বেঙ্গালুরু: সত্যিই এরকম ঘটনা ক্রিকেটবিশ্বে আগে কখনও ঘটেনি। অন্তত ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না।
একই সিরিজের মাঝে বদলে যাচ্ছে কোচ, অধিনায়ক, মায় সহ অধিনায়কও। তাও একটা দলের নয়। যুযুধান দুই শিবিরেরই।
অভূতপূর্ব এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারত-ইংল্যান্ডের (Ind vs Eng) আসন্ন টেস্ট ম্যাচ। যে সিরিজে ভারত ২-১ এগিয়ে। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ টেস্টে। আর সেই টেস্টে ভারত নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। কোচ হিসাবে থাকবেন রাহুল দ্রাবিড়। ফিট হয়ে গেলে সহ অধিনায়ক হিসাবে দেখা যাবে কে এল রাহুলকে। যদিও ঘটনা হচ্ছে, সিরিজের প্রথম চার টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। কোচ ছিলেন রবি শাস্ত্রী। সহ অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে।
শুধু ভারত নয়, ব্যাপক রদবদল হয়েছে ইংল্যান্ড শিবিরেও। জো রুট প্রথম চার টেস্টে নেতৃত্ব দিলেও পঞ্চম টেস্টে ইংল্যান্ড নামবে বেন স্টোকসের নেতৃত্বে। দলের নতুন কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। সব মিলিয়ে বেনজির পরিস্থিতি সিরিজে।
কিন্তু কেন এমন কাণ্ড?
ঘটনা হচ্ছে, ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছিল গত বছর। প্রথম চার টেস্টের পর করোনার ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছিল সিরিজ। ভারত তখন ২-১ এ এগিয়ে। অনেকেই ধরে নিয়েছিলেন যে, ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরবে টিম ইন্ডিয়া। কিন্তু পঞ্চম টেস্ট বাকি রয়ে যায়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ঠিক হয় যে, সিরিজের পঞ্চম ম্যাচটি হবে ২০২২-এর জুলাইয়ে। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যে বিলেতে পাড়ি দিয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
যদিও এর মাঝে গঙ্গা হোক বা টেমস, বয়ে গিয়েছে অনেক জল। ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছেন রবি শাস্ত্রী। তাঁর পরিবর্তে জাতীয় দলের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলিও। বিতর্কের আবহে অধিনায়ক করা হয়েছে রোহিতকে। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে দল থেকে বাদই পড়ে গিয়েছেন।
ইংল্যান্ড দলেও হয়েছে পরিবর্তন। জো রুটের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। কোচ হয়েছেন ম্যাকালাম। সব মিলিয়ে পুরনো সিরিজ নতুন আঙ্গিকে খেলা হতে চলেছে ১ জুলাই থেকে।
আরও পড়ুন: 'অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি'