IND vs ENG 3rd Test Live: ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হার ভারতের, সিরিজ ১-১
India vs England 3rd Test Live Cricket Score Day 4 Updates: চলতি সিরিজে বড় রান পাননি। শুক্রবার ৪৫ রান করে ক্রিজে ভারত অধিনায়ক। সঙ্গী পূজারা (৯১)। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৯ রানে পিছিয়ে ভারত।
ওভার্টন ফেরালেন মহম্মদ সিরাজকে। ২৭৮ রানে অল আউট হয়ে গেল ভারত। এক ইনিংস ও ৭৬ রানে পরাস্ত ভারত। টেস্ট সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
২৫ বলে ৩০ রান করে ওভার্টনের বলে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ২৭৮/৯।
রবিনসনের বলে মাত্র ২ রান করে ফিরলেন ইশান্ত শর্মা। ভারতের স্কোর ২৫৭/৮।
মহম্মদ শামিকে (৬ রান) বোল্ড করে দিলেন মঈন আলি। ভারতের স্কোর ২৫৪/৭।
রবিনসনের বলে মাত্র ১ রান করে আউট ঋষভ পন্থ। ভারতের স্কোর ২৩৯/৬।
জেমস অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন অজিঙ্ক রাহানে। মাত্র ১০ রান করে। ভারতের স্কোর ২৩৯/৫।
রবিনসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি (৫৫)। ভারতের স্কোর ২৩৭/৪।
জেমস অ্যান্ডারসনের বলে বিরাট কোহলির বিরুদ্ধে জোরাল কট বিহাইন্ডের আবেদন ইংরেজ ক্রিকেটারদের। আঙুল তুলে দেন আম্পায়ারও। তবে ডিআরএস চান কোহলি। তাতে দেখা যায় ব্যাট কোহলির ব্যাটে লেগে আওয়াজ হয়েছিল। নট আউট ঘোষণা করা হয় কোহলিকে।
ভারতের ম্যাচ বাঁচানোর লড়াই শনিবার দিনের খেলার শুরুতেই বড়সড় ধাক্কা খেল। রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন চেতেশ্বর পূজারা। আগের দিনের স্কোরেই (৯১ রান)। ভারতের স্কোর ২১৫/৩।
প্রেক্ষাপট
হেডিংলে: কম আলোর জন্য তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের কিছুটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের হয়ে খেলার পর্যালোচনা করছিলেন নাসের হুসেন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলছিলেন, 'ভারত যদি দেড়শো রানেরও লিড নিতে পারে, তাহলে ম্যাচ জমে যাবে।'
বরাবরের ঠোঁটকাটা বলে পরিচিত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে এমন ভাবতে কার্যত বাধ্য করিয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারতের প্রতিরোধ। হেডিংলেতে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২১৫/২। ৯১ রান করে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে বড় রান পাননি। শুক্রবার ৪৫ রান করে ক্রিজে ভারত অধিনায়ক। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৯ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে ৮ উইকেট। তবে যে ছন্দে কোহলি ও পূজারা ব্যাট করছেন, তাতে ইংল্যান্ডের রান পেরিয়ে শ দেড়েক রানের লিড ভারত নিতে পারলে কে বলতে পারে শেষ দিনের উইকেটে ম্যাচের নাটকীয় পট পরিবর্তন ঘটবে না!
ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন বোলাররা। শুক্রবার ইংল্যান্ডের শেষ ২ উইকেট মাত্র ৯ রানের মধ্যে তুলে নেন ভারতীয় বোলাররা। তবু ৩৫৪ রানের বিশাল লিড নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই চাপমুক্ত হয়ে খেলতে শুরু করেন রোহিত শর্মা। কে এল রাহুল রান পাননি। মাত্র ৮ রান করে ক্রেগ ওভার্টনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে রোহিত ছন্দেই ছিলেন। পূজারার সঙ্গে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ভারতের স্কোর একশো পার করে দেন।
ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দিচ্ছেন রোহিত, তখনই ছন্দপতন। ৫৯ রান করে অলি রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে যান রোহিত। রিভিউ চাইলেও লাভ হয়নি। ১১৬/২ স্কোর থেকেই দলের হাল ধরেন পূজারা ও কোহলি। এদিন পূজারা শুরু থেকেই রানের গতি বাড়ানোর চেষ্টা করে গিয়েছেন। শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে বিরাট ও পূজারা ৯৯ রান যোগ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -