হায়দরাবাদ: ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে রজত পাতিদারকে। কিন্তু চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারেরা থাকা সত্ত্বেও কেন সুযোগ পেলেন না? বিশেষ করে প্রতিপক্ষ যেখানে মহাশক্তিধর ইংল্যান্ড?


হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের আগের দিন সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন ধেয়ে এল রোহিত শর্মার দিকে। ভারত অধিনায়ক অবশ্য জানালেন, কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। রোহিত বলেন, 'সিনিয়র কাউকে খেলানোর কথা ভেবেছিলাম। কিন্তু তরুণ ক্রিকেটারেরা আর কবে সুযোগ পাবে? এটা নিয়েও ভেবেছি। অভিজ্ঞ কাউকে না নেওয়া বা তাদের কথা না ভাবাটা কঠিন। ওরা যা ম্যাচ জিতিয়েছে, যা অভিজ্ঞতা, যত রান করেছে, তা উপেক্ষা করা যায় না।'


তাহলে নতুন মুখ কেন? রোহিতের কথায়, 'তরুণদের চেনা পরিবেশেই সুযোগ দেওয়ার কথা ভেবেছিলাম। অচেনা পরিবেশে গিয়ে ফেলার চেয়ে জানা জায়গায় খেলাটা ভাল। আমি একেবারেই বলছি না, কারও জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফিট থাকলে আর রান করে গেলে যে কাউকে নেওয়া হতে পারে। তবে অন্যদের দিকেও তাকাতে হবে। আমরা চাই না ১১ জনের মধ্যে ৭-৮ জন মিলিতভাবে ২০-২৫টি টেস্ট খেলেছে, এরকম পরিস্থিতিতে পড়তে হোক। সুযোগ থাকলে দেওয়া উচিত।'


ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের ভরাডুবি হলেও কেপ টাউনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছিল ভারত। কেপ টাউনে প্রোটিয়াদের বিধ্বস্ত করে জিতেছিল ভারত। সেই জয় কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে? রোহিত বলছেন, 'কেপ টাউনে জয়টা ভাল ছিল। কিন্তু এটা হায়দরাবাদ। সম্পূর্ণ আলাদা পরিবেশ-পরিস্থিতি। ড্রেসিংরুমের আবহ খুব ভাল। ম্যাচ জিতলে এটা হয়। কেপ টাউনের জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব অল্প সময়ে ম্যাচের ফয়সালা হয়েছিল আর আমরা শীর্ষে থেকে শেষ করতে পেরেছিলাম।’


আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে