IND vs ENG 4th Test Live: ভাল শুরু ইংল্যান্ডের, উইকেট না হারিয়ে ৭৭ রান তুলে ফেলল

India vs England 4th Test Live Cricket Score Day 4 Updates: প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Sep 2021 11:32 PM

প্রেক্ষাপট

ওভাল: প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), কে এল রাহুলদের (K L Rahul) ব্যাটিং দৃঢ়তায় ভর করে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয়...More

IND vs ENG 2021 Live Score : ম্যাচ জিততে আর ২৯১ রান প্রয়োজন ইংল্যান্ডের

ভাল শুরু ইংল্যান্ডের। চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে তারা। ম্যাচ জিততে আর ২৯১ রান প্রয়োজন।