Ind vs Eng sledging: একজনকে স্লেজিং করলে, বাকিরাও এগিয়ে আসবে, রুটদের হুঁশিয়ারি রাহুলের

লর্ডস টেস্টে যসপ্রীত বুমরা ও মহম্মদ শামির সঙ্গে স্লেজিংয়ের চেষ্টা করছিলেন ইংরেজ ক্রিকেটাররা। ম্যাচ জয়ের পর বার সেই নিয়েই মুখ খুললেন কে এল রাহুল।

Continues below advertisement

লর্ডস: ''আমাদের একজনের সঙ্গে স্লেজিং করলে, আমরা সবাই মিলে তার প্রত্যুত্তর দেব"। লর্ডস টেস্টে যসপ্রীত বুমরা ও মহম্মদ শামির সঙ্গে স্লেজিংয়ের চেষ্টা করছিলেন ইংরেজ ক্রিকেটাররা। ম্যাচ জয়ের পর বার সেই নিয়েই মুখ খুললেন কে এল রাহুল। তিনি বলেন, 'আমাদের একজনের সঙ্গে স্লেজিং করলে আমরা সবাই মিলে তার প্রত্য়ুত্তর দেব। দলের এগারো জনই তখন এগিয়ে আসবে।' এই প্রসঙ্গে ডানহাতি ভারতীয় ওপেনার আরও বলেন, 'দুটো দলই জয়ের জন্য মুখিয়ে থাকে। আমরা এমনই একটা দল যেখানে কােনও একজনকে স্লেজিং করা হলে বাকি ১০ জনও পাম্পড আপ হয়ে যায়। আমরা সবাই সবার পাশে সবসময় রয়েছি।'

Continues below advertisement

লর্ডসে জয়ের পর শামি-বুমরার পার্টনারশিপের প্রশংসা করে ম্যাচের সেরা রাহুল বলেন, 'শামি- বুমরার পার্টনারশিপটা দারুণ ছিল। একজন বোলার হিসেবে ক্রিজে গিয়ে এইভাবে লড়াই করা সত্যিই দারুণ একটা ব্য়াপার। আমাদেরও উদ্বুদ্ধ করে দিয়েছে। আমরা জানতাম মধ্যাহ্নভোজের বিরতির পরই ডিক্লেয়ারেশন আসতে চলেছে। সেই মতোই বোলাররা প্রস্তুত ছিল। পিচ সবসময় সাহায্য করছিল না। এই পরিস্থিতিতে তাই এমন পারফরম্যান্স ভীষণ স্পেশাল।'

উল্লেখ্য, লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন শুধু ইংরেজ বোলারদের গুলিগোলা নয়, ভারতীয় টেল এন্ডারদের সামলাতে হল ব্রিটিশ শিবিরের স্লেজিংও। তবে স্লেজিংয়ের মুখে পড়েও দমে যাননি ভারতীয় টেল এন্ডাররা। পাল্টা জবাব দেন। সোমবার লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন ভারত ও ইংল্যান্ড, দুই শিবিরের রুদ্ধশ্বাস লড়াই চলছিল। আড়াইশো রানের লিডও তুলে ফেলেছিল ভারত ততক্ষণে। ক্রিজে ছিলেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যানই ব্যাট হাতে প্রত্যাঘাত করেছেন। পার্টনারশিপ ভাঙার হাজারও চেষ্টা করেও ব্যর্থ হন ইংরেজ ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত বুমরা-শামির মনঃসংযোগ নষ্ট করার জন্য স্লেজিংয়ের রাস্তা বেছে নেন জস বাটলাররা।

ভারতের দ্বিতীয় ইনিংসের ৯১তম ওভারের ঘটনা। ওভার শেষ হওয়ার পরই বুমরার উদ্দেশে মার্ক উড এবং উইকেটকিপার জস বাটলারকে কিছু বলতে দেখা যায়। তার আগে জেমস অ্যান্ডারসন ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ বেঁধেছিল। এরপর বুমরাও জবাব দিতে শুরু করেন। বাটলার ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ শুরু হয়।

Continues below advertisement
Sponsored Links by Taboola