হায়দরাবাদ: নিজামের শহর কি এক ডাকাবুকো রাজপুতের কব্জায় চলে গেল!
যিনি ঘোড়া ছোটান। ফার্ম হাউসে রয়েছে অশ্বশালা। তলোয়ারবাজি করেন। এবং একটু আধটু ক্রিকেটও খেলেন।
তিনি, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। হায়দরাবাদে বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। যার মধ্যে ছিল ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটের (Joe Root) উইকেটও। ব্যাট হাতেও সমান দাপট রাজপুত জাডেজার। সৌরাষ্ট্রের ক্রিকেটার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ভারত তুলেছে ৪২১/৭। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন অক্ষর পটেল। ৩৫ রানে অপরাজিত তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনই ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত। চালকের আসনে টিম ইন্ডিয়াই। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচ বাঁচানোই এখন ইংল্যান্ড শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেঞ্চুরি পেলেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। হায়দরাবাদে টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন ৭৬ রান করে। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে আগ্রাসী ব্যাটিং করেছিলেন। তবে শুক্রবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের সকালে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ফিরলেন যশস্বী। জো রুটের (Joe Root) বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে। ৮০ রান করে (IND vs ENG)।
তবে সেঞ্চুরির সুযোগ নষ্ট করলেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। রাহুল ফিরলেন ৮৬ রান করে। বড় রান পেলেন না শুভমন গিলও (Shubman Gill)। ২৩ রান করে ফিরলেন। তবে ভারতের ইনিংসের হাল ধরেছিলেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২২২/৩।
দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের আগ্রাসী মেজাজে ব্যাটিং চলছে। প্রথম সেশনে ২৭ ওভারে ১০৩ রান তোলে ভারত। ২ উইকেট হারিয়ে। দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ওঠে ৮৭ রান। আরও ২ উইকেট হারিয়ে। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ৪ ওভারে মাত্র ২ রান খরচ করে ইংল্যান্ড। চাপ কাটাতে গিয়ে আগ্রাসী শট খেলে ফেরেন শ্রেয়স।
প্রথম দিন বল করেননি জো রুট। দ্বিতীয় দিন শুরুতেই তাঁর হাতে বল তুলে দেন বেন স্টোকস। আর প্রথম ওভারেই যশস্বীকে ফিরিয়ে ভারতীয় ইনিংসকে ধাক্কা দেন অনিয়মিত স্পিনার রুট। তাঁর বলে ফিরতি ক্যাচ তুলেছিলেন যশস্বী। লাফিয়ে উঠে দুরন্ত রিফ্লেক্সের পরিচয় দিয়ে বল তালুবন্দি করেন রুট। পরের বলেই কে এল রাহুলকে ফিরিয়ে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করেছিলেন রুট। তাঁর বলে রাহুলের কঠিন ক্যাচ ফেলেন বেন ফোকস। যদিও আম্পায়ার বাই রান দেন।
তারপর থেকে অবশ্য রাহুল সাবলীল ব্যাটিং করেন। স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখিয়েছে কর্নাটকের ক্রিকেটারকে। ঠিক যখন মনে হচ্ছিল সেঞ্চুরি করবেন তিনি, টম হার্টলির বলে ফেরেন। এদিন শুরুতে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন গিল। শেষে যখন খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, মিড উইকেটে ধরা পড়েন। টম হার্টলির বলে। গিলই হার্টলির প্রথম টেস্ট শিকার।