IND vs ENG 4th Test Live: রো-রা জুটির লড়াই, ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত
India vs England 4th Test Live Cricket Score Day 2 Updates: চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। জবাবে তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
ওভালে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৩/০। ক্রিজে রোহিত শর্মা (২০) ও কে এল রাহুল (২২)। ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত।
ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। ইংল্যান্ডের চেয়ে আর ৫৮ রানে পিছিয়ে।
ভারতের স্কোর বিনা উইকেটে ২৯। ক্রিজে রোহিত শর্মা ও কে এল রাহুল।
৪ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ১৯।
হাফসেঞ্চুরি করে বুমরার বলে আউট হলেন ক্রিস ওকস (৫০)। ২৯০ রানে অল আউট হল ইংল্যান্ড। ভারতের চেয়ে ৯৯ রানের লিড নিল তারা।
অলি রবিনসনকে ফেরালেন জাডেজা। ইংল্যান্ডের স্কোর ২৬৭/৯।
শার্দুল ঠাকুর ফেরালেন অলি পোপকে (৮১ রান)। ইংল্যান্ডের স্কোর ২৫০/৮।
ইংল্যান্ডের স্কোর ২৪৮/৭। ভারতের চেয়ে ৫৭ রানে এগিয়ে।
চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২২৭/৭। ভারতের চেয়ে ৩৬ রানে এগিয়ে জো রুটরা।
মঈন আলিকে (৩৫ রান) ফেরালেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের স্কোর ২২২/৭। ভারতের চেয়ে এগিয়ে ৩১ রানে।
অলি পোপের দৃঢ়তায় ভারতের রান পেরিয়ে গেল ইংল্যান্ড। স্কোর ২১৫/৬।
৬০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৮৬/৬।
জনি বেয়ারস্টোকে (৩৭) ফিরিয়ে দিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের স্কোর ১৬৭/৬।
৫ উইকেট হারিয়ে দেড়শো রান তুলে ফেলল ইংল্যান্ড।
মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৩৯/৫। ক্রিজে বেয়ারস্টো (৩৪) ও অলি পোপ (৩৮)।
ইংল্যান্ডের স্কোর ১৩৯/৫, ভারতের চেয়ে আর ৫২ রানে পিছিয়ে।
৩৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১২৭/৫।
২৯ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৯/৫। ক্রিজে জনি বেয়ারস্টো (৪) ও অলি পোপ (১৫)।
ফের ঘাতক উমেশ যাদব। তাঁর বলে দ্বিতীয় স্লিপে দাভিদ মালানের (৩১) দুরন্ত ক্যাচ নিলেন রোহিত শর্মা। ইংল্যান্ড ৬২/৫।
শুরু হল ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা। শুরুতেই উমেশ যাদবের বলে প্রথম স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্রেগ ওভার্টন (১)। ইংল্যান্ডের স্কোর ৫৩/৪।
প্রেক্ষাপট
ওভাল: অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। চলতি সিরিজেও তাঁর ব্যাটে রানের ফুলঝুরি। ভারত যখন ওভালে প্রথম ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল, তখন ইংল্যান্ডের সেরা বাজি ছিল অধিনায়কের চওড়া ব্যাটই।
কিন্তু পারলেন না জো রুট (Joe Root)। ক্রিজে সেট গিয়েও উমেশ যাদবের চকিতে ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে গেলেন রুট। দিনের শেষ বেলায় যে উইকেট ভারতীয় শিবিরকে ফের তরতাজা করে দিয়েছে। ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। দুই ওপেনারের সঙ্গেই প্যাভিলিয়নের রাস্তায় হেঁটেছেন রুট। এখনও ১৩৮ রানে এগিয়ে ভারত। সব মিলিয়ে প্রথম দিনই জমে উঠেছে ওভাল টেস্ট।
ব্যাটিং ধসের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন তিনি। ১৯১ রানে অল আউট হয়ে যাওয়া ভারতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল তাঁর নাম। আট নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫৭ রান করে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। একই সঙ্গে ওভালে ঝকঝকে হাফসেঞ্চুরি করে বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনিদের রেকর্ড ভেঙে দিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অল্পের জন্য বেঁচে গেল কপিল দেবের রেকর্ড।
বৃহস্পতিবার ওভারে মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন শার্দুল। ভারতীয়দের মধ্যে যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। প্রথমে কপিল দেবের নাম। ১৯৮২ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। সেটাই টেস্টে ভারতীয়দের মধ্য়ে দ্রুততম। কপিলের পরেই দু'নম্বরে শার্দুল।
চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্তম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক।
ইংল্য়ান্ড ইনিংসের শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ বলের ব্যবধানে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। শুক্রবার ভারতীয় বোলারদের হাতে পুঁজি ১৩৮ রানের। ফের একবার বুমরা-উমেশদের জ্বলে ওঠার অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -