IND vs ENG 3rd Test Live: সেঞ্চুরির পথে পূজারা, লড়াই কোহলিরও, ভারত পিছিয়ে ১৩৯ রানে
India vs England 3rd Test Live Cricket Score Day 3 Updates: বৃহস্পতিবার দিনটা ছিল জো রুট-ময়। লর্ডসের পর এ বার লিডসে। আবার শতরান করলেন জো রুট। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন একাধিক নজির।
কম আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। ভারতের স্কোর ২১৫/২। পূজারা ৯১ রানে ও কোহলি ৪৫ রানে ক্রিজে। ভারত ১৩৯ রানে পিছিয়ে।
২ উইকেট হারিয়ে দুশো পেরিয়ে গেল ভারত। কোহলিদের স্কোর ২১২/২।
ভারতের স্কোর ১৮৫/২। ইংল্যান্ডের চেয়ে ১৬৯ রানে পিছিয়ে ভারত।
ভারতের স্কোর ১৭১/২। ক্রিজে পূজারা ও বিরাট।
চেতেশ্বর পূজারার হাফসেঞ্চুরি। ভারতের স্কোর ১৩৮/২।
বড় ধাক্কা। রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন রোহিত শর্মা (৫৯)। ভারতের স্কোর ১১৬/২।
তৃতীয় দিন চা পানের বিরতিতে ভারতের স্কোর ১১২/১। রোহিত শর্মা ৫৯ ও চেতেশ্বর পূজারা ৪০ রানে ক্রিজে।
এক উইকেট হারিয়ে একশো পেরল ভারত। ৪২ ওভারের শেষে ১০১/১।
১২৫ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ৮৯/১।
৩৭ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮০ রান।
ভারতের স্কোর ৭৩/১। ইংল্যান্ডের চেয়ে ২৮১ রানে পিছিয়ে বিরাট কোহলিরা।
ভারতের স্কোর ৫৩/১। ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।
দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৩৪ রান। মধ্যাহ্নভোজের বিরতিতে ৩২০ রানে পিছিয়ে ভারত।
ওভার্টনের বলে ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরলেন কে এল রাহুল। ভারতের স্কোর ৩৪/১।
১১ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮ রান।
৭ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
৪ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।
রবিনসনকে বোল্ড করলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড ইনিংস শেষ ৪৩২ রানে। ৩৫৪ রানের লিড নিল জো রুট বাহিনি।
ইংল্যান্ডের স্কোর ৪৩১/৯। ভারতের চেয়ে ৩৫৪ রানে এগিয়ে জো রুটরা।
প্রেক্ষাপট
হেডিংলে: ভারতের ব্যাটিং বিপর্যয়ের বাইশ গজেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটালেন ইংরেজ ব্যাটসম্যানেরা। লিডসে ভারতের বিরুদ্ধে বিশাল রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩/৮। হাতে এখনও ২ উইকেট। সব মিলিয়ে ভারতের চেয়ে এখনই ৩৪৫ রানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচের এখনও পুরো তিনদিনের খেলা বাকি। ভারতের সামনে তাই দ্বিতীয় ইনিংসে অলৌকিক কিছু করে ম্যাচ বাঁচানোর লড়াই।
বৃহস্পতিবার দিনটা ছিল জো রুট-ময়। লর্ডসের পর এ বার লিডসে। আবার শতরান করলেন জো রুট। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন একাধিক নজির। ব্রিটিশ ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড করেছেন তিনি। পাশাপাশি একই বছরে সর্বোচ্চ সংখ্যক শতরানের নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক। এর আগে ১৯৪৭ সালে ডেনিস কম্পটন এবং ২০০২ সালে মাইকেল ভনও একই বছরে ৬টি করে শতরান করেছিলেন। সেই দিক থেকে তৃতীয় ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে একই বছরে ছ'টি শতরান করে ফেলেছেন রুট। তবে রুটের দুটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার আরও একটি নজির গড়েছেন রুট। ভারতের বিরুদ্ধে ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শতরানও করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে মোট ৮টি শতরান করেছেন রুট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালেস্টেয়ার কুক। তিনি মোট ৭টি শতরান করেছিলেন ভারতের বিরুদ্ধে। আর কেভিন পিটারসেন ছ'টি সেঞ্চুরি করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
ব্রিটিশ অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানের মালিকও জো রুটই। অধিনায়ক রুট ভারতের বিরুদ্ধে করেছেন ৫টি সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে কুক ৪টি শতরান করেছিলেন ভারতের বিরুদ্ধে। এই তালিকায় তিনে রয়েছেন গ্রাহাম গুচ। অধিনায়ক গুচ ভারতের বিরুদ্ধে করেছিলেন ৩টি শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -