IND vs ENG 2021 Live Score : অবাক ব্যাটিং বিপর্যয়, ৭৮ রানে অল আউট ভারত

IND vs ENG 3rd Test Score LIVE Updates: কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Aug 2021 07:44 PM
IND vs ENG 3rd Test Live কোনও উইকেট না খুইয়ে দিনের শেষে ৪২ রানের লিড ইংল্যান্ড

প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২০। দুই ওপেনারই হাঁকিয়েছেন অর্ধশতরান। রোরি বার্নস ৫২ ও হাসিম হামিদ ৬০ রানে অপরাজিত। কোনও উইকেট না হারিয়েই প্রথম দিনের শেষে ৪২ রানের লিড ইংল্যান্ডের।

IND vs ENG 2021 Live Score: ১০০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড

কোনও উইকেট না খুইয়েই ১০০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। ৩৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১০১।

IND vs ENG 3rd Test Live ৫০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড

কোনও উইকেট না হারিয়েই ৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। ২৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৮।

IND vs ENG 2021 Live Score: ৭ ওভারে বিনা উইকেটে ২১ রান ইংল্যান্ডে

ভালো শুরু ইংল্যান্ডের। ৭ ওভারের শেষে কোনও উইকেট না খুইয়ে ২১ রান তুলেছে তারা। দুই ওপেনার রোরি বার্নস ও হাসিম হামিদ যথাক্রমে অপরাজিত ৩ ও ১৫ রানে।

IND vs ENG 3rd Test Live ৭৮ রানে অলআউট ভারত

অবাক ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গেল ভারত।

IND vs ENG 2021 Live Score: ব্যাটিং বিপর্যয় ভারতের

অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। ঋষভ পন্থ (২), রবীন্দ্র জাদেজা (৪), ইশান্ত শর্মা (০), মহম্মদ সামি (০) সকলেই ব্যর্থ। সাজঘরে ফিরেছেন রোহিত শর্মাও (১৯)। ৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ৬৮।

IND vs ENG 3rd Test Live আউট রাহানেও

মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে সাজঘরে ফিরলেন আজিঙ্কা রাহানেও (১৮)। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেটে ৫৬।

IND vs ENG 2021 Live Score: ৫০ পেরোল ভারতের স্কোর

৫০ রানের গণ্ডি টপকাল ভারত। ২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৩। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (অপরাজিত ১৪) ও আজিঙ্কা রাহানে (অপরাজিত ১৬)

IND vs ENG 3rd Test Live ফের ব্যর্থ বিরাট

ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি (৭)। জেমস অ্যান্ডারসনের শিকার হলেন ভারত অধিনায়ক।

IND vs ENG 2021 Live Score: দশ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯

রোহিত শর্মা ও বিরাট কোহলি থিতু করছেন ভারতের ইনিংস। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯।

IND vs ENG 3rd Test Live আউট পূজারাও

কেএল রাহুলের পর এবার চেতেশ্বর পূজারা (১)। ইনিংসের একেবারে শুরুতেই ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা জেমস অ্যান্ডারসনের।

IND vs ENG 2021 Live Score : শূন্য রানে সাজঘরে রাহুল

ব্যর্থ কেএল রাহুল। খাতা পর্যন্ত খুলতে না পেরে জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফিরতে হল ভারতীয় ওপেনারকে।

প্রেক্ষাপট

হেডিংলি : বুধবার থেকে হেডিংলিতে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের তৃতীয়টি। প্রথম টেস্ট ম্যাচ ড্র হলেও লর্ডসে দ্বিতীয় ম্যাচে জিতেছে বিরাট ব্রিগেড। আপাতত এই মুহূর্তে সিরিজে এগিয়ে থেকেই নামছে ভারত। হেডিংলি টেস্টে ভারতীয় স্কোয়াড কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.