IND vs ENG 2021 Live Score : রুটের সেঞ্চুরি, ভারতের চেয়ে ৩৪৫ রানে এগিয়ে গেল ইংল্যান্ড
IND vs ENG 3rd Test Score LIVE Updates: প্রথম দিনের শেষে কোনও উইকেট না খুইয়ে ৪২ রান লিড নিয়েছিল ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩/৮। ভারতের চেয়ে ৩৪৫ রানে এগিয়ে জো রুটরা।
বুমরা ফেরালেন জো রুটকে (১২১)। জাডেজার বলে ফিরলেন মঈন আলি (৮)। ইংল্যান্ডের স্কোর ৪০৪/৭।
সেঞ্চুরি করলেন জো রুট। ইংল্যান্ডের স্কোর ৩৭৬/৫। রুট ১১৫ রান করে ক্রিজে।
৩ উইকেটে ৩৩৫ রান তুলে ফেলল ইংল্যান্ড। ভারতের চেয়ে এগিয়ে ২৫৭ রানে।
তিন উইকেটে ৩০০ পেরিয়ে গেল ইংল্যান্ড।
দাভিদ মালানকে (৭০) ফেরালেন মহম্মদ সিরাজ। ভারতের চেয়ে ২২০ রানে এগিয়ে গেল ইংল্যান্ড। জো রুটদের স্কোর ২৯৮/৩।
২ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। জো রুট ও দাভিদ মালান দুজনই হাফসেঞ্চুরি করেছেন। ভারতের চেয়ে ইংল্যান্ড এগিয়ে ১৮৮ রানে।
৮২ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২৩৯/২।
২ উইকেট হারিয়ে ইংল্য়ান্ডের স্কোর ২০৯।
৭০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৮৭/২।
রবীন্দ্র জাডেজার বলে ফিরলেন হাসিব হামিদ (৬৮ রান)। ইংল্যান্ডের স্কোর ১৮২/২।
ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১৫৩ রান। ভারতের চেয়ে লিড ৭৫ রানের।
ইংল্যান্ডের স্কোর ১৪১/১। ক্রিজে দাভিদ মালান ও হাসিব হামিদ।
মহম্মদ শামির বলে বোল্ড রোরি বার্নস (৬১)। ইংল্যান্ডের স্কোর ১৩৫/১।
প্রেক্ষাপট
হেডিংলে : পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে লিড শক্তপোক্ত করার পথে এগোচ্ছে ইংল্যান্ড। পেসারদের দাপটে ভারতের প্রথম ইনিংস মাত্র ৭৮ রানে গুটিয়ে দেওয়ার পরে প্রথম দিনের খেলা শেষে স্কোর বিনা উইকেটে ১২০ রান তোলে ইংল্যান্ড। দুই ওপেনারই হাঁকান অর্ধশতরান। রোরি বার্নস ৫২ ও হাসিম হামিদ ৬০ রানে অপরাজিত ছিলেন দিনের শেষে। কোনও উইকেট না হারিয়েই প্রথম দিনের শেষে ৪২ রানের লিড ইংল্যান্ডের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -