IND vs ENG: রোহিত শিবিরে সুখবর! আজই ফের ভারতীয় দলে যোগ দিতে চলেছেন অশ্বিন

Ravichandran Aswin Update: মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শেষেই বাড়ি ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন এই স্পিনার।

Continues below advertisement

রাজকোট: তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ফের জাতীয় দলে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় দিনের শুরুতেই ফিরে গিয়েছিলেন চেন্নাইয়ে। কিন্তু রোহিত শিবিরের জন্য সুখবর। আজ চতুর্থ দিনেই জাতীয় দলে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে, অশ্বিন চতুর্থ দিনেই যোগ দিতে চলেছেন ভারতীয় দলে।

Continues below advertisement

উল্লেখ্য, কুলদীপ যাদব অশ্বিনের দলের সঙ্গে যোগ দেও.য়ার খবরটি জানিয়েছিলেন, তিনি বলেছিলেন খেলার সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে, ''আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় অশ্বিন ভাই হয়তো ফিরে আসবেন।'' পরে বিসিসিআইয়ের তরফেও এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়। জানা গিয়েছে, অশ্বিন মধ্যাহ্নভোজের বিরতির মধ্য়েই হয়ত স্টেডিয়ামে পৌঁছে যাবেন। সূত্রের খবর, আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে অশ্বিন দলের সঙ্গে যোগ দিলে যে কোনও সময়ই মাঠে নামতে পারবেন। 

 

এদিকে তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চারশোর বেশি রানের লিড নিয়ে নিল ভারতীয় দল। গতকাল ২ উইকেট হারিয়েছিল ভারত। প্যাভিলিয়ন ফিরেছিলেন রোহিত শর্মা ও রজত পাতিদার। শতরান পূরণ করার পর রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এদিন শুভমন গিলের সঙ্গে ক্রিজে নেমেছিলেন কুলদীপ যাদব। নাইটওয়াচম্য়ান হিসেবে কুলদীপকে নামানো হয়েছিল। তিনি অপরাজিত ছিলেন। এদিন সকালের প্রথম ছক্কা ও বাউন্ডারি আসে কুলদীপের ব্যাট থেকেই। কিন্তু প্রথম ইনিংসে জাডেজার মত দ্বিতীয় ইনিংসে কুলদীপ ভিলেন হয়ে গেলেন শুভমন গিলকে রান আউট করানোর জন্য। নিজেই কল করেছিলেন, তখন শুভমন ৯১ রানে ব্যাটিং করছেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে শুভমনকে ফিরে যেতে বলেন। নন স্ট্রাইকার এন্ডে ফিরে আসতে আসতে স্টোকসের নিঁখুত থ্রোয়ে রান আউট হয়ে যেতে হয় গিলকে। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান এই তরুণ ডানহাতি ব্যাটার। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি কুলদীপ নিজেও। ২৭ রানের মাথায় রেহান আহমেদের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান চায়নাম্য়ান। তবে এরপর আর উইকেট হারায়নি এদিন ভারত। গতকাল পিঠের ব্যথায় মাঠ ছাড়লেও আজ ক্রিজে এসে বেশ সাবলীলভাবে ব্যাটিং করছেন জয়সওয়াল।

Continues below advertisement
Sponsored Links by Taboola