ধর্মশালা: আগামী ৭ মার্চ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত (Indian Cricket Team)। সিরিজে এগিয়ে থাকায় ভারতীয় দলের  ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। রাঁচি টেস্টের পর দীর্ঘদিনের বিরতি ছিল। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের ২২ গজে ফিরতে চলেছেন রোহিত, গিল, বুমরারা। ধর্মশালায় ম্য়াচ। আর ম্য়াচের প্রস্তুতির ফাঁকেই এবার সেখানে বৌদ্ধ সন্য়াসীদের সঙ্গে দেখা করলেন শুভমন গিল (Subhman Gill)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন বৌদ্ধ সন্য়াসীদের সঙ্গে বসে তাঁদের কথা শুনছেন তরুণ ব্যাটার। 


 






প্রথম তিন ইনিংসে একেবারেই রান পাননি গিল। ০, ২৩, ৩৪ ছিল গিলের প্রথম তিন ইনিংসের রান সংখ্যা। রাজকোটের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। তিন নম্বর পজিশনে বিরাটের অনুপস্থিতিতে প্রতি ম্য়াচেই নামছেন গিল। ধর্মশালা টেস্টের আগে শুভমনের এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই সোশ্য়াল মিডিয়ায় বলছেন যে, ''শৃঙ্খলার পাঠ নিচ্ছেন গিল।'' আবার অনেকেই লিখেছেন, ''দ্বিশতরান আসতে চলেছে''।


রাঁচি টেস্টে জয়ের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথম টেস্টে হারের পর টানা তিনটি টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে রয়েছে এখন টিম ইন্ডিয়া। ধর্মশালা টেস্টে জিতলে আরও কিছুটা রেটিংয়ে এগোতে পারবে দল।


এদিকে পঞ্চম টেস্টে নজির গড়ার সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা ও অনিল কুম্বলে। রোহিত প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন। এখনও পর্যন্ত ৩১ ম্য়াচে ৪৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বিশ্বজুড়ে রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন বেন স্টোকস। তিনি ৪৪ ম্য়াচে ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। 


অন্যদিকে অনিল কুম্বলেকে ফের একবার টেক্কা দেওয়ার সুযোগ থাকছে রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসে সর্বোচ্চ ৩৫ বার টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন কুম্বলে। অশ্বিনও এখনও পর্যন্ত মোট ৩৫ বার এই নজির গড়েছেন। ধর্মশালায় একটি ইনিংসে পাঁচ উিকেট নিলেই কুম্বলেকে টেক্কা দেবেন অশ্বিন। উল্লেখ্য, ধর্মশালায় ১০০ তম টেস্ট খেলতে নামছেন অশ্বিন। কেরিয়ারে ৯৯ টেস্টে এখনও পর্যন্ত অশ্বিনের ঝুলিতে আছে ৫০৭ উইকেট।