IND vs ENG, 3rd T20 Live: তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের

IND vs ENG, 3rd T20, Trent Bridge: তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের সামনে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্য রাখল ইংল্যান্ড, টিম ইন্ডিয়ার হয়ে হর্ষল পটেল ও রবি বিষ্ণোই দুইটি করে উইকেট নেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jul 2022 10:48 PM
IND vs ENG Live: তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের

সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংস সত্ত্বেও শেষ রক্ষা হল না। তৃতীয় টি২০-তে ১৭ রানে জয়লাভ ইংল্যান্ডের।

IND vs ENG, T20 Live: শতরান করলেন সূর্যকুমার যাদব

অনবদ্য ইনিংস। শতরান করলেন সূর্যকুমার যাদব। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম সেঞ্চুরি সূর্যকুমারের।

IND vs ENG Live: সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার জুটির শতরান

সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার জুটির শতরান। দুরন্ত লড়াই টিম ইন্ডিয়ার। ৫৭ বলে জুটিতে শতরান সূর্য-শ্রেয়সের। 

IND vs ENG, T20 Live: অর্ধ শতরান সূর্যকুমারের

ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই। অর্ধ শতরান সূর্যকুমারের। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৭টি চার ও ১টি ছয়ের সহযোগে সাজানো ইনিংস। 

IND vs ENG Live: ভারতকে লড়াইয়ে ফেরাচ্ছে সূর্যকুমার যাদব

দুরন্ত লড়াই সূর্যকুমার যাদবের। ১০ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে ৮২ রান ভারতের। ৬০ বলে তুলতে হবে ১৩৪ রান।

IND vs ENG, T20 Live: আউট রোহিত শর্মা, ৩ উইকেট খুইয়ে চাপে টিম ইন্ডিয়া

আরও একটি উইকেটের পতন ভারতের। রিস টপলির বলে ক্যাচ আউট রোহিত শর্মা। ক্যাচ ধরেন ফিল সল্ট। ১২ বল খেলে ১১ রান তোলেন রোহিত। 

IND vs ENG Live: শুরুতেই ধাক্কা ভারতের, আউট পন্থ

শুরুতেই ধাক্কা ভারতের। আউট ঋষভ পন্থ। ৭ রানে ১ উইকেট খুইয়ে চাপে টিম ইন্ডিয়া। 

IND vs ENG, T20 Live: বিরাট লক্ষ্য ভারতের সামনে

উমরনের শেষ ওভারে উঠল ১৭ রান। তিন বলে ১১ রানের একটি দারুণ ক্য়ামিও খেলেন শেষ বলে রান আউট হলেন ক্রিস জর্ডন। ২৯ বলে ৪২ রানে অপরাজিত রইসেন লিভিংস্টোন। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলল ইংল্যান্ড। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বড় রান তাড়া করতে হবে ভারতকে।

IND vs ENG Live: ২০০ রানের দোরগোড়ায় ইংল্যান্ড

মালান আউট হলেও লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক ভারতীয় বোলারদের উপর চাপ বজায় রাখেন। ২৬ বলে ৩৮ রানে ব্যাট করছেন লিভিংস্টোন। অবশ্য ১৯তম ওভারের পঞ্চম বলে ব্রুককে সাজঘরে ফেরাতে সক্ষম হন হর্ষল। ৯ বলে ১৯ রান করেন ব্রুক। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১৯৮ রান।  

IND vs ENG, T20 Live: এক ওভারে জোড়া উইকেট নিলেন বিষ্ণোই

লিভিংস্টোন-মালানের ৮৪ রানের পার্টনার ভাঙলেন রবি বিষ্ণোই। ৩৯ বলে ৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলে মালানকে সাজঘরে ফিরতে হল। একই ওভারে মঈন আলিকেও প্রথম বলেই ফেরান বিষ্ণোই। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৯ রান।

IND vs ENG Live: দুরন্ত ছন্দে দেখাচ্ছে মালানকে

ভারতীয় বোলারদের বলে বলে বাউন্ডারির বাইরে ফেলছেন মালান। ৩৭ বলে ছয় চার ও পাঁচ ছক্কার সুবাদে ৭৭ রানে ব্যাট করছেন তিনি। ১৫ ওভারেই ১৫০-র গণ্ডিও পার করল ইংল্যান্ড। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৫২ রান।

IND vs ENG, T20 Live: শতরানের গণ্ডি পার করল ইংল্য়ান্ড

১২তম ওভারে রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে উঠল ১৩ রান। তিন উইকেটের বিনিময়ে শতরানের গণ্ডি টপকাল ইংল্যান্ড। অর্ধশতরানের দোরগোড়ায়, ৪৯ রানে ক্রিজে রয়েছেন মালান। তাঁকে সঙ্গে দিচ্ছেন লিয়াম লিভিংস্টোন। তিনি ৩ রানে খেলছেন। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১১১-৩।

IND vs ENG Live: ম্যাচে কামব্যাক ভারতীয় বোলারদের, তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড

উমরন, আবেশের পর এবার সাফল্য পেলেন হর্ষল পটেল। নিজের 'ট্রেডমার্ক' মন্থর গতির বলে ফিল সল্টকে সম্পূর্ণরূপে পরাস্ত করে তাঁর উইকেট ছিটকে দিলেন হর্ষল। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের মাঝপথে, ১০ ওভার শেষে স্কোর তিন উইকেটের বিনিময়ে ৮৬ রান।  

IND vs ENG, T20 Live: রয়কে ফেরালেন উমরন, দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড

প্রথম ওভারেই বাটলারের আক্রমণে ১৬ রান দিয়েছিলেন উমরন। তবে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সেট রয়কে ২৭ রানে সাজঘরে ফেরালেন ভারতীয় স্পিডস্টার। ২৭ রান করলেও রয়কে গোটা ইনিংসে কোনও সময়েই নিজের স্বাভাবিক ছন্দে দেখায়নি। আট ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৭১ রান।

IND vs ENG Live: পাওয়ার প্লেতেই ৫০-র গণ্ডি পার করল ইংল্যান্ড

আবেশ  খান ১৮ রানে জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠালেও, ইংল্যান্ড পাওয়ার প্লেতে শুরুটা মন্দ করেনি। ছয় ওভার শেষে ইংল্যান্ডের স্কোর এক উইকেটের বিনিময়ে ৫২। রয় ২৩ ও মালান ৭ রানে ব্যাট করছেন।

IND vs ENG, T20 Live: আগ্রাসী ভঙ্গিমায় ইনিংস শুরু বাটলারদের

গত দুই ম্যাচেই ভুবনেশ্বর কুমারের বলে যথাক্রমে জস বাটলার ও জেসন রয়কে 'গোল্ডেন ডাক' করে সাজঘরে ফিরতে হয়েছিল। এই ম্যাচে খেলছেন না ভুবি। সেই সুযোগেই শুরুটা বেশ ভালই করল ইংল্যান্ড। তিন ওভার শেষে বিনা উইকেটে ইংল্যান্ডের স্কোর ২৭।

IND vs ENG Live: ভারতীয় দলে চার বদল

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার, উমরন মালিক, রবি বিষ্ণোই, আবেশ খান। 

IND vs ENG, T20 Live: বিশ্বরেকর্ড গড়ার হাতছানি অধিনায়ক রোহিতের সামনে

তিন ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৯টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসাবে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবেন রোহিত।

প্রেক্ষাপট

নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট হেরে লাল বলের সিরিজ ড্র করলেও, বলের রং বদল হতেই বদলেছে ভারতীয় দলের ভাগ্যও। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ রবিবার, তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (Ind vs Eng)। রোহিত বাহিনীর কাছে সুযোগ ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ক্ষমতা প্রদর্শনের।


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জিতলেও, এই সিরিজে এখনও পর্যন্ত একটিও ম্যাচে সুযোগ পাননি উমরন মালিক (Umran Malik)। তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁকে খেলানো হয় কি না, সেই গিকে নজর থাকবেই। রোহিত অবশ্য ম্যাচের আগেই এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ভারতীয় অধিনায়ক বলেন, 'নিঃসন্দেহে বেঞ্চে যেসব ক্রিকেটাররা বসে রয়েছে, আমরা তাদের খেলার সুযোগ করে দিতে চাই। কোচের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসব এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।' 


এখনও পর্যন্ত দুই ম্যাচেই ভারতের হয়ে দুই অলরাউন্ডার যথাক্রমে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও রবীন্দ্র জাডেজা দলের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমারও। কয়েকদিন আগে পর্যন্ত পাওয়ার প্লেতে ব্যাট-বলে ভারতের পারফরম্যান্সের উপর অনেক প্রশ্নচিহ্ন ছিল। এখনও পর্যন্ত এই সিরিজে সফলভাবেই সেই সকল প্রশ্নকে দূরে রাখতে সক্ষম হয়েছে রোহিতের দল। তৃতীয় টি-টোয়েন্টিতেও এই ধারা অব্যাহত রাখাটাই কিন্তু টিম ইন্ডিয়ার কাছে একটা বড় চ্যালেঞ্জ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.