IND vs ENG 3rd Test Live: সেঞ্চুরির পথে পূজারা, লড়াই কোহলিরও, ভারত পিছিয়ে ১৩৯ রানে

India vs England 3rd Test Live Cricket Score Day 3 Updates: বৃহস্পতিবার দিনটা ছিল জো রুট-ময়। লর্ডসের পর এ বার লিডসে। আবার শতরান করলেন জো রুট। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন একাধিক নজির।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Aug 2021 10:52 PM

প্রেক্ষাপট

হেডিংলে: ভারতের ব্যাটিং বিপর্যয়ের বাইশ গজেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটালেন ইংরেজ ব্যাটসম্যানেরা। লিডসে ভারতের বিরুদ্ধে বিশাল রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩/৮। হাতে...More

IND vs ENG 2021 Live Score : তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২১৫/২

কম আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। ভারতের স্কোর ২১৫/২। পূজারা ৯১ রানে ও কোহলি ৪৫ রানে ক্রিজে। ভারত ১৩৯ রানে পিছিয়ে।