IND vs ENG Day 1 Live: রোহিত-জাডেজার সেঞ্চুরিতে রাজকোটে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩২৬/৫, লাইভ আপডেট

India vs England Rajkot Test: লাঞ্চ বিরতির পর থেকে আর কোনও উইকেট পড়েনি ভারতের। যা দেখে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেও। এই প্রথম চলতি সিরিজে একটা গোটা সেশনে কোনও উইকেট পড়ল না।

ABP Ananda Last Updated: 15 Feb 2024 05:15 PM
IND vs ENG Live score: প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩২৬/৫

প্রথম দিনের খেলা শেষ। ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১১০ রানে অপরাজিত জাডেজা। নৈশপ্রহরী কুলদীপ যাদব ১ রানে অপরাজিত।

IND vs ENG Live: ১৯৮ বলে সেঞ্চুরি জাডেজার

রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সরফরাজ খান। ৬২ রান করে ফিরলেন তিনি। ১৯৮ বলে সেঞ্চুরি জাডেজার। ৮২ ওভারে ভারতের স্কোর ৩১৫/৫।

Rajkot Test Live: মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি সরফরাজের

অভিষেকেই নজর কাড়লেন সরফরাজ খান। মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি করলেন। সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৭৮ ওভারের শেষে ভারতের স্কোর ৩০৬/৪।

IND vs ENG Live Score Update: ৭৫ ওভারে ভারতের স্কোর ২৮৫/৪

৯৪ রানে ক্রিজে জাডেজা। ৩৮ রানে অপরাজিত সরফরাজ। ৭৫ ওভারে ভারতের স্কোর ২৮৫/৪।

IND vs ENG Live Score: ৭২ ওভারের শেষে ভারতের স্কোর ২৬৫/৪

৭২ ওভারের শেষে ভারতের স্কোর ২৬৫/৪। ৯১ রানে ব্যাট করছেন জাডেজা। সঙ্গে অভিষেক ম্যাচে খেলতে নামা সরফরাজ খান।

IND vs ENG Live: ৬৪ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৭/৪

১৯৬ বলে ১৩১ রান করে আউট হলেন রোহিত শর্মা। ৬৪ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৭/৪।

IND vs ENG Live: ৬১ ওভারের শেষে ভারতের স্কোর ২২৪/৩

রেহান আমেদের ওভারে ওভার বাউন্ডারি ও বাউন্ডারি মারলেন রোহিত। ৬১ ওভারের শেষে ভারতের স্কোর ২২৪/৩।

IND vs ENG Live Score: রোহিতের সেঞ্চুরি, ভাল জায়গায় ভারত

রাজকোটে ছন্দে ফিরলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি ভারত অধিনায়কের। হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে রবীন্দ্র জাডেজারও। ৫৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৩/৩।

প্রেক্ষাপট

রাজকোট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যখন শুরুতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারত, ক্রিকেটপ্রেমীরা আশঙ্কা করেছিলেন, ফের ব্যাটিং বিপর্যয় ভোগাবে ভারতকে?


তবে প্রত্যাঘাত করল ভারত। রুখে দাঁড়ালেন এমন এক ব্যাটার, যিনি আগের দুই টেস্টে বড় রান পাননি। চার ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৯। ভারত অধিনায়ক ৯৭ রানে ক্রিজে। সেঞ্চুরি স্রেফ সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে। সঙ্গে রবীন্দ্র জাডেজা। যিনি খেলছেন ঘরের মাঠে। ৬৮ রানে অপরাজিত রয়েছেন জাড্ডু। ৩৩/৩ হয়ে যাওয়া ভারত চা পানের বিরতিতে ৫২ ওভারে ১৮৫/৩ স্কোরে দাঁড়িয়ে। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ২৬০ বলে ১৫২ রান যোগ করেছেন রোহিত ও জাডেজা।


সবচেয়ে বড় কথা, মধ্যাহ্নভোজের বিরতির পর থেকে আর কোনও উইকেট পড়েনি ভারতের। যা দেখে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেও। কেন? এই প্রথম চলতি সিরিজে একটা গোটা সেশনে কোনও উইকেট পড়ল না। যা ইংরেজদের মনোবলকে ধাক্কা দেবে বৈকি! চা পানের বিরতির পরই সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রোহিত। বড় স্কোরের পথে ভারত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.