IND vs ENG 4th Test Live: ভাল শুরু ইংল্যান্ডের, উইকেট না হারিয়ে ৭৭ রান তুলে ফেলল

India vs England 4th Test Live Cricket Score Day 4 Updates: প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Sep 2021 11:32 PM
IND vs ENG 2021 Live Score : ম্যাচ জিততে আর ২৯১ রান প্রয়োজন ইংল্যান্ডের

ভাল শুরু ইংল্যান্ডের। চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে তারা। ম্যাচ জিততে আর ২৯১ রান প্রয়োজন।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ডের স্কোর ৭৫/০

ইংল্যান্ডের স্কোর ৭৫/০। ভারতের চেয়ে ২৯৩ রানে পিছিয়ে।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৯ রান

ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। ভারতের চেয়ে আর ৩০৯ রানে পিছিয়ে।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ডের স্কোর ৫০/০

বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলল ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ড ৪২/০

বিনা উইকেটে ৪২ রান তুলল ইংল্যান্ড।

IND vs ENG 2021 Live Score : বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলল ইংল্যান্ড

বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলল ইংল্যান্ড। জয়ের জন্য আর ৩৩৪ রান তুলতে হবে।

IND vs ENG 2021 Live Score : সতর্ক শুরু ইংল্যান্ডের

ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২।

IND vs ENG 2021 Live Score : ইংল্য়ান্ডের স্কোর বিনা উইকেটে ৪

৩ ওভারের শেষে ইংল্য়ান্ডের স্কোর বিনা উইকেটে ৪ রান।

IND vs ENG 2021 Live Score : ভারতের ইনিংস শেষ ৪৬৬ রানে

২৫ রান করে ওভার্টনের বলে আউট উমেশ যাদব। ভারতের ইনিংস শেষ ৪৬৬ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৬৮।

IND vs ENG 2021 Live Score : ওকসের বলে ফিরলেন বুমরা

২৪ রান করে ওকসের বলে ফিরলেন বুমরা। ভারতের স্কোর ৪৫৬/৯।

IND vs ENG 2021 Live Score : ৮ উইকেটে সাড়ে চারশো ভারতের

৮ উইকেটে সাড়ে চারশো তুলে ফেলল ভারত।

IND vs ENG 2021 Live Score : চা পানের বিরতিতে ভারতের স্কোর ৪৪৫/৮

চা পানের বিরতিতে ভারতের স্কোর ৪৪৫/৮। ক্রিজে উমেশ যাদব (১৩) ও যশপ্রীত বুমরা (১৯)। ৩৪৬ রানে এগিয়ে ভারত।

IND vs ENG 2021 Live Score : হাফসেঞ্চুরি করে আউট শার্দুল-পন্থ

শার্দুল ঠাকুরকে (৬০ রান) ফেরালেন জো রুট। হাফসেঞ্চুরি করে আউট হলেন ঋষভ পন্থও। ভারতের স্কোর ৪২১/৮।

IND vs ENG 2021 Live Score : শার্দুল ঠাকুরের হাফসেঞ্চুরি

শার্দুল ঠাকুরের হাফসেঞ্চুরি। চারশো পেরিয়ে গেল ভারত। লিড ৩১২ রানের।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ৩৮২/৬

ভারতের স্কোর ৩৮২/৬। ২৮৩ রানে এগিয়ে ইংল্যান্ডের চেয়ে।

IND vs ENG 2021 Live Score : ভারতের লিড ২৭৬ রানের

ভারতের স্কোর ৩৭৫/৬। ঋষভ ৩৭ ও শার্দুল ৩৬ রানে ক্রিজে। ভারতের লিড ২৭৬ রানের।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ৩৬৩/৬

ভারতের স্কোর ৩৬৩/৬। ক্রিজে ঋষভ পন্থ (৩২) ও শার্দুল ঠাকুর (২৯)।

IND vs ENG 2021 Live Score : ভারতের লিড ২৪৪ রানের

লাঞ্চের পর খেলা শুরু। ভারতের স্কোর ৩৩৯/৬। লিড ২৪৪ রানের।

IND vs ENG 4th Test Live: মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩২৯/৬

