IND vs ENG 4th Test Live: ওভালে দুরন্ত জয় বিরাটদের, সিরিজে এগোল ভারত
India vs England 4th Test Live Cricket Score Day 5 Updates: সোমবার, ম্যাচের শেষ দিন জিততে গেলে আরও ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন কি ওভালে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?
কফিনে শেষ পেরেক পুঁতলেন উমেশ। ওভাল টেস্টে ১৫৭ রানে জয় ভারতের।
আর বাকি ১ উইকেট। উমেশের বলে আউট ক্রেইগ ওভার্টন।
অষ্টম উইকেটের পতন ইংল্য়ান্ডের। উমেশের বলে ফিরলেন ওকস।
আউট জো রুট। ওভাল টেস্ট জিততে ভারতের চাই আর ৩ উইকেট।
জয়ের সামনে ভারত। একা লড়ছেন জো রুট।
দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মালিক হলেন জসপ্রীত বুমরা।
পরপর উইকেটের পতন ইংল্যান্ডের। জাদেজার বলে ফিরলেন মঈন।
দুরন্ত বুমরা। পঞ্চম উইকেটের পতন ইংল্য়ান্ডের। ফিরলেন বেয়ারস্টো।
চতুর্থ উইকেটের পতন ইংল্যান্ডের। ফিরলেন ওলি পোপ।
তৃতীয় উইকেটের পতন ইংল্য়ান্ডের। ৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হামিদ।
ওভাল টেস্টে ভারতের জয়ের জন্য আর দরকার ৮ উইকেট।
মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ১৩১।
হামিদকে সঙ্গ দিতে ক্রিজে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডেভিড মালান।
পার্টনারশিপ গড়ার চেষ্টা করছেন হামিদ ও মালান। উইকেটের খােঁজে সিরাজরা।
অর্ধশতরান হাসিব হামিদের। তাঁর ক্যাচ মিস করলেন সিরাজ।
জলপানের বিরতি পর্যন্ত ইংল্য়ান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ১১০।
ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। শার্দুলের বলে আউট ররি বার্নস।
উইকেটের খোঁজে ভারতীয় বোলাররা। ওভালে লড়ছেন ২ ইংরেজ ওপেনার।
পঞ্চম দিনের খেলা শুরু। ইংল্য়ান্ডের জিততে দরকার এখনও ২৯০ রান।
প্রেক্ষাপট
ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। জয়ের জন্য ৩৬৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ৩১ ও হাসিব হামিদ ৪৩ রান করে ক্রিজে রয়েছেন। সোমবার, ম্যাচের শেষ দিন জিততে গেলে আরও ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন কি ওভালে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?
ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -