IND vs ENG Live: যশস্বীর সেঞ্চুরি, হাফসেঞ্চুরি গিলের, তৃতীয় দিনের শেষে ৩২২ রানের লিড ভারতের

IND vs ENG, 3rd Test Live Score: ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট যশস্বী। ৬৫ রানে অপরাজিত শুভমন গিল।

ABP Ananda Last Updated: 17 Feb 2024 05:05 PM

প্রেক্ষাপট

বাজ়বল বনাম ঘূর্ণিবল। গোটা সিরিজে চলছে জমজমাট লড়াই। সিরিজ আপাতত ১-১। রাজকোটে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে অবশ্য এগিয়ে বাজ়বলই। ভারতের প্রথম ইনিংসে তোলা ৪৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে...More

IND vs ENG Live Score Update: ৩২২ রানে এগিয়ে রয়েছে ভারত

তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৯৬/২। রজত পাতিদার কোনও রান না করে আউট হয়েছেন। ৬৫ রান করে ক্রিজে শুভমন গিল। ৩ রান করে ক্রিজে রয়েছেন নৈশপ্রহরী কুলদীপ যাদব। ৩২২ রানে এগিয়ে রয়েছে ভারত।