IND vs ENG 3rd ODI, LIVE: তৃতীয় একদিনের ম্যাচে ৭ রানে জয়, সিরিজ ভারতের

India vs England 3rd ODI Score LIVE Updates: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি একদিনের সিরিজের জমজমাট লড়াই। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দলই জিতবে, সেই দলই সিরিজ পকেটে ভরবে। আপাতত সিরিজের ফলাফল ১-১। কাজেই এদিনের ম্যাচ উভয় দলের কাছেই কার্যত মরণ-বাঁচনের লড়াই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Mar 2021 01:32 PM

প্রেক্ষাপট

পুনে:  ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি একদিনের সিরিজের জমজমাট লড়াই। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দলই জিতবে, সেই দলই সিরিজ পকেটে ভরবে। আপাতত সিরিজের ফলাফল ১-১। কাজেই এদিনের...More

Ind vs Eng 3rd ODI: স্যাম কারানের লড়াই বৃথা

দুর্দান্ত লড়াই করলেও, ইংল্যান্ডকে জেতাতে পারলেন না স্যাম কারান। তিনি ৮৩ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন।