ধর্মশালা: আশঙ্কাই সত্যি হল। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার যে কথা বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
পাশাপাশি প্রত্যাশামতো যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পঞ্চম টেস্টের দলে ফিরেছেন। তিনিই ভারতের সহ অধিনায়ক। রাঁচিতে চতুর্থ টেস্টে যাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধর্মশালায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বুমরা।
ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর হয়ে খেলবেন। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ু আরও শক্তিশালী হয়ে নামবে, বলার অপেক্ষা রাখে না। ২ মার্চ থেকে শুরু হবে যে সেমিফাইনাল। যদি প্রয়োজন হয়, তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শেষ হলে জাতীয় শিবিরে যোগ দেবেন ওয়াশিংটন।
সেই সঙ্গে মহম্মদ শামির শারীরিক অবস্থার আপডেটও দিয়েছে বোর্ড। বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি বাংলার ডানহাতি পেসারের গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব শুরু হবে বলেও বোর্ড থেকে জানানো হয়েছে।
নিজামের শহর হায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুলকে। সেই সময় ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরবেন রাহুল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চতুর্থ টেস্টের আগে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, চোটের জন্য রাঁচির ম্যাচে নেই রাহুল। ফিট হলে তবেই পঞ্চম টেস্টে খেলানো হবে রাহুলকে। যদিও ফিট না হওয়ায় চলতি সিরিজে আর মাঠেই নামা হচ্ছে না কর্নাটকের ব্যাটারের।
পঞ্চম টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও আকাশ দীপ।
আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে