IND vs ENG 4th Test Live: কম আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ খেলা, ভারত ২৭০/৩

India vs England 4th Test Live Cricket Score Day 3 Updates: জমে উঠেছে ওভাল টেস্ট। ম্যাচের বয়স মাত্র দু'দিন। এরই মধ্যে ম্যাচের রাশ কখনও থাকছে ভারতের দিকে, তো কখনও ইংল্যান্ডের হাতে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Sep 2021 10:51 PM
IND vs ENG 2021 Live Score : ভারতের লিড ১৭১ রানের

কম আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই বন্ধ খেলা, ভারত ২৭০/৩। লিড ১৭১ রানের।

IND vs ENG 2021 Live Score : কম আলোয় খেলা বন্ধ

আলো কমে যাওয়ায় ম্যাচ বন্ধ রয়েছে ওভালে। ভারত ১৭১ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে ৭ উইকেট।

IND vs ENG 2021 Live Score : ১৭১ রানের লিড ভারতের

ভারতের রান তিন উইকেটে ২৭০। ১৭১ রানে এগিয়ে ইংল্যান্ডের চেয়ে।

IND vs ENG 2021 Live Score : রবিনসনের বলে ফিরলেন পূজারা

৬১ রান করে রবিনসনের বলে ফিরলেন পূজারা। ভারতের স্কোর ২৪৫/৩।

IND vs ENG 2021 Live Score : ১২৭ রানে আউট রোহিত

রবিনসনের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। ১২৭ রান করে।

IND vs ENG 4th Test Live: পূজারার হাফসেঞ্চুরি

চেতেশ্বর পূজারার হাফসেঞ্চুরি। ভারতের স্কোর ২১৬/১।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ২০০/১

এক উইকেট হারিয়ে দুশো রান করল ভারত।

India vs England 4th Test Live: ১০০ রানের লিড নিল ভারত

ভারতের স্কোর ১৯৯/১। ১০০ রানের লিড নিল ভারত।

IND vs ENG 2021 Live Score : বিদেশের মাটিতে টেস্টে রোহিতের প্রথম সেঞ্চুরি

মঈন আলিকে বিশাল ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত শর্মা। ২০৪ বল খেলে। বিদেশের মাটিতে টেস্টে রোহিতের প্রথম সেঞ্চুরি।

IND vs ENG 2021 Live Score : সেঞ্চুরির দোরগোড়ায় রোহিত

সেঞ্চুরির দোরগোড়ায় রোহিত। ৯৪ রান করে ক্রিজে রয়েছেন।

IND vs ENG 2021 Live Score : ওভালে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৭৫/১

ওভালে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৭৫/১। ৮৪ রানে ক্রিজে রোহিত শর্মা। ৪৩ রানে অপরাজিত চেতেশ্বর পূজারা।

IND vs ENG 2021 Live Score : রোহিতের হাফসেঞ্চুরি

এক উইকেটে ১৪৯ রান তুলল ভারত। ইংল্যান্ডের চেয়ে ৫০ রানের লিড নিয়েছে তারা। ৬২ রান করে ক্রিজে রোহিত শর্মা।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ডের চেয়ে ১৮ রানে এগিয়ে ভারত

ভারতের স্কোর ১১৭/১। ইংল্যান্ডের চেয়ে ১৮ রানে এগিয়ে।

IND vs ENG 2021 Live Score : মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১০৮/১

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১০৮/১। লিড ৯ রানের।

IND vs ENG 2021 Live Score : এক উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল ভারত

এক উইকেট হারিয়ে একশো পেরিয়ে গেল ভারত। ইংল্যান্ডের চেয়ে ৯ রানের লিড নিল।

IND vs ENG 2021 Live Score : অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড রাহুল

জেমস অ্যান্ডারসনের বলে ৪৬ রান করে কট বিহাইন্ড হয়ে গেলেন কে এল রাহুল। ভারতের স্কোর ৮৩/১।

IND vs ENG 4th Test Live: ভারতের স্কোর ৭৯/০

২৯ ওভারের শেষে ভারতের স্কোর ৭৯/০। ক্রিজে রোহিত শর্মা (৩৫) ও কে এল রাহুল (৪৩)।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ৭৩/০

২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৭৩/০।

IND vs ENG 2021 Live Score : বিনা উইকেটে ৫০ রান ভারতের

পঞ্চাশ রান সম্পূর্ণ হল ভারতের। ক্রিজে রোহিত শর্মা ও কে এল রাহুল।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ৪৯/০

জেমস অ্যান্ডারসনকে বাউন্ডারি মারলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ৪৯/০।

প্রেক্ষাপট

ওভাল: জমে উঠেছে ওভাল টেস্ট। ম্যাচের বয়স মাত্র দু'দিন। এরই মধ্যে ম্যাচের রাশ কখনও থাকছে ভারতের দিকে, তো কখনও ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন ইংল্যান্ড ২৯০ রানে অল আউট হয়ে যায়। ভারতের চেয়ে ৯৯ রানের লিড নিয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা ভাল হয়েছে। দুই ওপেনার মিলে অবিচ্ছেদ্য জুটিতে ৪৩ রান যোগ করেছেন। রোহিত শর্মা ২০ ও কে এল রাহুল ২২ রানে ক্রিজে। ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত।


বৃহস্পতিবার ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর শুরুতেই ভেঙে দেওয়ার পরেও শুক্রবার শেষ পর্যন্ত ৯৯ রানের লিড হজম করতে হয় ভারতকে। টেল এন্ডারদের লড়াইকে সম্বল করে ভারতের বিরুদ্ধে ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে।


৫৩/৩ অবস্থায় ব্যাট করতে নেমে শুক্রবার শুরুতেই ক্রেগ ওভার্টনকে হারায় ইংল্যান্ড। সামান্য় পরেই দাভিদ মালানকে তুলে নেন উমেশ যাদব। ইংল্যান্ডের স্কোর তখন ৬২/৫ এবং মনে করা হচ্ছিল ভারতের অল্প রানের পুঁজিও বোলারদের দাপুটে পারফরম্যান্সের দিন মহার্ঘ হয়ে দাঁড়াবে। ঠিক সেখান থেকেই পাল্টা লড়াই শুরু ইংরেজ ব্যাটসম্যানদের। ক্রিজে দাঁড়িয়ে যান অলি পোপ ও জনি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে।


মহম্মদ সিরাজ বেয়ারস্টোকে (৩৭) ফেরালেও পোপ একদিক আঁকড়ে ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন মঈন আলি (৩৫)। পোপ ৮১ রান করে আউট হওয়ার পর ব্যাট হাতে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন ক্রিস ওকস। ৬০ বলে ৫০ রান করেন তিনি। ভারতের চেয়ে ৯৯ রানে এগিয়ে, ২৯০ স্কোরে শেষ হয় ইংল্যান্ড।


ভারতীয় বোলারদের মধ্যে উমেশ তিনটি উইকেট নেন। টেস্টে দেড়শো উইকেট হয়ে গেল বিদর্ভের ডানহাতি পেসারের। যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে শিকার মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের।


এদিন ফের মাঠে ঢুকে পড়েন অনুপ্রবেশকারী জার্ভো। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে হ্যাটট্রিক করে ফেললেন। তিনবার প্রহরীদের টপকে ঢুকে পড়লেন মাঠে। শুক্রবার তখন ইংল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জনি বেয়ারস্টো ও অলি পোপ। ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন উমেশ যাদব। তাঁর দ্বিতীয় বলের পরেই মাঠে প্রবেশ জার্ভোর। বোলিং রান আপ ধরে দৌড়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন বেয়ারস্টোকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে মাঠ থেকে বার করে নিয়ে গেলেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.