IND vs AUS, T20 WC LIVE: দুরন্ত ফর্মে ভারত, অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে দুরমুশ করলেন রোহিতরা

T20 WC 2021, Warm-Up Match, Ind vs Aus: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টুর্নামেন্টের আগে তাদের দ্বিতীয় গা-ঘামানোর ম্যাচে নামছে।

abp ananda Last Updated: 20 Oct 2021 06:51 PM
Ind vs Aus Live: ৮ উইকেটে জয়ী ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে দাপট দেখিয়ে ৮ উইকেটে জয়ী ভারত। ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

Ind vs Aus LIVE: ২৮ বলে ২২ রান চাই ভারতের

৪১ বলে ৬০ রান করার পর অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে রিটায়ার্ড হলেন রোহিত শর্মা।

Ind vs Aus T20 WC Live: ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/১

১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/১। ৪৭ রান করে ক্রিজে রোহিত শর্মা।

T20 WC LIVE: ৩৯ রান করে আউট রাহুল

৩১ বলে ৩৯ রান করে আউট কে এল রাহুল। ৯.২ ওভারে ভারতের স্কোর ৬৮/১

Ind vs Aus, T20 WC LIVE: ভারতের স্কোর ৪২/০

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪২/০।

Ind vs Aus Live Score Update: ভারতের স্কোর ২৫/০

৩ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫ রান।

Ind vs Aus Live: প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলল ১৫২/৫

শেষ দিকে ঝোড়ো ব্যাটিং মার্কাস স্টোইনিসের (২৫ বলে ৪১ অপরাজিত)। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলল ১৫২/৫। ৫৭ রান স্টিভ স্মিথের।

Ind vs Aus Live: স্মিথের হাফসেঞ্চুরি

১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৩১। ৫৭ রানে ক্রিজে স্মিথ।

Ind vs Aus Live: রাহুল চাহারের বলে বোল্ড হলেন গ্লেন ম্যাক্সওয়েল

রাহুল চাহারের বলে বোল্ড হলেন গ্লেন ম্যাক্সওয়েল (৩৭)। অস্ট্রেলিয়ার স্কোর ১৩ ওভারে ৮১/৪।

Ind Vs Aus Live Score: ৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪২/৩

৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ৪২ রান। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল (২০ ব্যাটিং) ও স্টিভ স্মিথ (১০ ব্যাটিং)।

Ind vs Aus Live: শুরুতেই ধাক্কা ভারতীয় স্পিনারদের

দুরন্ত শুরু ভারতের স্পিনারদের। পরপর দু'বলে ডেভিড ওয়ার্নার (১) ও মিচেল মার্শকে (০) ফেরালেন আর অশ্বিন। অ্যারন ফিঞ্চকে (৮ রান) ফেরালেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার স্কোর ৪ ওভারে ১৪/৩।

IND vs AUS, T20 LIVE: বিশ্রামে কোহলি-বুমরা-শামি

বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে বিশ্রামে রেখে নামছে ভারত। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

প্রেক্ষাপট

দুবাই: টি ২০ বিশ্বকাপ অভিযান মসৃণভাবে করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর এ জন্য প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত ব্যাটিং অর্ডার পরীক্ষা করে নিতে চাইবে ভারত। এই লক্ষ্যেই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টুর্নামেন্টের আগে তাদের দ্বিতীয় গা-ঘামানোর ম্যাচে নামবে।  দুবাইতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি ২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে বিরাট কোহলির দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে শেষবার এই টুর্নামেন্টে ভারতের নেতৃত্ব করবেন কোহলি।  কোচ রবি শাস্ত্রীরও এটাই শেষ টুর্নামেন্ট। 


এর আগে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ওই ম্যাচের আগে কোহলি স্পষ্ট করে দিয়েছিলেন, ওপেন করতে নামবেন কেএল রাহুল ও রোহিত শর্মা। তিনি নিজে নামবেন তিন নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল ইশান কিষাণের। ৭০ বলের ঝোড়ো ইনিংস খেলে প্রথম একাদশে নিজের দাবি জোরাল করেছেন তিনি। 


ওই ম্যাচে সূর্য কুমার যাদবের আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল ঋষভ পন্থকে। ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি।  এদিনের ম্যাচে পন্থকে কোন পজিশনে নামানো হয়, সেটাই দেখার। রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নামেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নামবেন বলেই মনে করা হচ্ছে। 


এছাড়াও নজর থাকবে হার্দিক পাণ্ড্যের দিকেও। ইংল্যান্ডের বিরুদ্ধে সংক্ষিপ্ত সময় ক্রিজে ছিলেন। কিন্তু তাঁকে আদৌ স্বস্তিতে থাকতে দেখা যায়নি। তিনি বোলিংও করেননি। এখন দেখার, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক শুধুমাত্র ব্যাটার হিসেবেই তাঁকে খেলায় কিনা। 


হার্দিক বোলিং না করলে ষষ্ঠ বোলারের বিকল্পের অভাব অনুভূত হবে ভারতের, বিশেষ করে, পাঁচ বোলারের কোনও একজনের অফফর্ম থাকলে। ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের বিরুদ্ধে এক উইকেট পেয়েছেন। তবে জসপ্রিত বুমরাহকে নিজস্ব ছন্দেই দেখা গিয়েছে। মহম্মদ শামি তিন উইকেট নিলেও রান দিয়েছেন। ২০১৬-র টি ২০ বিশ্বকাপের পর থেকে ভারত ৭২ টি টি ২০ ম্যাচ খেলেছে। জিতেছে ৪৫ টিতে। 


অস্ট্রেলিয়াও তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে আবুধাবিতে তিন উইকেটে হারিয়ে দিয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.