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩২৯/৬। ইংল্যান্ডের চেয়ে ২৩০ রানের লিড নিয়েছে ভারত।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ৩১৮/৬

ভারতের স্কোর ৩১৮/৬। ইংল্যান্ডের চেয়ে ২১৯ রানে এগিয়ে রয়েছে।

IND vs ENG 2021 Live Score : মঈন আলির বলে ফিরলেন বিরাট

৪৪ রান করে মঈন আলির বলে ফিরলেন বিরাট কোহলি। ভারতের স্কোর ৩১২/৬। ২১৩ রানে এগিয়ে ইংল্যান্ডের চেয়ে।

IND vs ENG 2021 Live Score : ২০০ রানের লিড নিল ভারত

২০০ রানের লিড নিল ভারত। কোহলিদের স্কোর ২৯৯/৫।

IND vs ENG 4th Test Live: ওকস ফেরালেন রাহানেকে

অজিঙ্ক রাহানের ব্যাটিং ব্যর্থতা চলছে। ওকসের বলে কোনও রান না করে ফিরলেন। ভারতের স্কোর ২৯৮/৫।

IND vs ENG 2021 Live Score : ওকসের বলে আউট জাডেজা

ক্রিস ওকস ফেরালেন রবীন্দ্র জাডেজাকে (১৭)। ভারতের স্কোর ২৯৬/৪।

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর ২৯১/৩

ভারতের স্কোর ২৯১/৩। লিড ১৯২ রানের।

IND vs ENG 2021 Live Score : ইংল্যান্ডের চেয়ে ১৭৮ রানে এগিয়ে কোহলিরা

৯৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৭৭/৩। ক্রিজে বিরাট কোহলি (২৬ রান) ও রবীন্দ্র জাডেজা (১২ রান)। ইংল্যান্ডের চেয়ে ১৭৮ রানে এগিয়ে কোহলিরা।

প্রেক্ষাপট

ওভাল: প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), কে এল রাহুলদের (K L Rahul) ব্যাটিং দৃঢ়তায় ভর করে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে ভারতের স্কোর ২৭০/৩। ইংল্যান্ডের চেয়ে ১৭১ রানে এগিয়ে বিরাট কোহলিরা। কম আলোয় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় ক্রিজে রয়েছেন অধিনায়ক কোহলি (২২ ব্যাটিং) ও রবীন্দ্র জাডেজা (৯ ব্যাটিং)।


বিনা উইকেটে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে শনিবার শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন রোহিত ও রাহুল। দুই ওপেনারের স্বতঃস্ফূর্ততায় রান উঠছিল মসৃণ গতিতে। রাহুল (৪৬) যখন জেমস অ্যান্ডারসনের বলে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন, ভারতের স্কোর ৮৩/১। সেখান থেকে খেলা ধরে নেন রোহিত ও পূজারা। বিদেশে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত (১২৭)। পূজারা ৬১ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেটে দুজনে ১৫৩ রান যোগ করে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন।


এদিন ওপেনার হিসেবে দ্বিতীয় দ্রুততম ১১ হাজার রান করে নতুন নজির গড়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিত মোট ২৪৬টি ইনিংস খেলে ১১ হাজার রান পূরণ করেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করলেন তিনি।


তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ওপেনার হিসেবে মাস্টার ব্লাস্টার ২৪১ ইনিংসে ১১ হাজার রান সম্পূর্ণ করেছিলেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ম্যাথু হেডেন। ১১ হাজার রান পূরণ করতে তাঁর লেগেছিল ২৫১টি ইনিংস। চারে থাকা সুনীল গাওস্কর ২৫৮টি ইনিংসে ১১ হাজার রান পূরণ করেছিলেন।


এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন হিটম্যান। তাও মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে। মইন আলিকে ছক্কা হাঁকিয়ে শতরান করার ভিডিও এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।


সব মিলিয়ে ১৭১ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে ৭ উইকেট। আরও শ'দেড়েক রান কোহলিরা যোগ করতে পারলে টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগিয়ে যেতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.