভারতের ভরসা পন্থ

লর্ডসে শুরু হল পঞ্চম দিনের খেলা। ভারতের ভরসা ঋষভ পন্থ এখনও ক্রিজে।

প্রেক্ষাপট

লন্ডন: লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮১/৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। সোমবার ম্যাচের শেষ দিন। ভারত দুশো রানের লিড নিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।


রবিবার ১৪৬ বলে ৬১ রান করলেন রাহানে। ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রাহানে। রবিবারও তিনি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বিদেশের মাটিতে দলের অন্যতম সেরা ব্যাটসম্য়ান মনে করা হয়।


অন্যদিকে পূজারা দুরন্ত লড়াই করলেন। চাপের মুখে ২০৬ বলে ৪৫ রান করে ফিরলেন তিনি। তবে রান পাননি প্রথম ইনিংসের দুই নায়ক কে এল রাহুল (৫) ও রোহিত শর্মা (২১)। বিরাট কোহলিও (২০) ফের ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান করতে ব্যর্থ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১৪ ব্যাটিং) ও ইশান্ত শর্মা (৪ ব্যাটিং)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ৩টি ও মঈন আলি ২টি উইকেট নিয়েছেন।


এদিকে, লর্ডস টেস্টে বল বিকৃতি ঘটানোর অভিযোগ নিয়ে তোলপাড়। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি বল বিকৃতির অভিযোগ তুলছেন ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে। আবার বীরেন্দ্র সহবাগ ঘুরিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের।





বিতর্কের সূত্রপাত একটি টিভি ফুটেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেটারেরা জুতোর স্পাইক দিয়ে বলকে চেপে ধরেছেন। অনেকের মতে, রবিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের চলতি টেস্টের চতুর্থ দিন এই দৃশ্য বারবার দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্য করার ফাঁকে বিস্ময় প্রকাশ করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি পরে ট্যুইটও করেন। লেখেন, 'বল বিকৃতি ঘটল? এ বাবা'।


বীরেন্দ্র সহবাগ আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ব্রিটিশ বাহিনীকে। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন সহবাগ। তাঁর ট্যুইটেও একইরকম ভয়ডরহীন আমেজ থাকে। বীরু ট্যুইটারে লিখেছেন, 'ইয়ে ক্যায়া হো রহা হ্যায়। ইংল্যান্ডের ক্রিকেটারেরা কি বল বিকৃতি ঘটাচ্ছে? নাকি করোনা বিধি মেনে চলছে?'




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.