আমদাবাদ: আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। কারা খেলবেন দু'দলের প্রথম একাদশে?


ম্যাচের আগের দিন নিজেদের একাদশ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি বিরাট। তবে তাঁর সামনে প্রথম কাঁটা হবে দুই ওপেনারকে বেছে নেওয়া। রোহিত শর্মা, কে এল রাহুল ও শিখর ধবন, এই তিনজনের মধ্যে কোন দুজন খেলবেন আজ? দৌড়ে এগিয়ে রোহিত ও রাহুলই। তবে বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন শিখর ধবন। তাই চিন্তাভাবনা চলছে কোহলিদের টিম ম্যানেজমেন্টের।


চোট থাকায় এই সিরিজে সম্ভবত খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। ফিটনেস পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে রাহুল তেওয়াটিয়া ও টি নটরাজনকে নিয়েও প্রশ্ন রয়েছে। দুজনই হয়তো সিরিজের শুরুর দিকে খেলতে পারবেন না। সম্প্রতি ভারত যে সমস্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, তাতে উইকেটকিপিং করেছেন রাহুল। তবে শুক্রবার কিপিং করবেন পন্থই। অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজন খেলবেন প্রথম একাদশে। চোট সারিয়ে ফিরতে চলেছেন মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর সঙ্গে পেস বিভাগ সামলাতে পারেন শার্দুল ঠাকুর ও নভদীপ সাইনি। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের খেলাও কার্যত নিশ্চিত।


অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে সম্ভবত ওপেন করবেন জেসন রয় ও জস বাটলার। টি-টোয়েন্টির অন্যতম আকর্ষণীয় ব্যাটসম্যান দাউইদ মালান খেলবেন তিন নম্বরে। ব্যাটিং অর্ডারে তারপর নামতে পারেন জনি বেয়ারস্টো, বেন স্টোকস ও অধিনায়ক অইন মর্গ্যান। মইন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস জর্ডানের খেলা কার্যত নিশ্চিত। জোফ্রা আর্চার ও মার্ক উডের মধ্যে কোনও একজনের খেলার সম্ভাবনা।


সম্ভাব্য দল


ভারত: রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল/ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও নভদীপ সাইনি।


ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), দাউইদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, অইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার/মার্ক উড ও আদিল রশিদ।