Ind vs Eng, Chennai Test LIVEচেন্নাইয়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ৩১৭ রানে জয় ভারতের, সিরিজে ফিরল সমতা
৪৮২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি।
চেন্নাইয়ে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ভারতের স্পিন আক্রমণের সামনে ১৬৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। মইন আলিকে আউট করে ইংরেজদের ইনিংসে ইতি টেনে দেন কুলদীপ যাদব। ভারতের হয়ে অক্ষর পটেল ৬০ রান দিয়ে পাঁচ উইকেট, আর অশ্বিন ৫৩ রানে ৩ ও কুলদীপ যাদব ২৫ রানে দুই উইকেট নিয়েছেন।
লাঞ্চের পর জো রুট ও ওলি স্টোনকে ব্লু আউট করলেন অক্ষর। রুট করেছেন ৩৩ রান। ১১৬ রানে অষ্টম উইকেটের পতন হয়। এরপর স্টোন আউট হয়ে যান। ১২৬ রানে নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা।
ফোকসকে আউট করে দলকে জয়ের আরও কাছে নিয়ে এলেন কুলদীপ যাদব। লাঞ্চের আগে ২ রান করে আউট হন ফোকস। ১১৬ রানে সাত উইকেট পতন ইংল্যান্ডের।
অক্ষর ফেরালেন অলি পোপকে। ১২ রান করে আউট পোপ। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বেকায়দায় ইংল্যান্ড।
ফের ইংল্যান্ড শিবিরে আঘাত হানলেন অশ্বিন। তাঁর বলে কোহলির হাতে ক্যাচ তুলে ৫১ বলে ৮ রান করে আউট হলেন বেন স্টোকস। ৯০ রানে পঞ্চম উইকেটের পতন ইংল্যান্ডের।
বেন স্টোকস ও জো রুট ইংল্যান্ডের ইনিংস সামলানোর চেষ্টা করছেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলছেন তাঁরা।
চতুর্থ দিনে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলেন অশ্বিন। তাঁর বলে ২৬ রান করে আউট লরেন্স। ৬৬ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।
চতুর্থ দিনে ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেছেন মহম্মদ সিরাজ।
চতুর্থ দিনের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই । চতুর্থ দিনের পিচে ভারতীয় স্পিনারদের ইংল্যান্ড কীভাবে সামলায় সেটাই এখন দেখার।
প্রেক্ষাপট
চেন্নাই: চেন্নাইয়ের চিপকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের আজ চতুর্থদিন। ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ৪২৯ রান। অন্যদিকে, সিরিজে সমতা ফিরিয়ে আনতে ভারতকে আউট করতে হবে সাত ইংরেজ ব্যাটসম্যানকে। তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের রান ৫৩। কিন্তু এরমধ্যেই তারা হারিয়েছে তিনটি উইকেট। অধিনায়ক জো রুট ২ রানে অপরাজিত রয়েছেন। ডন লরেন্স ক্রিজে রয়েছেন ১৯ রানে। ভারতের হয়ে অক্ষর পটেল দুটি ও রবিচন্দ্রন অশ্বিন ১ টি উইকেট নিয়েছেন।
৪৮২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ডম সিবলে মাত্র ৩ রান করে অক্ষরের বলে আউট হন। রোরি বার্নস ও লরেন্স ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। বার্নস ২৫ রান করে অশ্বিনের শিকার হন।
লিচকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানোর কৌশল সফল হয়নি। অক্ষরের বলে আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই ইংল্যান্ড তিন উইকেট হারায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -