IND vs ENG 3rd Test Live: ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হার ভারতের, সিরিজ ১-১

India vs England 3rd Test Live Cricket Score Day 4 Updates: চলতি সিরিজে বড় রান পাননি। শুক্রবার ৪৫ রান করে ক্রিজে ভারত অধিনায়ক। সঙ্গী পূজারা (৯১)। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৯ রানে পিছিয়ে ভারত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Aug 2021 05:16 PM

প্রেক্ষাপট

হেডিংলে: কম আলোর জন্য তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের কিছুটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের হয়ে খেলার পর্যালোচনা করছিলেন নাসের হুসেন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলছিলেন, 'ভারত যদি দেড়শো...More

IND vs ENG 2021 Live Score : ২৭৮ রানে অল আউট ভারত

ওভার্টন ফেরালেন মহম্মদ সিরাজকে। ২৭৮ রানে অল আউট হয়ে গেল ভারত। এক ইনিংস ও ৭৬ রানে পরাস্ত ভারত। টেস্ট সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।