IND vs ENG 3rd ODI, LIVE: তৃতীয় একদিনের ম্যাচে ৭ রানে জয়, সিরিজ ভারতের
India vs England 3rd ODI Score LIVE Updates: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি একদিনের সিরিজের জমজমাট লড়াই। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দলই জিতবে, সেই দলই সিরিজ পকেটে ভরবে। আপাতত সিরিজের ফলাফল ১-১। কাজেই এদিনের ম্যাচ উভয় দলের কাছেই কার্যত মরণ-বাঁচনের লড়াই।
দুর্দান্ত লড়াই করলেও, ইংল্যান্ডকে জেতাতে পারলেন না স্যাম কারান। তিনি ৮৩ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন।
টেস্ট ও টি-২০ সিরিজের পর এবার একদিনের সিরিজেও ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। একদিনের সিরিজের ফল ভারতের পক্ষে ২-১। আজ তৃতীয় একদিনের ম্যাচে ৭ রানে জয় পেল ভারত।
জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ১৪ রান।
জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের দরকার ১৯ রান। হাতে ২ উইকেট।
ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিল ভারতীয় দল। শার্দুল ঠাকুরের চতুর্থ উইকেট। আউট হলেন আদিল রশিদ। বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়ে সুবিধাজনক জায়গায় ভারত। ৩২ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২০৯। ক্রিজে স্যাম কারান (১৭) ও আদিল রশিদ (১)।
ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিল ভারত। ১৬৮ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। তিনি ফিরিয়ে দিয়েছেন ডেভিড মালান (৫০), জস বাটলার (১৫) ও লিয়াম লিভিংস্টোনকে (৩৬)।
ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিল ভারতীয় দল। জস বাটলারকে ফেরালেন শার্দুল ঠাকুর। ১৫ রান করেন বাটলার। ৯৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ফেরালেন টি নটরাজন। ৩৫ রান করেন স্টোকস। ৬৮ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪১। ক্রিজে বেন স্টোকস (১৭) ও ডেভিড মালান (৩)।
শুরুতেই ইংল্যান্ডের জোড়া উইকেট তুলে নিল ভারতীয় দল। দুই ওপেনার জেসন রয় (১৪) ও জনি বেয়ারস্টোকে (১) ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিলেন মার্ক উড। ২ উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট নেন স্যাম কারান, রেসি টপলি, বেন স্টোকস, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ঋষভ পন্থ। শিখর ধবন করেন ৬৭ রান। হার্দিক পাণ্ড্য ৬৪ রান করেন। রোহিত শর্মা করেন ৩৭ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন মাত্র ৭ রান। শার্দুল ঠাকুর ৩০ ও ক্রুণাল পাণ্ড্য ২৫ রান করেন।
৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল।
ছন্দপতন। ৬২ বলে ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলে আউট পন্থ। কুরানের বলে আউট। ৩৬ তম ওভারের শেষ বলে আউট হলেন তিনি। দলের স্কোর তখন ৫ উইকেটে ২৫৬। ক্রিজে হাফসেঞ্চুরি করে রয়েছেন হার্দিক। সঙ্গে ক্রুণাল।
৩০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২০৬। পন্থ ৪১ ও হার্দিক ৩৪ রানে ব্যাট করছেন।
নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছে ভারতের। এবার আউট কেএল রাহুলও। ৭ রান করে লিভিংস্টোনের বলে আউট তিনি। ২৪.২ ওভারে ১৫৭ রানে চতুর্থ উইকেটের পতন হয়।
মইন আলি ফেরালেন কোহলিকে। মাত্র সাত রান করে আউট ভারতের অধিনায়ক। ১২১ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ক্রিজে পন্থ ও রাহুল।
রোহিতের পর ফিরলেন ধবনও। ৫৬ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। রশিদ আউট করলেন ধবনকেও। ১৬.৪ ওভারে ১১৭ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন।ক্রিজে কোহলি ও পন্থ।
১৪.৪ ওভারে ১০৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। রশিদের বলে ৩৮ রান করে আউট হন রোহিত।
১২ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ৮৪। রোহিত ৩৪ ও শিখর ৪৭ রানে ব্যাট করছেন।
৯ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬১। রোহিত ২৩ ও শিখর ৩৬ রানে ব্যাট করছেন।
ছয় ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৬। রোহিত ১৮ ও ধবন ১৬ রানে ক্রিজে।
ভারতের প্রথম একাদশ-রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ড্য, হার্দিক পান্ড্য, ক্রুণাল পান্ড্য, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ ও টি নজরাজন
ইংল্যান্ডের প্রথম একাদশ-জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালন, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, রিস টোপলে ও মার্ক উড
তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড। ভারতের প্রথম একাদশে একটি পরিবর্তন। কুলদীপের জায়গায় দলে এলেন পেসার টি নটরাজন।
প্রেক্ষাপট
পুনে: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি একদিনের সিরিজের জমজমাট লড়াই। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দলই জিতবে, সেই দলই সিরিজ পকেটে ভরবে। আপাতত সিরিজের ফলাফল ১-১। কাজেই এদিনের ম্যাচ উভয় দলের কাছেই কার্যত মরণ-বাঁচনের লড়াই। সিরিজের প্রথম ম্যাতে জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুরন্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ভারত এর আগে টেস্ট ও টি ২০ সিরিজ জিতেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -