IND vs ENG, 3rd ODI Live Blog: অসামান্য শতরান পন্থের, অলরাউন্ড পারফরম্যান্স হার্দিকের, সিরিজ জিতল ভারত
IND vs ENG, 3rd ODI, Old Trafford Cricket Ground: চোটের কারণে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি যশপ্রীত বুমরা। তবে ভারতীয় বোলাররা তার অনুপস্থিতি বুঝতে দেননি। ম্যাচে হার্দিক ৪ ও চাহাল ৩ উইকেট নিলেন।
৪৭ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। পন্থ ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে ২-১ ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত।
আন্তর্জাতিক ওয়ান ডেতে নিজের প্রথম শতরান পূর্ণ করলেন ঋষভ পন্থ। তার ব্যাটে ভর করেই জয়ের দোরগোড়ায় ভারত। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৫৭/৫। উইলিকে ওভারে পর পর পাঁচটি চার মারেন পন্থ।
৩৯ ওভার শেষে ভারতের স্কোর ২২১/৫। মুশকিল পরিস্থিতি থেকে ভারতকে পাণ্ড্য-পন্থের পার্টনারশিপ বের করে এনেছে। জয়ের জন্য ১১ ওভারে আর ৩৯ রান করতে হবে ভারতকে। এই পরিস্থিতিতে ম্যাচে নিঃসন্দেহে ভারতই এগিয়ে রয়েছে। পন্থ ৮৮ রানে ব্যাট করছেন, তাকে সঙ্গ দিচ্ছেন জাডেজা।
অবশেষে পন্থ ও পাণ্ড্যর পার্টনারশিপ ভাঙল। কার্সের বলে দুরন্ত ক্যাচ নিয়ে ৭১ রানে হার্দিককে ফেরালেন স্টোকস। পঞ্চম উইকেটে পন্থ ও পাণ্ড্য ১৩৩ রান যোগ করেন। ৩৫.৩ বলে ২০৫ রানে পঞ্চম উইকেট হারাল ভারত।
দুরন্ত ব্যাট করছেন পাণ্ড্য ও পন্থ। দুইজনেই নিজের ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি পার করে ফেলেছেন। পন্থ ৫৫ ও পাণ্ড্য ৫৭ রানে ব্যাট করছেন। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৬৯/৪।
মুশকিল পরিস্থিতিতে দুরন্ত ব্যাটিং করছেন হার্দিক। ৪০ বলে ইতিমধ্যেই ৪৭ রান করে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪১/৪। পন্থ খেলছেন ৫৮ বলে ৩৭ রানে।
২৪ ওভার শেষে ভারতের স্কোর ১১৬/৪। ৩২ রানে ব্যাট করছেন পন্থ, ২৯ রানে ব্যাটিংরত হার্দিক। জয়ের জন্য ২৬ ওভারে ১৪৪ রান তুলতে হবে ভারতকে।
ভারতের ইনিংসে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ- হার্দিক পাণ্ড্য। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/৪। ইংল্যান্ডের সঙ্গে এই সময় না রানের, না উইকেটের তেমন কোনও পার্থক্য রয়েছে ভারতের।
বিরাচের উইকেট হারানোর পর পন্থ ও সূর্যকুমার যাদব ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭১/৩। পন্থ ১৮ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
তিন উইকেট হারিয়ে ১২তম ওভারে ৫০-র গণ্ডি পার করল ভারতীয় দল। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫২/৩।
রানের খরা কাটল না বিরাট কোহলির। সেই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ১৭ রানে আউট হলেন বিরাট। ম্যাচে তিন নম্বর সাফল্য টপলের। ৮.১ ওভারে ৩৮ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের কি প্রত্যাবর্তন ঘটতে চলেছে? দ্বিতীয় ওয়ান ডের মতোই ফের একবার ইংল্যান্ডের হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন টপলে। শিখরের পর এবার তার শিকার ভারতীয় অধিনায়ক রোহিত। ভাল ছন্দে দেখালেও ১৭ রান করেই ফিরতে হল রোহিতকে। পঞ্চম ওভারের শেষ বলে ২১ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।
গত ম্যাচে বল হাতে আগুন ঝরিয়ে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন। এই ম্যাচেও শুরুটা ভালই করলেন রিস টপলে। মাত্র ১ রানেই সাজঘরে ফেরালেন শিখর ধবনকে। ১৩ রানে প্রথম উইকেট হারাল ভারত।
ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই এই ম্যাচের পর বেশ খানিকটা দিন কোহলিকে ভারতীয় জার্সি গায়ে দেখা যাবে। চরম হতাশাজনক সিরিজের শেষটা কি কোহলি মধুর করতে পারবেন? তার ব্যাটের দিকে কিন্তু তাকিয়ে অগণিত অনুরাগী।
বল হাতে ইংল্যান্ডের টেল এন্ডারদের সাফ করে দিলেন যুজবেন্দ্র চাহাল। উইলিকে ফেরানোর পর একই ওভারে আক্রমক দেখানো ওভারটন এবং রিস টপলেকে আউট করলেন চাহাল। ওভারটন ৩২ রান করেন। ৪৫.৫ ওভারে ২৫৯ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচে তিন উইকেট নিলেন চাহাল। এবার সব নজর ভারতীয় ব্যাটারদের দিকে।
১৯৯ রানে সাত উইকেট হারিয়ে ফেললেও ইংল্যান্ডের লোয়ার অর্ডার ফের একবার ভারতকে চাপে ফেলছিল। ক্রেগ ওভারটনকে সঙ্গে নিয়ে ডেভিড উইলি ৪৮ রান যোগ করে ফেলেছিলেন। তবে অবশেষে যুজবেন্দ্র চাহাল ১৮ রানে তাকে সাজঘরে ফেরত পাঠান। ৪৩.৪ ওভারে ২৪৭ রানে অষ্টম উইকেট হারাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে দ্রুত গতিতে রান করার লক্ষ্যে বেশ আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করছিলেন লিভিংস্টোন। ৩৭তম ওভারে বল হাতে পেয়েই প্রথমে লিভিংস্টোনকে ২৭ এবং পরে সেট বাটলারকে ৬০ রানে ফেরান হার্দিক পাণ্ড্য। দুইটি আউটই অনেকটা কার্বন কপি। লিভিংস্টোন, বাটলার উভয়েই শর্ট বলে পুল মারতে গিয়ে স্কোয়ার লেগে জাডেজা হাতে ধরা দেন। অনবদ্য দুইটি ক্যাচ নেন জাড্ডু। ২০০-র রানের গণ্ডি পেরোনোর আগেই সাত উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯৯/৭।
৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৯০/৫। জস বাটলার ৫৯ ও লিয়াম লিভিংস্টোন ২০ রানে ব্যাট করছেন।
গোটা সিরিজে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে না পারলেও, তৃতীয় ওয়ান ডেতে ভালই খেলছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৬৫ বলে নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের ২২তম অর্ধশতরান পূরণ করে ফেললেন তিনি। ৩২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৭০/৫।
২৮তম ওভারে, ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসেই জস বাটলার-মঈন আলির ৭৫ রানের পার্টনারশিপ ভাঙলেন রবীন্দ্র জাডেজা। ৩৪ রানে ফেরালেন মঈনকে। ২৮ ওভারে শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৬/৫।
সেট হয়ে গিয়ে এবার অবশেষে নিজেদের স্বভাবিচত আক্রমক ভঙ্গিমায় খেলছে ইংল্যান্ড। শেষ ৪ ওভারে বাটলার ও মঈন ৩৭ রান তুলেছেন। বাটলার ৩১ ও মঈন ২৩ রানে ব্যাট করছেন। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৮/৪।
পর পর ব্যবধানে উইকেট হারিয়ে ইংল্যান্ডের সাধারণত আগ্রাসী ব্যাটিং শৈলী সিন্দুকে তুলে রেখেছেন জস বাটলার-মঈন আলি। ৪০ বলে পঞ্চম উইকেটে মাত্র ১৭ রান যোগ করেছে এই জুটি। ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯১/৪।
ব্যাটার হার্দিককে আগুন ঝরাতে আগেও বহুবার দেখা গিয়েছে। এবার এই ম্যাচে বল হাতে আগুন ঝরাচ্ছেন হার্দিক পাণ্ড্য। রয়ের পর স্টোকসকেও আউট করেছেন ভারতীয় অলরাউন্ডার। ইংল্যান্ড তার বিরুদ্ধে কার্যত বাঁধা পড়ে গিয়েছে। চার ওভার হাত ঘুরিয়ে তিন ওভার মেডেন দিয়েছেন হার্দিক, নিয়েছেন দুই উইকেট। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮০/৪।
জেসন রয়কে আউট করার পর ইংল্যান্ডের রানের গতিতে অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। শেষ ৩ ওভারে মাত্র ৮ আট উঠেছে। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭৪/৩।
শুরুতে বেয়ারস্টো-রুটকে হারানোর পর স্টোকস এবং রয় মিলে ইংল্যান্ডের হালটা ধরে নিয়েছিলেন। ৫৪ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন দুই জনে। তবে গত ম্যাচের মতোই আবারও হার্দিক পাণ্ড্যর বলে আউট হলেন জেসন রয়। ইংল্যান্ডের তারকা ওপেনার ৩১ বলে ৪১ রান করেন। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৬/৩।
সিরাজের বলে জো রুট এবং জনি বেয়ারস্টোকে শুরুতেই হারানোর পর ইংল্যান্ডের হয়ে হাল ধরেছেন জেসন রয় এবং বেন স্টোকস। ৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৮/২।
বুমরা নেই তো কী, তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ ইনিংস দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই ভারতকে জোড়া সাফল্য এনে দিলেন। শূন্য রানে ইংল্যান্ডের দুই ইন ফর্ম ব্যাটার জনি বেয়ারস্টো এবং জো রুটকে ফেরালেন ভারতীয় ফাস্ট বোলার। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২/২।
প্রথম দুই ওয়ান ডের মতো এই ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানান টস জিতলে তিনি প্রথমে ব্যাটিংই করতেন। ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়ে এই ম্যাচে চোটের জেরে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ।
প্রেক্ষাপট
ম্যাঞ্চেস্টার: ওভালে প্রথম ওয়ান ডেতে ইংল্যান্ডকে ১০ উইকেটে দুরমুশ করার পর দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় দল নিজেই ১০০ রানে পর্যদুস্ত হয়। এবার সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ রবিবার (১৭ জুলাই) ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (IND vs ENG, 3rd ODI)। সিরিজের দুই ম্যাচের এক একটিতে উভয় দলই সম্পূর্ণরূপে অপর দলের বিরুদ্ধে দাপট দেখিয়েছে। তাই শেষ ম্যাচে কার পাল্লা ভারি, তা বলা খুবই মুশকিল।
দুই বছর পরে ম্যাঞ্চেস্টার ওয়ান ডে ম্যাচ খেলা হচ্ছে, তাই পিচ কেমন আচরণ করবে, তা নিয়ে বেশ খানিকটা সন্দেহ আছেই। এই ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল তথা রোহিত শর্মার (Rohit Sharma) স্মৃতি খুব একটা মধুর নয়। ২০১৯ সালে এই মাঠেই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। রোহিত শর্মাকে সাজঘরে অশ্রুরত অবস্থায় দেখা গিয়েছিল। তিন বছর পর আবার সেই ময়দানেই খেলতে নামছে ভারত। এবার অধিনায়ক রোহিত। ভারতকে কি পারবে সেই দুঃস্বপ্নের স্মৃতি মুছে দিয়ে সিরিজ জিতে নিতে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এখনও সিরিজে দলের বোলিং লাইন আপ, তা স্পিনার হোক বা ফাস্ট বোলার, সকলেই দারুণ পারফর্ম করেছেন। তবে দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ ব্যর্থ। তাই এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিকে নজর তো থাকবেই, বিশেষ নজর থাকবে বিরাট কোহলির (Virat Kohli) উপরও। ম্যাচের আগেরদিনই কোহলির সোশ্যাল মিডিয়ার এক পোস্ট ঘিরে হইচই। তিনি সেই পোস্টের মাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। এবার পালা ব্যাট হাতে জবাব দেওয়ার। কোহলির ব্যাট কি ম্যাঞ্চেস্টার গর্জে উঠবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -