IND vs ENG 5th Test LIVE: আগুনে বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, এক ইনিংস বাকি থাকতেই ম্যাচ পকেটে ভারতের, ৪-১ এ সিরিজ জয়

IND vs ENG 5th Test LIVE: ইনিংসে হার ইংল্যান্ডের, জয়ের হাসি ভারতের

ABP Ananda Last Updated: 09 Mar 2024 02:11 PM
India VS England 5th Test Match LIVE Updates: ভারতের দুরন্ত বোলিংয়ে উড়ল ইংল্যান্ড

স্পিন থেকে পেস, ভারতীয় বোলারদের দাপটে এক ইনিংস এবং ৬৪ রান বাকি থাকতেই পঞ্চম টেস্ট ম্যাচ নিজেদের পকেটে পুরল রোহিত শিবির। 





Ind vs Eng Test LIVE Updates: জিততে বাকি আর ১ উইকেট

রবীন্দ্র জাদেজার 'জাদু' স্পেল। বোল্ড বশির। ৯ উইকেটে ১৮৯ রানে ইংল্যান্ড।  

India VS England 5th Test Match LIVE Updates: ইংল্যান্ডের হয়ে 'একা কুম্ভ' রক্ষা রুটের

ইংল্যান্ডের হয়ে 'একা কুম্ভ' রক্ষা রুটের? এখনও ৭৬ রান বাকি। ৭২ রানে নট আউট রুট

Ind vs Eng Test LIVE Updates: অর্ধশতরান পূরণ করে লড়াই জারি রুটের

৫টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। ৯৯ বলে ৫৯ রানে এখনও অপরাজিত তিনি। 

India VS England 5th Test Match LIVE Updates: বুমরার ঝুলিতে পর পর উইকেট!

স্পিনের কারসাজির মধ্যেই পেসারের দাপটে চুরমার ইংল্যান্ড। বুমরার পর পর স্পেলে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান ইংরেজ শিবিরের। 

Ind vs Eng Test LIVE Updates: ইংল্যান্ডের হয়ে 'একা লড়াই' রুটের

এখনও ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা থেকে ১২৬ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৭৩ বলে ৪১ রান করে রুটের 'একা লড়াই' জারি। ৬ উইকেট খুইয়ে ১৩৩ রান ইংল্যান্ডের   

India VS England 5th Test Match LIVE Updates: অশ্বিনের দুরন্ত স্পেল, পর পর উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী

রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত স্পিনে পর পর উইকেট ইংল্যান্ডের। ৬০ রান দিয়ে  ৫ উইকেট নিলেন ভারতীয় স্পিনার। ১১৩ রানে ৬ উইকেট ইংল্যান্ডের

Ind vs Eng Test LIVE Updates: লাঞ্চ ব্রেকের শেষে ৫ উইকেটে ১০৪ রান ইংল্যান্ডের

লাঞ্চ ব্রেকের শেষে ৫ উইকেটে ১০৪ রান ইংল্যান্ডের। ৫৩ বলে ৩৫ রানে রুট

India VS England 5th Test Match LIVE Updates: লাঞ্চ ব্রেক পর্যন্ত ১০৩ রানে ৫ উইকেট ইংল্যান্ডের

চলছে লাঞ্চ ব্রেক। বিরতির আগে পর্যন্ত ১০৩ রানে ৫ উইকেট ইংল্যান্ডের। ১৫৬ রানে এখনও এগিয়ে ভারত। 

Ind vs Eng Test LIVE Updates: শূন্য রানে আউট স্টোকস

ভারতের ২৫৯ রানের লিড টার্গেটে রেখে ১০০ পার ইংল্যান্ডের। ইতিমধ্যেই ৫ উইকেট খুইয়েছে তারা।  ২২.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। 

India VS England 5th Test Match LIVE Updates: ভারতীয় স্পিনের জাদুতে ধরাশায়ী ইংল্যান্ড

১৭.৪ ওভারে কুলদীপ যাদবের বলে আউট জনি বেয়ারস্টো। ৩১ বলে ৩৯ রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি। ৯৫ রানে ৪ উইকেটে ইংল্যান্ড। 

Ind vs Eng Test LIVE Updates: ইংল্যান্ডের হাল ধরলেন রুট-বেয়ারস্টো?

পর পর উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ইংল্যান্ড, সেই সময়ই হাল ধরলেন দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। জো রুট এবং বেয়ারস্টো। অশ্বিনের বলে পর পর ছক্কা হাঁকালেন বেয়ারস্টো। ইংল্যান্ড ৬৮-৩

India VS England 5th Test Match LIVE Updates: ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামালেন রবিচন্দ্রন অশ্বিন

শততম টেস্ট ম্যাচের নজরকাড়া অশ্বিন। স্পিনের দাপটে নাজেহাল ইংল্যান্ড। ইংল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে ফেরানোর পর। ৯.২ ওভারে অশ্বিনের বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন ওলি পোপ। ৪১ রানে ৩ উইকেটে ইংল্যান্ড। এই তিনটি উইকেটই নিয়েছেন অশ্বিন।  





Ind vs Eng Test LIVE Updates: টেস্টে ৭০০ উইকেট নিয়ে রেকর্ড অ্যান্ডারসনের

৪৭৭ রানে থামল ভারতের ইনিংস, টেস্টে ৭০০ উইকেট নিয়ে রেকর্ড অ্যান্ডারসনের। বিস্তারিত প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন- https://tinyurl.com/2ybazd32

India VS England 5th Test Match LIVE Updates: অশ্বিনের 'ঘূর্ণি স্পিনে' চাপে ইংল্যান্ড

ধর্মশালায় পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতেই উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড শিবির। অশ্বিনের দুরন্ত স্পিনে প্যাভিলিয়নে ফেরেন দুই ইংরেজ ওপেনার। ইংল্যান্ড ৭ ওভার শেষে ২৪ রানে ২ উইকেট। 

Ind vs Eng Test LIVE Updates: ধর্মশালায় রেকর্ড জেমস অ্যান্ডারসনের

ধর্মশালায় রেকর্ড জেমস অ্যান্ডারসনের। বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন





India VS England 5th Test Match LIVE Updates: ২৫৯ রানের লক্ষ্য মাত্রা রেখে দ্বিতীয় ইনিংস শুরু ইংল্যান্ডের, আউট ডুকেট

ধরমশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ২৫৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংস শুরু করল ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই ধাক্কা। অশ্বিনের বলে আউট বেন ডুকেট। ২ রানে ১ উইকেট ইংল্যান্ডের। 

Ind vs Eng Test LIVE Updates: কুলদীপ আউট হতেই ক্রিজে নামলেন সিরাজ, আউট হতে হতেও বাঁচলেন বুমরা

কুলদীপ যাদব আউট হতেই ক্রিজে নামলেন সিরাজ। বশিরের বলে আউট বুমরা। ৪৭৭ রানে ইনিংস শেষ ভারতের





India VS England 5th Test Match LIVE Updates: অর্ধশতরানের পার্টনারশিপ গড়ার আগে আউট কুলদীপ

লক্ষ্য একটাই। তৃতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লক্ষ্যমাত্রা রাখা।  কিন্তু আন্ডারসনের পেসে উইকেট কিপারের হাতে ধরা দিলেন কুলদীপ যাদব। ৬৯ বলে ৩০ রানে আউট ভারতের এই স্পিনার।  

Ind vs Eng Test LIVE Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৯ রানের লিড ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত-গিলের সেঞ্চুরির পর ২৫৯ রানের লিড নিয়ে এগিয়ে চলেছে ভারত।

India VS England 5th Test Match LIVE Updates: ক্রিজ আঁকড়ে ভারতের দুই বোলার

ধরমশালায় পঞ্চম টেস্টে ক্রিজে এখন অপরাজিত ভারতের দুই বোলার। ২৯ রানে কুলদীপ এবং ২০ রানে অপরাজিত বুমরা। 

Ind vs Eng LIVE Updates: পঞ্চম তথা শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু। এখনও ৮ উইকেটে ৪৭৫ রান করেছে ভারত। ৫০০ রান কী করতে পারবে বুমরা-কুলদীপ? 

প্রেক্ষাপট

কলকাতা: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। ৪-১ এ সিরিজ পকেটে পুরল রোহিত-ব্রিগেড। ধর্মশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ২৫৫ রানের লিড রেখে প্রথম ইনিংস শেষ করে ভারত। এরপর খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের দাপুটে স্পিনে নড়েবড়েই দেখায় ইংল্যান্ডকে। ৭৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হল অশ্বিন। যোগ্য সঙ্গত দিয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং বুমরাও। পিঠে ব্যথার দরুণ ফিল্ডিং করতে নামতে পারেননি ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে ভাইস ক্যাপ্টেন বুমরা লড়াই জেতানোর কাজটি করে দেন। এক ইনিংস এবং ৬৪ রান বাকি থাকতেই ম্যাচ জিতল ভারত।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.