IND vs ENG, 3rd ODI Live Blog: অসামান্য শতরান পন্থের, অলরাউন্ড পারফরম্যান্স হার্দিকের, সিরিজ জিতল ভারত

IND vs ENG, 3rd ODI, Old Trafford Cricket Ground: চোটের কারণে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি যশপ্রীত বুমরা। তবে ভারতীয় বোলাররা তার অনুপস্থিতি বুঝতে দেননি। ম্যাচে হার্দিক ৪ ও চাহাল ৩ উইকেট নিলেন।

abp ananda Last Updated: 17 Jul 2022 10:50 PM

প্রেক্ষাপট

ম্যাঞ্চেস্টার: ওভালে প্রথম ওয়ান ডেতে ইংল্যান্ডকে ১০ উইকেটে দুরমুশ করার পর দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় দল নিজেই ১০০ রানে পর্যদুস্ত হয়। এবার সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ রবিবার (১৭ জুলাই) ওল্ড...More

IND vs ENG, ODI Live: ম্যাচ ও সিরিজ জয় ভারতের

৪৭ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। পন্থ ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে ২-১ ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত।